টেকটিউনসে নতুন রেজিস্ট্রেশন করলেও পাঠক হিসেবে আমি অনেক পুরোনো। আমার ব্রাউজারে টেকটিউনের একটি ট্যাব সবসময় ওপেন থাকে। যাহোক, অনেক নিয়েছি অনেক জেনেছি টেক টিউন থেকে তাই এবার কিছু দিতে এলাম।
খবরের কাগজ পড়তে পড়তে মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ি, মাঝে মাঝে শিউরে উঠি, আতঙ্কে কেপে উঠি, এত বীভৎস খবর। ভাল খবর কি একদমই নেই? অবশ্যই আছে, তবে খুজে পেতে অনেক কষ্ট হয়। আমি বিশ্বাস করি ভাল খবর, ভাল দৃষ্টিভঙ্গির পথ খুলে দেয় সেই সাথে যোগায় ভাল কাজের উৎসাহ। তাই একটি নিউজ সাইট তৈরী করলাম যেখানে প্রতিদিন বিভিন্ন গনমাধ্যম ঘেটে সব ভাল খবরগুলো পরিবেশন করা হয়।
সাইটে প্রবেশের জন্য ক্লিক করুন
আপনাদের যদি ভাল লাগে, সাইটটি শেয়ার করুন, রেজিস্ট্রেশন করুন, মন্তব্য করুন চাইলে নিজেরাও খবর যোগ করতে পারেন। ভাল খবর ছড়িয়ে যাক সবখানে।
সাইটটি তে আর কি ধরনের মানোন্নয়ন প্রয়োজন জানালে খুশি হব।
আমি Ripendil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কেউ কমেন্ট করে নাই ক্যন ?
যাইহোক সাইট- টা ভালো হইছে।