পাওয়ারপয়েন্ট দিয়ে আইকন, বাটন, পোস্টার ইত্যাদি তৈরি

পাওয়ার পয়েন্টের ব্যবহার

html দিয়ে পোর্টাল ডিজাইনের জন্য নানা ধরনের আইকন, বাটন ব্যানারের প্রয়োজন হয়। আমরা অনেকেই নেট থেকে ডাউনলোড করে কাজ চালিয়ে দিই। কিন্তু কেউ কেউ আছে যারা সবসময় মৌলিক কিছু করার জন্য চিন্তা করে তাদের জন্য পাওয়ার পয়েন্ট আশা করি কাজ লাগবে তবে হয়তবা ১০০% পূরণ করতে পারবে না আর যারা ডিজাইনের জন্য অন্যান্য এপ্লিকেশনের ব্যবহার জানেন তাদের এই পোস্ট পড়ার খুব একটা দরকার নেই। কারণ তারা এটা পড়ার আগেই অনেক জানেন ডিজাইন সর্ম্পকে। যাই হোক পাওয়ারপয়েন্ট ২০০৭ বা ২০১০ এ বেশ কিছু সুবিধা দেওয়া আছে যা দ্বারা সহঝেই ছোট ছোট প্রয়োজন মেটান যায়।

নিচের কাজের প্রক্রিয়াটি দেখুনঃ

  1. পাওয়ারপয়েন্ট ওপেন করে একটি নতুন স্লাইড নিন
  2. Home > Drawing > Rounded Rectangle এ ক্লিক করে স্লাইডে ক্লিক করুন।
  3. স্লাইডে আসা বক্সটিতে রাইট ক্লিক করে Format Shape… এ ক্লিক করুন।
  4. তার পরে Size হতে width = .5″ এবং height = 2.25″ সেট করে দিন।
  5. বক্সটি সিলেক্ট থাকা অবস্থায় shape styles হতে ৪নং কলামের ৫নং স্টাইলটি সিলেক্ট করুন।
  6. বক্সটি সিলেক্ট থাকা অবস্থায় “Button” word টি লিখুন।
  7. আবার রাইট ক্লিক করে পিকচার হিসেবে সেভ করুন, আশা করি ভাল লাগবে।
  8. একটি কথা পিএনজি হিসেবে সেভ করতে পারলে আপনি background যে কোন কালার ব্যবহার করতে পারবেন।

আপতত আপনার কাজ শেষ। তবে ফরমেট ট্যাব হতে আরো Text Effects & Shape Effects দিতে পারেন। এডিটের দরকার হলে ফটোশপ দরকার নেই ছোটখাটো এডিট আপনি চাইলে ওয়ার্ডেই করতে পারেন। বাটনটিতে রাইট ক্লিক করে ওপেন উইথ মাক্রোস্‌ফ অফিস ২০০৭, ২০১১ দিলে আপনি আপনার প্রয়োজনীয় এডিটের অপশন পাবনেন। ইফেক্ট ব্যবহার করলে এডিটের দরকার হতে পারে। প্রথম বাটনটি উপরে উল্লেখিত প্রন্থায় করা, দ্বিতীয় বাটনটিতে ইফেক্ট ব্যবহার করা হয়েছে আর তৃত্বীয় বাটনটি দেখার জন্য।

[ এখানে ফেইসবুকে “বাংলায় ইন্টারনেট” নামের পেইজের জন্য করা কিছু পোস্টারের উদাহারন দেওয়া আছে। ]

Level 0

আমি লতিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জন্ম সূত্রে বাংলাদেশী মুসলমান নাগরিক। নামত জানেনই, এই আর কি আমার বিস্তারিত।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো হয়েছে তবে ছবি সহ আরো বিস্তারিত লিখলে ভাল হবে।

ভাল হয়েছে আনেক ।

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য….

Level 0

বড়ই সৌন্দর্য ….. 🙂

ধন্যবাদ

thanks

Level 0

খূব-ই ভালো হয়েছে।