ব্লগারে তৈরি করে নিন নিজের একটি লিংক শর্টনার ওয়েবসাইট আয় করুন এডসেন্সের মাধ্যমে

আছসালামু আলাইকুম

কেমন আছেন টেকটিউস্ বাসী? নিশ্চই মহান আল্লাহতালার রহমতে ভালো আছেন।

আজকে কি বিষয়ে লেখতে বসেছি টাইটেল দেখেই বুঝেছেন। আমরা অনেকে বিভিন্ন প্রয়োজনে লিংক শর্ট করার প্রয়োজন পড়ে। এর জন্য ব্যবহার করে থাকি Bitly নামক একটি সাইট। আরো অনেক সাইট লিংক শর্ট করার সার্বিস দিয়ে থাকে।

মনে করুন তো যদি আমরা নিজের সাইটে লিংক শর্ট সার্বিস করার সিস্টেম করতে পারি। খুব সহজে যে কেও এখান থেকে লিংক টা শর্ট করে নিতে পারবে। আজকে আমি এই বিষয়টাই আপনাদের শিখাবো।

চলুন তাহলে শুরু করা যায়-

ব্লগারে কিভাবে একটা সাইট তৈরি করতে হয় বিষয়টি আপনারা নিশ্চই অবগত। এখানে আমি শুধু আপনাদের একটা টেম্পলেট শেয়ার করবো। ওটা সাইটে ইনস্টল করলে তৈরি হয়ে যাবে নিজের শর্ট লিংক সাইট।

এই শর্ট লিংক সাইট থেকে কিভাবে আয় করবো?

আপনারা একটা কম টাকার মধ্যে ডোমেইন কিনে নিবেন। অথবা এডসেন্স এপ্রুভ ব্লগার সাইট থাকলে ওখানে এই টেম্পলেটটা ইনস্টল করতে পারেন।

ইনকাম কেমন হবে?

শর্ট লিংক সাইটে আপনি যদি এডসেন্স পেয়ে জান তবে আপনারে পায় কে। এরকম সাইট থেকে অনেক টাকা আয় করতে পারবেন।

ইনস্টল কিভাবে করবেন?

ইনস্টল করার প্রসেসটা খুব সহজ। নিচে দেওয়া Html Code টা কপি করে আপনার ব্লগারে Edit Html এ গিয়ে ওখানে থাকা Code গুলো ডিলিট করে নিচের দেওয়া Code টা পেস্ট করবেন। এবার লেআউটে গিয়ে নিজের পছন্দমত কাস্টমাইজড করে নিন।

HTML FILE

কিভবাবে ডাউনলোড করবো?

আশাকরি এই টিউনি আপনাদের উপকারে আসবে। কোন সমস্যা হলে টিউমেন্ট করুন।

আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমার সাইট থেকে

Level 2

আমি মোঃ সজিব হোসেন। Administrator, Educk.info, Manikganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস