অনেকেই আছেন যারা সাংবাদিকতা কে মহান পেশা মনে করেন আর এটা সত্যি যে আপনি যদি সবাইকে সত্যিকার খবর সব বিপদ মোকাবেলা করে মানুষের কাছে পৌছে দিতে পারেন তবে এটা অবশ্যই মহান পেশা আর আপনি যদি হলুদ সাংবাদিকতা করেন যেমন ধরুন চামচ গিরি তাহলে সেটা আর মহান পেশায় পড়বেনা তখন সেটা হয়ে যাবে সাংবাদিকতার অপমান কিংবা বদনাম তাই সাংবাদিকতা কে ছোট করে দেখলে চলবেনা কিন্তু ভাইজান তাহলে চলুন কাজের কথায় যাই।
সাংবাদিকতা করা আপনি চাইলে অনেক ভাবে চালিয়ে যেতে পারেন যেমন ধরুন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ কিংবা পার্সোনাল নিউজ পোর্টাল। তবে সাংবাদিকতা করতে একটি সাইটের ভূমিকা অনেক এখানে কারন আপনি ফেসবুকে হয়তো নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষের কাছে আপনার তথ্য তুলে দিতে পারবেন কিন্তু যদি আপনি একটি সাইট তৈরী করেন তবে তা হয়তো পৌছে দিতে পারবেন লক্ষ কিংবা কোটির ঘরে। আর আপনার এই কার্যক্রম কে কাজে লাগিয়ে শুরু করে দিতে পারবেন অনলাইন আয় কারন সাইটে Advertisement প্রকাশ করে আপনি একটি আয়ের উৎস্য পেতে পারেন যা হয়তো আপনার শখটাকে প্রফেশনালে রুপ দিবে।
তবে কেন বসে রয়েছেন ভাই আজকেই শুরু করে দিন আপনার সাংবাদিকতার জীবন শুরু যা হয়তো আপনাকে এনে দিতে পারে Google Adsense এর মত আয় করা প্লাটফর্ম এবং নিজের পরিচিতি এবং সাংবাদিক হিসাবে আপনার সম্মান।
যাই হোক আমাদের কাজ হচ্ছে একটি NewsPaper সাইট তৈরী করা আর এটা WordPress এ করতে গেলে প্রয়োজন পড়বে আলাদা একটা খরচ তাই কি দরকার প্রথমটা শুরু করুন Blogger দিয়ে আর আপনি চাইলে পরবর্তীতে আপনার সাইট WordPress এ নিয়ে যেতে পারবেন তবে অপেক্ষা করুন সাইট কে একটা ভালো পজিশনে নেওয়া পর্যন্ত যখন। যখন আপনার নিউজ সাইট টি ভালো একটি স্থান অর্জন করতে সক্ষম হবে তখন আপনার কার্যক্রম বড় হবে আর না হয় তখন WordPress এ চলে গেলেন এতে যেমন বাচবে আপনার খরচ তেমনি সিকিউরিটি থাকবে ভালো মানে গুগলের বলে কথা। আর কম বেশী সকল কাজ Blogger এ করতে পারবেন শুধু মাত্র Plugins সার্ভিস টা একটু মিস করবেন আর কি?
তাহলে যারা নতুন Blogger এর জন্য তারা নিচের টিউটোরিয়াল দেখুন আর এক্সপার্ট রা ডাউনলোড করে নিতে পারেন শেষ প্রান্ত থেকে।
প্রথমে এই লিংকে চলে যান Blogger.Com
এবার সাইন ইন করতে হবে সাইন ইন করে ফেলুন।
আপনার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্ট লগিন করুন।
এবার আপনার ব্লগার নাম লিখুন খালি ঘরে এবং Continue To Blogger বাটনে ক্লিক করুন।
তাহলে আপনাকে এবার বানাতে হবে একটি ব্লগ সাইট তাই Create New Blog বাটনে ক্লিক করুন।
এবার আপনার নিউজ সাইটের টাইটেল উপরের ঘরে লিখুন এবং ২য় ঘরে আপনার সাইটের জন্য একটি সাব ডোমেইন নিতে সাইটের নাম লিখুন।
এরপর চলে যান Theme মেনুতে এবং Edit Html বাটনে ক্লিক করুন।
আপনি কোড দেখতে পারবেন একটি বক্সের মধ্যে আপনার কাজ হবে সব Delete করে দেওয়া।
এবার নিচের থেকে কোড টি ডাউনলোড করে নিন এবং তা আপনার NotePad দিয়ে Open করুন।
এবার আপনার Notepad এ থাকা কোড Copy করুন এবং সেই Delete করা খালি বক্সে Paste করুন।
এবার Save Theme বাটনে ক্লিক করে দিন।
এবার Theme সেটিংস থেকে চলে যান Mobile Theme এ এবং ক্লিক করুন Setting এর ছোট্ট বাটনে।
No Show Desktop Theme On Mobile Device এ চেক মার্ক করে দিন।
এবার Save বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।
এবার দরকার আপনার সাইটের জন্য একটি Logo তাই Layout সেটিংসে চলে যান এবং সেখান থেকে আপনার সাইটের Header Widget টির Edit করুন এবং আপনার Logo আপলোড করে দিন এবং আপনি যখন টিউন করবেন তখন ক্যাটাগরী তৈরী করে নিবেন এবং Widget এ গিয়ে শুধু ক্যাটাগরীর নাম চেঞ্জ করে দিবেন যেখানে দরকার হবে শুধু তা Edit করুন।
তাহলে আপনি নিজের একটি নিউজ সাইট বানাতে সফল হয়েছেন এবার শুধু তাতে আর্টিকেল পাবলিশ করুন কারন কন্টেন্ট ছাড়া সাইট পুরো মূল্যহীন সাথে ভিজিটর আসবেনা কন্টেন্ট না থাকলে
চলুন দেখে নেই সাইট Demo
এবার আপনি যদি নতুন হয়ে থাকেন ব্লগার সম্পর্কে কিছুই না জেনে থাকেন কিংবা অল্প জানেন তারা চাইলে আমার লেখা ব্লগার কোর্স এর সকল টিউন পড়ে দেখতে পারেন তাহলে আপনার আর ব্লগারে কাজ করতে কোন প্রকার অসুবিধা হবে না। আমি কোর্স টিতে ব্যসিক সকল বিষয় নিয়ে আলোচনা করেছি যা আপনার কাজ করার জন্য অনেক দরকারী হতে পারে তাই চাইলে নিচের লিংকে প্রবেশ করতে পারেন আরেকটু ডিটেইলস অভিজ্ঞতা নিতে।
এবার তাহলে বিদায় নিচ্ছি আমার লেখা যদি আপনার ভালো লেগে থাকে তবে টিউমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর আপনার যদি এমন কোন কাছের কেউ থাকে যে নিউজ পেপার সাইট বানাতে চায় তাকে শেয়ার করে দিন হয়তো তার উপকারে আসতে পারে।
দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন এবং চাইলে ঘুরে আসতে পারেন আমার ছোট্ট সাইট থেকে নিচে লিংক।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স
আমি সৌরভ। Founder And Author, DarkMagician, Feni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।
নিজেকে নিয়ে বলার মত কিছু নেই আমি খুব সাধারন একজন। তবে আমার একটি ছোট্ট ব্লগ রয়েছে চাইলে ঘুরে আসতে পারেন আরো জানতে। DarkMagician