নতুন ব্লগারদের জন্যে টিপস ও অভিজ্ঞতা শেয়ার

টিউন বিভাগ ওয়েব ডিজাইন
প্রকাশিত
জোসস করেছেন

আমি রংপুর মেডিকেল কলেজ এর একজন ছাত্র৷ তথ্যপ্রযুক্তির উপর একটা আকর্ষণ আগে থেকেই ছিল, সেটি থেকেই টেকটিউনস সহ আরো অন্যান্য ওয়েবসাইট, ফেসবুক গ্রুপ ও ইউটিউব চেনেল থেকে শিখে শিখে আমার ওয়েবসাইট দাড় করিয়েছি আলহামদুলিল্লাহ। আজকে আমি শেয়ার করব খুব ইম্পরট্যান্ট কিছু পরামর্শ বা উপদেশ নতুন ব্লগারদের জন্যে যা সম্পুর্ন আমার অভিজ্ঞতা থেকে আমি বর্ণনা করেছি।

নতুন ব্লগারদের জন্যে টিপস

  1. ভালো ডোমেইন নাম নির্বাচন করুন।
  2. হোস্টিং কিনতে সমস্যা হলে ব্লগস্পট দিয়েই আপনার ব্লগিং শুরু করেন, পরে ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে মাইগ্রেট করতে পারবেন, তবে ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করাই বেস্ট।
  3. কিওয়ার্ড রিসার্চ করে আর্টিকেল পাব্লিশ শুরু করে দিন রেগুলার করতে থাকেন, ১০/১২ টা আর্টিকেল দিয়েই ইনকাম এর জন্যে পাগল হয়ে গেলে সফল হওয়ার সম্ভাবনা কম, দীর্ঘদিনের পরিকল্পনা করতে পারেন, মিনিমাম ৫/১০ বছর এর একটি প্লান করুন, ১ বছর পর থেকে যে ইনকাম আসবে সেটি আবার ওয়েবসাইটের এর পিছনে ব্যায় করুন। নিজে নিজে সব করলে সব ভালো হয়না, প্রথম ১/২ বছর নিজেই করেন, পরে ইনকাম শুরু হলে ইনকামের ৫০% দিয়ে ওয়েবসাইটের এসইও, ডিজাইন, কোয়ালিটি কন্টেন্ট, আপডেট এন্ড মার্কেটিং এর প্রতি গুরুত্ব দিন। ফাইনাল কথা হচ্ছে প্রথমেই ইনকামের নেশায় পড়া যাবেনা, প্রথমে ধৈর্য ধরে একাগ্রচিত্তে, একমনে অনেকদিন কাজ করার একটা মন মানসিকতা তৈরি করুন এবং তা বাস্তবে পরিণত করে ফেলেন।
  4. ৩ নং পয়েন্টি ফলো করলে একদিন আপনি হতে পারবেন একটি বড় ও সফল ওয়েবসাইট এর মালিক।
  5. শিখার জন্যে অনেক ফ্রি কোর্স ও ইউটিউব চেনেল, ফেসবুক গ্রুপ রয়েছে সেগুলো ফলো করতে পারেন, আমি শেয়ার করব এমন কিছু লিংক নিচে

কিছু ফেসবুক গ্রুপ :

  • ১. Adsence & Blogging
  • ২. SEO Mastermind

কিছু ইউটিউব চেনেল:

  • ১. Sohag360
  • ২. Growbig
  • ৩. MD Faruk khan

উপরের গ্রুপ, ও চেনেল গুলো ফলো করে আমার ওয়েবসাইট (http://www.doctorsgang.com) তৈরি করেছি। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি সবাই দোয়া করবেন। নতুন ব্লগারদের কিছু জানার থাকলে টিউমেন্ট করার অনুরোধ করছি, আমি সুযোগ হলেই আমি যতটুকু জানি সেটুকু শেয়ার করব ইনশাআল্লাহ।

Level 0

আমি নোমান ইসলাম নিরব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি মোঃ নোমান ইসলাম নিরব, রংপুর মেডিকেল কলেজ পড়ালেখা করতেছি।পড়ালেখার পাশাপাশি ব্লগিং করি শখের বশে। আমি দাখিল পরীক্ষা দেই ২০১৪ সালে বলরাম পুর দাখিল মাদ্রাসা থেকে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেই ২০১৬ সালে বীরগঞ্জ সরকারি কলেজ থেকে। ২০১৭ সাল থেকে রংপুর মেডিকেল কলেজে এমবিবিএস পড়তেছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস