প্রথমত আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে :
Link : freewphosti.com
তারপর নিচে একটু স্ক্রল ডাউন করলে দেখবেন চারটি প্ল্যান আছে সেখান থেকে দুই নাম্বার প্লানে ক্লিক করবেন।
দুইনাম্বার প্লানে ক্লিক করার পরে ওখানে অর্ডার নাও অপশন পাবেন। অর্ডার নাউতে ক্লিক করবেন তারপর আপনার সামনে আবার একটা ইন্টারফেস শো করবে। ওখান থেকে ওয়ার্ডপ্রেস ফ্রি হোস্টিং এ ক্লিক করবেন এবং নিচে অর্ডার নামক একটি অপশন পাবেন সেখানে ক্লিক করবেন।
তারপর আপনার কাছে একটি ডোমেইন নেম চাবে। আপনার যদি আগে কোন ডোমেইন থাকে তাহলে সেই ডোমেইন নেম দিয়ে আপনি কন্টিনিউ করবেন।
ডানপাশের লক্ষ করলে দেখবেন একটি কন্টেইনার নামে অপশন আছে সেখানে ক্লিক করবেন এবং পরবর্তীতে আবার ক্লিক করার পরে ডানপাশে আবার একটি অপশন পাবেন চেকআউট নামে এবং দেখতে পারবেন যে আপনার অর্ডার সামারি নামে একটা অপশন সেখানে অর্ডার শাড়িতে ডলার 00 দেওয়া এবং নিচে কমপ্লিট অর্ডার লেখা আছে সেখানে ক্লিক করবেন।
তারপর আপনার সামনে একটা ইন্টারফেস শো করবে সেখানে আপনাকে আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে যেরকম নাম ইমেইল মোবাইল এবং আপনার ঠিকানা সবকিছু দেওয়ার পরে আপনি কন্টিনিউ অর্ডার এ ক্লিক করবেন।
এখানে আপনার কাজ শেষ এবার আপনার ইমেইল চেক করুন ওখান থেকে আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন লিংকে ক্লিক করুন এবং আপনার ইমেইল টি ভেরিফিকেশন হয়ে গেলে আপনার একাউন্টে ড্যাশবোর্ডে যাবেন সেখান থেকে সার্ভিস একটা অপশন পাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন আপনার 10 জিবি হোস্টিং লাইফ টাইম এর জন্য ফ্রিতে আপনার কেনা হয়ে গেছ।
এই ফ্রি হোস্টিং এ ইচ্ছা করলে আপনি ডব্লিউ বি জুমলা অথবা পিএইচপি যেকোনো স্ক্রিপ্ট ব্যবহার করতে পারবেন কোন সমস্যা হবেনা।
যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে নিচের ভিডিওটি দেখুন :
আমি সোয়েব ইসলাম। Developer, Web Designer, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন ছাএ। সব সময়ে টেকনিকাল নিয়ে ভাবতে ভালবাসি Visit My Site : www.informativeland.com