১৫ দিনের ফ্রি ট্র্যায়াল নিন – লিনাক্স শেয়ার্ড হোস্টিং-এ আর ওয়ার্ডপ্রেস হোস্টিং তো আছেই

আসসালামু আলাইকুম, আশা করছি আল্লাহর অশেষ করুনায় আপনারা সবাই ভাল আছেন। এই মহামারীর সময়ে আমরা নিজে সতর্ক থেকে আমাদের দৈনন্দিন কাজ সম্পন্ন করার চেষ্টা করবো এই প্রতিজ্ঞা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই এই মুহুত্বের প্রথম এবং প্রধান লক্ষ্য। তাছাড়া করোনাকালীন সময়ে একটু খেয়াল করলেই দেখবেন যে, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা বাণিজ্য খুব সহজে এবং স্বাচ্ছন্দে চালিয়ে যেতে পেরেছে তবে যারা গতানুগতিক ভাবে ব্যবসা বাণিজ্য করেছেন তারা কিন্তু লকডাউনের মধ্যে ব্যপক ক্ষতির সম্মুখিন হয়েছেন।

আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অনলাইনে বিজনেজ করছেন। কেউ কেউ ব্যবসা করছেন একটি ফেজবুক পেইজেই মাধ্যমে, আবার কেউ কেউ বিজনেজ করছেন ই-কমার্স ওয়েব সাইট এবং ফেসবুক পেইজের মাধ্যমে। তো সে যাই হোক না কেন, আমাদের সবারই একটি ইউনিক আইডেন্টেকটিউনস রক্ষা করতে ই-কমার্স ওয়েব সাইট থাকা প্রয়োজন। ই-কমার্স ওয়েব সাইট থাকা এই জন্য প্রয়োজন, কারণ এর নিয়ন্ত্রণ একমাত্র আপনার কাছেই থাকবে, ফেসবুক অথবা অন্য সব মাধ্যমের নিয়ন্ত্রণ আপনার কাছে না থাকার ফলে আপনার পেইজ রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে অথবা দেশের সরকার স্যোশাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারে। এই সব দিক বিবেচনা করে, কেউ স্বীকার করুক বা নাই করুক, আপনার ই-কমার্স বা এফ-কমার্সের জন্য ওয়েব সাইট থাকা একরকম বাধ্যতামূলক হয়ে গিয়েছে।

আর এই ওয়েব সাইট ডেভেলপ করতে গিয়ে আমাদের সর্বপ্রথম যে বিষয় নিয়ে চিন্তা করতে হয় তা হচ্ছে ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং হচ্ছে একটা দোকানের সাথে তুলনা করা যেতে পারে যেখানে আপনি আপনার প্রোডাক্ট এবং সার্ভিস সাজিয়ে গুছিয়ে রাখবেন আর ক্রেতারা বা ওয়েব সাইট ভিজিটররা আপনার প্রোডাক্ট এবং সার্ভিস দেখতে পারবে এবং অর্ডার করতে পারবেন। আর এজন্য ভাল মানের ওয়েব হোস্টিং সার্ভিস নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা ভাল মানের ওয়েব হোস্টিং আপনার ওয়েব সাইট কে করবে স্মুথ আর ওয়েব সাইট লোড হবে স্মুথলী। আজকে আপনাদের সাথে শেয়ার করবো, এমন একটি ওয়েব হোস্টিং সার্ভিস ওয়েব সাইট নিয়ে যারা আপনার প্রয়োজনীয় সকল সেবা নিয়ে আপনার দোরগোড়ায় হাজির হয়েছে।

SWSBD.CO

SWSBD.CO হচ্ছে হোস্টিং সার্ভিস প্রোভাইডার, আপনি এই হোস্টিং সার্ভিস প্রোভাইডারের কাছ থেকেই বিশ্বমানের ওয়েব হোস্টিং সার্ভিস পাবেন। আপনি ওয়েব সাইটে ভিজিট করলেই হোম পেইজে ওয়ার্ডপ্রেস হোস্টিং এর বিভিন্ন প্যাকেজ দেখতে পাবেন। বিশ্বসেরা লিনাক্স শেয়ার্ড হোস্টিং সার্ভিস এর পাশাপাশি আপনি পাচ্ছেন ওয়ার্ডপ্রেস এর জন্য তারা তিনটি ভিন্ন ভিন্ন প্যাকেজে সার্ভিস দিয়ে থাকে, প্যাকেজগুলো হচ্ছে; BASIC Elite Performance, BUSINESS Elite Performance, PROFESSIONAL Elite Performance - এই প্যাকেজগুলো সম্পর্কে নিচের ছবি দেখে বিস্তারিত জেনে নেই।

বিশ্বসেরা লিনাক্স শেয়ার্ড হোস্টিং

আপনি SWSBD.CO হোস্টিং সার্ভিস প্রোভাইডার থেকে বিশ্বসেরা লিনাক্স শেয়ার্ড হোস্টিং সার্ভিস ক্রয় করলেই পাচ্ছেন নিশ্চিত ৫০% ডিসকাউন্ট এছাড়া থাকছে ফ্রি ১৫ দিনের ট্রায়াল তো থাকছেই (ফ্রি ট্রায়াল পেতে SWS15RF কুপনকোডটি ব্যবহার করুন)। তো আর দেরি কেন লিনাক্স শেয়ার্ড হোস্টিং অর্ডার করতে এই লিংকে ভিজিট করুনঃ শেয়ার্ড হোস্টিং। এই লিঙ্কে ভিজিট করলে প্রথমে আপনি দুইটি প্যাকেজ দেখতে পাবেন, একটি হচ্ছে PERSONAL এবং অন্যটি হচ্ছে PRO প্যাকেজ। এই প্যাকেজগুলোতে যা যা রয়েছে তা একনজরে দেখে নিই।

আপনি পার্সোনাল প্যাকেজে পাচ্ছেন সিঙ্গেল ডোমেইন এবং সাব-ডোমেইন সুবিধা, আনলিমিটেড ইমেইল অ্যাকাউন্ট, ডিস্ক স্পেস, ডেটা ট্রান্সফার (১০০০ জিবি পর্যন্ত), ফ্রি সি-প্যানেল এবং ১ ক্লিকেই ইন্সটল সুবিধা আর প্রো প্যাকেজে আপনি পাচ্ছেন আনলিমিটেড ডোমেইন, ইমেইল অ্যাকাউন্ট, ডিস্ক স্পেস, ডেটা ট্রান্সফার (১০০০ জিবি পর্যন্ত), ফ্রি সি-প্যানেল এবং ১ ক্লিকেই ইন্সটল সুবিধা সহ আরও অনেক সুবিধা।

আমি কেন লিনাক্স শেয়ার্ড হোস্টিং ব্যবহার করবো

আপনার ওয়েব সাইট যদি ডেভেলপারদের মাধ্যমে কাস্টমভাবে তৈরি করে থাকেন অথবা বিভিন্ন ফ্রেমওয়ার্ক যেমনঃ লারাভেল ইত্যাদি ব্যবহার করে ডেভেলপ করে থাকেন তাহলে আপনার জন্য লিনাক্স শেয়ার্ড হোস্টিং হচ্ছে আদর্শ ওয়েব হোস্টিং সার্ভিস। এছাড়াও আপনি SWSBD.CO লিনাক্স শেয়ার্ড হোস্টিং সার্ভিসে বাড়তি যা পাচ্ছেন তা নিম্নের ছবিতে বিস্তারিত দেখানো হয়েছে।

ওয়ার্ডপ্রেস হোস্টিং সার্ভিস

প্রথমেই আপনাকে বুঝতে হবে, ওয়ার্ডপ্রেস কি। ওয়ার্ডপ্রেস একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যার মাধ্যমে আপনি নূন্যতম কোডিং জ্ঞান ছাড়াই একটি ওয়েব সাইট সহজেই ম্যানেজ করতে পারবেন সহজেই। আর বহিরবিশ্ব থেকে শুরু করে আমাদের দেশের বেশিরভাগ ওয়েব সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপ করা।

আমি কেন ওয়ার্ডপ্রেস হোস্টিং ব্যবহার করবো

আপনার ওয়েব সাইট যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ডেভেলপ করে থাকেন তাহলে আপনার জন্য ওয়ার্ডপ্রেস হোস্টিং হচ্ছে আদর্শ ওয়েব হোস্টিং সার্ভিস। এছাড়াও আপনি SWSBD.CO ওয়ার্ডপ্রেস ওয়েব হোস্টিং সার্ভিসে বাড়তি যা পাচ্ছেন তা হলঃ প্রি-ইন্সটল ওয়ার্ডপ্রেস, অটোম্যাটিক আপডেট, ম্যালওয়্যার প্রোটেক্টশন, অটোম্যাটিক ক্লাউড ব্যাকআপ সহ আরও অনেক আকর্ষণীয় সার্ভিস যা নিম্নের ছবিতে বিস্তারিত দেখানো হয়েছে।

ওয়ার্ডপ্রেস হোস্টিং টেকনিক্যাল স্পেসিফিকেশন

ওয়ার্ডপ্রেস হোস্টিং এর টেকনিক্যাল স্পেসিফিকেশনকে চারটি ভাগে আলোচনা করা যেতে পারে, সেগুলো যথাক্রমে Core Software, Databases, Optimizations & Add-ons,  Security ইত্যাদি।

Core Software

  • Latest version of WordPress
  • Jetpack plugin pre-installed

Databases

  • WP Database Optimized
  • MySql Server
  • Database backup with Codeguard
  • 1-click restore with Codeguard

Optimizations & Add-ons

  • Automated WP Core updates
  • Upgradable CPU
  • Upgradable RAM
  • Integrated CDN

Security

  • Malware Scan & Removal
  • Codeguard Backup
  • DDoS Protection

যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন

আপনার যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন SWSBD.CO ওয়েব সাইটের লাইভ চ্যাটে অথবা আমাদের ফেসবুক পেইজ SornoRenu Ltd. আমরা আপনার সেবায় আছি সবসময়। এছাড়া আমাদের ওয়েব সাইটে দেয়া হটলাইন নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন অনায়াসেই।

আজকে এই পর্যন্তই আগামী টিউনে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আল্লাহ সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ্‌ হাফেজ।

Level 0

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস