ব্লগার টেমপ্লেট তৈরি করা অনেক জটিল কাজ। তবে সঠিক গাইডলাইন এবং ধাপে ধাপে কাজ করলে এটা আর জটিল মনে হবেনা। এটা শিখতে এবং সেই অনুসারে গাইডলাইন ফলো করতে পারলে ব্লগার টেমপ্লেট তৈরি করা আপনার কাছে পানির মতো হয়ে যাবে। এটা শেখার আগে সিএসএস(CSS) এবং এইচটিএমএল(HTML) এর ধারণা থাকতে হবে। জাভাস্ক্রিপ্ট শেখাটা এখানে আবশ্যক নয়। তবে জাভাস্ক্রিপ্টের ব্যবহার এখানে আপনার টেমপ্লেটকে নতুন রূপ দিতে পারে।
১. ব্লগার ড্যাশবোর্ডে যান → Theme → Edit HTML এ ক্লিক করে Ctrl + A এবং ব্যাকস্পেসে চাপ দিয়ে সব মুছে ফেলুন।
২. এইচটিএমএল(HTML) এর বেসিক যে কোড থাকে সেটা পেস্ট করে দিন অথবা নিচের কোড কপি করে সেখানে পেস্ট করে দিন।
<html>
<head> <title>Title of Blog</title>
</head>
<body>
<p>Hello World</p>
</body>
</html>
সাধারণত শুধুমাত্র এইচটিএমএল দ্বারা ব্লগার টেমপ্লেট(Blogger Template) তৈরি করা সম্ভব নয়। তবে ব্লগার টেমপ্লেট তৈরি করতে হলে এইচটিএমএল এর এই কমন কোড লিখতে হবেই। <head>. </head> ট্যাগের মধ্যে এবং টাইটেল ট্যাগের পরে নিচের কোড কপি করে পেস্ট করুন।
<b:skin> <![CDATA[/*CSS CODE*/]> </b:skin>
এখানে সিএসএস(CSS) রাখা হয় এবং ব্লগার টেমপ্লেট(Blog Template) তৈরি করার সময় সিএসএস(CSS) খুব বেশি ভুমিকা রাখে। এখানে আপনি সকল প্রকার সিএসএস(CSS) রাখবেন। ব্লগ টেমপ্লেট তৈরি করার জন্য সাধারণত সিএসএস(CSS) এর উপর বেশি নির্ভর করতে হয়। তাছাড়া সাধারণত ব্লগ খুব মানানসই হয়না। ব্লগার টেমপ্লেট তৈরি করতে চাইলে আগে সিএসএস(CSS) শিখে নিতে হবে।
এখন <p>Hello World</p> এর পরে <b:section id="hello" class="hello">
পেস্ট করুন। উপরের কোডের পর পরই নিচের কোড পেস্ট করুন।
</b:section>
<b:section class='main' id='main' showaddelement='yes'>
<b:widget id='Blog1' locked='false'
title='Blog Posts'
type='Blog' version='1'/>
</b:section>
আপাতত এতটুই থাক, আগামীতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। শুরুর দিকে একটু কম শব্দ ব্যবহার করেই দিচ্ছি কিন্তু আপনারা যখন ভালো বুঝতে শুরু করবেন তখন আরো বড় বড় করে লিখব। আপাতত এটাই প্যাকটিস করুন।
আপনি এখন ব্লগ পোস্টগুলো সিএসএস(CSS) ছাড়াই দেখতে পারবেন। যেকারণে এটা প্রোফেশনাল মানের না। সব বিষয় নিয়ে পরে বিস্তারিত এবং ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে দিব, তাই একটু সময় দিয়ে পরের পোস্টটি পড়বেন।
আমি ইফতেখার নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 9 টিউনারকে ফলো করি।