আবারো ফিরে এসেছে Wapka – ফ্রিতে ওয়েবসাইট খুলুন সহজেই

Wapka সম্পর্কে আমরা কম বেশি সবাই-ই পরিচিত।  এক সময় wapka অনেক জনপ্রিয় ছিল এমন কি আমারও প্রথম ওয়েবসাইট ছিল wapka তে।  কিন্তু এক সময় ওয়াপকা ওয়েবসাইট বন্ধ করে দেয়। তবে আশা করিনি যে আবার ফিরে আসবে। তাই চাইলে আপনি তৈরি করতে পারেন ফ্রিতে ওয়েবসাইট -

Wapka link

wapka সম্পর্কে আরো জানতে youtube বা google দেখে নিন

ওয়াপকা এমন একটি প্ল্যাটফর্ম যা ব্যবহারকারীদের ওয়েবসাইট তৈরির জন্য নিখরচায় পরিষেবা সরবরাহ করে।

ওয়াপকা দিয়ে আপনি কোনও প্রোগ্রামিং ভাষার অজান্তেই নিজের ওয়েবসাইট খুলতে পারবেন সহজেই।

আপনি অনেকগুলি কমান্ড এবং সিউডোট্যাগ ব্যবহার করতে পারেন যা আপনাকে গতিশীল ওয়েবসাইট তৈরি করতে সহায়তা করবে।

আপনি আপনার ওয়েবসাইটকে আকর্ষণীয় করে তুলতে এইচটিএমএল, পাঠ্য, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এক্সএমএল বা জেএসএন ব্যবহার করতে পারেন।

আপনি যদি ট্যাগ এবং ফাংশন কীভাবে ব্যবহার করতে না জানেন তবে আপনি কেবল ডিফল্ট থিমগুলি ব্যবহার করতে পারবেন।

ওয়াপকায় ওয়েবসাইট তৈরি করার জন্য এটির জন্য দক্ষতা এবং সার্ভার স্পেসের প্রয়োজন নেই।

ভাল লাগলে আমার ওয়েবসাইট ঘুরে আসবেন - http://www.mohinbd24.com

Level 4

আমি মোঃ মহিন উদ্দিন। Content creator, Blogger, Patuakhali। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কিছু জানতে এবং কিছু জানাতে ☺ আমার পোস্ট গুলো আপনার ভাল লাগলে আমার ওয়েবসাইটে ঘুরে আসবেন - www.mohinbd24.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস