বাংলাদেশের সেরা ওয়েব হোস্টিং প্রোভাইডার হোস্টিংনেই [বেস্ট চিপ ট্রাস্টেড]

বাংলাদেশের সেরা ওয়েব হোস্টিং প্রোভাইডার হোস্টিংনেই [বেস্ট চিপ ট্রাস্টেড]

Howdy chief, আশা করি ভালো আছেন! আজকে আপনাদের জন্যে নিয়ে আসলাম বিশেষ এক হোস্টিং ছাড় এর খবর। আজকের আর্টিকেলটি পড়ার আগে আপনাদের কিছু বিষয় নিয়ে সতর্ক করতে চাই।

আগে সতর্ক করার বিষয় গুলো আপনাদের বলি কারণ বাজারের ভুয়া হোস্টিং কোম্পানির ভিড়ে কেউ যদি বেশি দামে হোস্টিং দেয় তাতেও যেমন সমস্যা আবার যদি কমদামে কেউ হোস্টিং দেয় তাহলেও সমসস্যা।
যদি কেউ কমদামে হোস্টিং দেয় তাহলে বিভিন্ন প্রশ্নের সম্যুখীন হতে হয় যেমনঃ ভাই এতো কম কিভাবে উমুক কোম্পানী প্যাকেজ দেয়, ভাই কম কেনো পরে কি উধাও হয়ে যাবেন নাকি, কম দিয়ে মার্কেট নষ্ট করে ফেলছেন(যারা মার্কেট এ ভাত পায়না তারাই এগুলা বলে) এরপর আরো আছে ধরেন কেউ যদি হোস্টিং এর সাথে রেডিমেট সাইট তৈরি করে দেয় তাহলে আবার আরো সমস্যা কারণ আপনি-আমি কেউই কমদামে হোস্টিং দিয়ে সারাদিন খেটে সাইট বানায় দিবেনা শুধুমাত্র ২ থেকে ৫ হাজার টাকার জন্যে? এখানেই মেইন সমস্যা, কারণ এসব ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস কে একরকম পাপী সিএমএস বানায় ফেলা হইসে। মানে ভাই কেউ ওয়ার্ডপ্রেস এ সাইট তৈরি করলেই যত সমস্যা। আরে ভাই যদি কেউ কমদামে বানাতে চায় তাহলে সে নিশ্চয়ই বেশি কাস্টমাইজড সাইট বানাবেনা আর কেউ তাকে বানায়ও দিবে না একারণে হোস্টিং কোম্পানি গুলো নিজেদের লাভ রেখেই ওই অনুযায়ী সাইট বানায় দেয়া সহ অন্যান্য সুবিধা দিয়ে থাকে। আর হ্যাঁ এর মধ্যে ভুয়া কিছু কোম্পানি আছে। তারা কমদামে সাইট বানায় দিবে সাথে নাইছ নাইছ অফার ও দিবে। তাদের কাছে ডোমেইন পাবেন ১০০ টাকায়। এরপর মাস খানেক পরে বিভিন্ন টার্ম এবিউজ করে ডোমেইন কিনার কারণে রেজিস্ট্রার এর কাছে ডোমেইন হোল্ড থাকে পরে আরো বেশি টাকা চায় অথবা অই ডোমেইন গুলো ব্যান হয়ে যায়। আর হোস্টিং? কোনো অস্তিত্বও থাকবে নাহ। কোম্পানিও নাই তাদের কিছুইনাই এমন হবে। তখন বলবেন আমি কিতার মদ্দে পানি ডালছি:-) আর বেশি দামে হোস্টিং দেয়ার ঝামেলা হলো এরা প্রায়ই এই প্রশ্নের সম্মুখীন হন যে উমুক কোম্পানি এতো কমে দেয় আর আপনারা এতো বেশি কেনো? এখন একটা জিনিষ কাস্টমার আর প্রোভাইডার দুইজনকেই বুঝতে হবে যে আসলে আমি কেনো হোস্টিং নিচ্ছি আর কি কাজে ব্যবহার করবো। অর্থাৎ আমার ওয়েবসাইটটি মুলত কি ধরনের হবে। ধরুন ওয়েবসাইট যদি ইকমার্স ভিত্তিক হয় তাহলে ব্যাকাপ+ইমেইল ফিচার্স এবং সাথে সিকিউরিটি মুখ্য। আবার কেউ যদি নিউজপোর্টাল ভিত্তিক সাইট বানায় তাহলে তার সাইটে কোন দেশ থেকে ট্রাফিক আসবে আর কোন দেশি সার্ভারের হোস্টিং ইউজ করা হয় এগুলো। স্কুল কলেজের ওয়েবসাইটে আমার জানামতে ব্যাকাপ টাই হয়তো মুখ্য। সুতরাং কমবেশি দিয়ে আসলে হোস্টিং কোম্পানির স্ট্যান্ডার্ড বিবেচনা করা ঠিক নয়।

বেস্ট চিপ ওয়েব হোস্টিং সল্যুশনস হোস্টিংনেইহোস্টিং কি ডোমেইন হোস্টিংনেই

আজকের আর্টিকেল এ আমি আমার দেখা মোটামুটি যারা স্ট্যান্ডার্ড প্যাক গুলো কিনেন তাদের জন্যে ভালো একটি হোস্টিং সার্ভিসের কথা বলবো। আপনি ১ জিবি ৮০০ টাকা, ২জিবি ১০০০ টাকা, ৫ জিবি ১৪০০ টাকা আর ১০ জিবি ১৮০০ টাকায়(ডোমেইন ফ্রি) পাচ্ছেন।

আনলিমিটেড বলে দুনিয়াতে কিছুই নেই, যেটি আছে সেটি হচ্ছে মার্কেটিং পলিসি। অর্থাত লাভ-লস মাথায় রেখে কিছু কোম্পানি আনলিমিটেড হোস্টিং এর অফার দিয়ে থাকে। কারণ ১০ জন ক্লায়েন্ট আনলিমিটেড কিনলে ২জনও তা ইউজ করে শেষ করতে পারেনা কিন্তু মাস/বছর শেষে ঠিকই ভাড়া দিয়ে যায়।

এবার আসি অন্যান্য কিছু বিষয় নিয়ে। যেমন একটা সিপ্যানেল এ কয়টা এডঅন ডোমেইন, কয়টা সাবডোমেইন ক্রিয়েট করা যাবে। এছাড়াও ইমেইল একাউন্ট ক্রিয়েট, এফটিপি একাউন্ট, মাই এসকিউএল ডাটাবেজ সহ ইত্যাদি। সবচেয়ে বড় কথা এখানে আপনি যেই দামে কিনবেন সেই দামেই রিনিউ করবেন। প্রাইস আজীবন সেইম থাকবে আর যদি প্রাইস বেড়েও যায় তাহলে আপনি পুর্ববর্তী দামেই রিনিউ করবেন। আপনার ওয়েবসাইট যদি ওয়ার্ডপ্রেসে অন্য সাইটে হোস্ট করা থাকে সেক্ষেত্রে আপনি উক্ত কোম্পানির সাপোর্টে কথা বলে ফ্রিতে সাইট এই হোশটিং এ মুভ করতে পারবেন।
ডোমেইন প্রাইসঃ(অনেক বেশি ভাই😔তাই এই কোম্পানির নাম শুধুই হোস্টিংনেই🖤)
com 850 renew 950
net 1200 renew 1250
org 1200 renew 1250
info 1800 renew 1850
xyz 120 renew 950
ডোমেইন এবং হোস্টিং কোণোটিরই দাম বাড়বে না আর যদি কমে তাহলে সেই অনুযায়ী বিল দিবেন। একটি গুরত্বপূর্ণ বিষয় হলো আপটাইম গ্যারান্টি। এটা অনেক সাইট ৯৯% দেয় কেউ ১০০% দেয়না, আজকে যেই কোম্পানির কথা বললাম সেটিও ৯৯% ই আপটাইম গ্যারান্টি দিচ্ছে। আর ১জিবি প্যাক এ ১টি AdDon domain, ২জিবির প্যাক এ ২টি এবং ৫জিবি + প্যাক গুলোতে আনলিমিটেড এডওন ডোমেইন পাবেন। আর হ্যাঁ, সবচেয়ে বেশি সুবিধা হলো অনেক সময় ফ্রিল্যান্সার বা অন্যান্য কিছু কাস্টমারের বেশি এডওন ডোমেইন/সাবডোমেইন/ইমেইল/ডাটাবেজ ক্রিয়েট করা লাগে, অর্থাত একটা প্যাক কাস্টমাইজ করা লাগে। সেক্ষেত্রে প্যাক কাস্টমাইজ করার অপশন আছে তবে তার জন্যে উক্ত কোম্পানির ফেসবুক পেজ/সাপোর্ট/নাম্বার/ইমেইল/টিকেট ওপেনিং ইত্যাদি মাধ্যমে যোগাযোগ করে নিতে হবে। এবার আসি এই টিউনের কমন কিছু টিউমেন্ট নিয়ে(আমি জানি এই কমেন্টটাই অনেকের মাথায় ঘুরছে), ভাই এইটা কোনদলের কোম্পানি? আর আপনি কোথা থেকে এতো কমে পাচ্ছেন?
এবার আসি সেই কথায়, এতো সবের ভিতরে আসলে অনেক কোম্পানি আছে যারা আসলে প্রথম কয়েকবছর নিজেরাই ইনভেস্ট করে আর তারপর থেকে ভ্যালু ক্রিয়েট হবার তারপর মার্কেটিং এ সফলতা লাভ করে। এটা একদিন দুদিনে কোটিপতি হবার প্লান নয়, এটা মাথায় রাখা লাগবে।
HostingNei ওয়েবসাইট লিংকঃ HostingNei Best Cheap WebHosting Provider in Bangladesh

আমি সেই কোম্পানির কথাই লিখলাম উপরে যারা নিজেরা ইনভেস্ট করে আর পরবর্তীতে লাভের আশা করে।

Level 3

আমি তানভীর আহমেদ অনন্ত। Managing Director, HostingNibo, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

Wanna be the highest taxpayer!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস