আমাদের অনেকের ওয়ার্ডপ্রেস সাইট বা ব্লাগ সাইট থাকে যেখানে আমরা লিখালিখি করি। কিন্তু আমাদের সব সময় গ্রামার ও বানান ঠিক রাখতে খেয়াল থাকে না।
তাই আজকে এমন একটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিব যা আপনার ভুল বানান চেক ও ঠিক করবে তাও আবার অটোমেটিকেলি। আপনার ওয়েবসাইট না থাকলে এখানে দেখতে পারেন কিভাবে সহজে ওয়েবসাইট তৈরি করা যায়। সফটওয়্যার এর নাম হল Grammarly। এটির অ্যাপ, ব্রাউজার এক্সটেনশন, মোবাইলের জন্য কিবোর্ড সবই রয়েছে যা গুগলে সার্স করলেই পেয়ে যাবেন।
এটির অনেক দুর্দান্ত ফিচার অফার করে যা লেখকদের আকর্ষণ করে। সুতরাং লেখকেরা এইসব ফিচার ব্যবহার করে লেখার মান উন্নত করতে পারেন। যেমন:
রিডাবিলিটি (Readability) : সাধারণত রিডাবিলিটি অর্থ পাঠক কোনও লিখা কত সহজে বুঝতে পারে। Grammarly রিডাবিলিটি পরীক্ষা করে। এটি রিডাবিলিটি স্কোর ফর্ম 1 থেকে 100 দেখিয়ে দেবে। তবে এটি 60 এর উপরে রাখলে ভাল। পাঠক ধরে রাখার জন্য ভাল রিডাবিলিটি স্কোর অত্যাবশ্যক।
বানান ও গ্রামার চেক: Grammarly রিয়েল-টাইমে টাইপিং বক্সে উপর লাল চিহ্নি দিয়ে ভুল ধরিয়ে দেয়। ফলস্বরূপ, আপনি Grammarly তে একটি সহজ ক্লিক করে বানান এবং গ্রামার সংশোধন করতে পারেন। এটি একটি দরকারী ফিচার যা আপনি ফ্রি ভার্সনে পাবেন।
সিনোনিম (Synonym): আপনি এটিতে ডাবল ক্লিকের মাধ্যমে একটি শব্দের প্রতিশব্দ (Synonym) পেতে পারেন। এটি একটি দুর্দান্ত ফিচার যা লেখার মান বাড়িয়ে তুলবে। এটি ফ্রি ভার্সনে কাজ করে।
প্লাগারিজম চেকার (Plagiarism Checker): Grammarly প্লাগারিজম চেকার হিসাবেও পরিচিত। এটি ইন্টারনেটে 16 বিলিয়নেরও বেশি ওয়েব পৃষ্ঠা পরীক্ষা করে। আমি মনে করি এটি ব্লগারদের জন্য একটি গুরুত্বপূর্ণ ফিচার।
তাছাড়া এটি সবচেয়ে বড় সুবিধা হলো, ব্রাউজার এক্সটেনশন দিয়ে আপনি ওয়ার্ডপ্রেস সাইট ও ব্লগার সাইটে সহ সকল সাইটে গ্রামার ও বানান ঠিক করতে পারবেন।
ওয়ার্ডপ্রেস কি তা না জানলে আপনি টেক দুনিয়ার বিশাল একটা বিষয় মিস করবেন। এখানে দেখুন ওয়ার্ডপ্রেস সম্মর্কে।
আমি টোনস ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।