আপনার ওয়ার্ডপ্রেস থিম সংক্রান্ত কিছু কথা৷

আমরা অনেকেই বিভিন্ন সার্চ ইন্জিন যেমন গুগল, ইয়াহু ইত্যাদিতে আমাদের প্রয়োজনীয় জিনিষ সার্চ করি৷ ঠিক তেমনি আমাদের যদি কোন ওয়ার্ডপ্রেস থিমের প্রয়োজন পরে তখনও আমরা অনেকেই এইসব সার্চ ইন্জিনে সার্চ দিয়ে আমাদের পছন্দের থিমটি বের করতে পারলে একেবারে না বুঝেই থিমটা ইন্সটল করে ফেলি৷

হয়ত আপনিও ঠিক একই কাজ করেছেন৷ কিন্তু আমাদের ভেবে দেখতে হবে যে সার্চ ইন্জিনে সার্চ করে পাওয়া থিমটাতে হয়তো ক্ষতিকর কিছু থাকতে পারে৷ কারন সার্চ ইন্জিনে সার্চ করে পাওয়া বেশির ভাগ থিমই থার্ড পার্টি সাইট থেকে পাওয়া৷এইসব থার্ড পার্টি সাইটগুলো বেশির ভাগ সময়েই তাদের থিম গুলোর বিভিন্ন ফাংশন বা কোড এনকোড করে রাখে৷ যার ফলে আমরা এইসব এনকোড করা কোডগুলো বুঝতে পারি না৷ হতে পারে এই কোডটি কোন ক্ষতিকর কোড যা আপনার সাধের ওয়ার্ডপ্রেস ব্লগের বারোটা বাজাতে পারে৷

এই কারনে আমাদের উচিৎ সবসময় আমাদের ব্যবহারকৃত থিমগুলোকে পরীক্ষা করে দেখা৷ কিন্তু কথা হচ্ছে, আমি কিভাবে আমার ওয়ার্ডপ্রেস থিম চেক করব??? এবং সমাধানটি হচ্ছে Theme Authenticity Checker ওয়ার্ডপ্রেস প্লাগিন৷ এই প্লাগিনটি আপনার ব্যাবহারকৃত থিমগুলোকে পরীক্ষা করে আপনার থিমে কোন এনকোড করা কোড থাকলে তা জানাবে৷ এটি থিমের ফাইলের পথ, লাইনের সংখ্যা এবং এনকোড করা কোডটি দেখিয়ে দেবে৷ নিচে একটা স্ক্রিনশট দিলাম-->
এখানে দেখতে পাচ্ছি যে প্রথম থিমটিতে এনকোডেড কোড পাওয়া গেছে কিন্তু পরের থিমটিতে কো সমস্যা নেই৷

যে সকল সাইট থেকে কখনোই ওয়ার্ডপ্রেস থিম ডাউনলোড করবেন না৷

নিচে বর্নিত সাইটগুলো থেকে কখনোই ওয়ার্ডপ্রেস থিম ইন্সটল করবেন না৷ কারন নিচের সাইটগুলো সবসময় এই ধরনের এনকোডেড ও পাইরেটেড থিম ডাউনলোড করার সুবিধা দিয়ে থাকে৷ কিন্তু এই সাইটেগুলোর বেশির ভাগই ক্ষতিকর থিম৷

তাহলে কোথা থেকে থিম ডাউনলোড করবেন????

থিম ডাউনলোড করতে হলে আপনি WordPress.org এর নিজস্ব থিম ডিরেক্টরি দেখতে পারেন৷এখানে প্রায় ১৬০০ এর বেশি থিম রয়েছে৷ যা আপনার চাহিদা মিটাতে সক্ষম৷ এছাড়া আপনি যদি ফ্রিতে প্রিমিয়াম থিম পেতে চান তাহলে Rockettheme বা Woothemes দেখতে পারেন৷ কারন এরা এদের থিমগুলো wordpress কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত৷

বিদ্র: এই পোস্টটি এর আগে আমার বাংলা ব্লগইংরেজী ব্লগে প্রকাশিত হয়েছে৷

Level 0

আমি হাসিবুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি নিত্তান্তই একজন সাধারন মানুষ।ভালবাসি আমার লো-কোয়ালিটির কম্পিউটারটাকে।এছাড়া ভালবাসি ব্লগিং করতে।আমার ওয়েব সাইটঃ- http://hasibulhasan.info/ http://www.hostfunbd.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপনাকে ধন্যবাদ….জানা ছিল না অনেক কিছুই।

ধন্যবাদ।

ধন্যবাদ 😀

Level 0

Thank u bro for this great tunes.

Cheers ::::::::::::::: 🙂

জানার আছে অনেক কিছু।
ধন্যবাদ

হ্যাচা কইছেন। ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ ভাইয়া

Level 0

ভাল

আপনাকেও ধন্যবাদ৷শেয়ার করার জন্য।

জীবনে কত থিমই যে দেখলাম আর কত থিমই যে নিজের হাতে বাংলা করলাম লেকিন একটা থিমও পছন্দ হইলনা।