ব্যবসা! যেই নামটির সাথে আমরা সকলেই পরিচিত। আসলে আগের দিনগুলোর ব্যবসা আর এখনকার দিনগুলোর ব্যবসা কি একই রয়েছে? একটু ভেবে দেখুন তো! আমার থেকে তো মনে হয় ব্যবসার ধরন, ব্যবসার প্রসেস সবকিছুই পরিবর্তন হয়েছে মানুষের পরিবর্তনের সাথে সাথে।
আচ্ছা যাই হোক! আপনি এই ব্লগ পোস্টটি পড়তে আশায় আমি ধরে নিচ্ছি আপনি কোন একটি ব্যবসার সাথে জড়িত আছেন অথবা কোন একটি ব্যবসার মালিক সে ব্যবসাটি যেকোনো ধরনের হতে পারে।
তাই একজন ব্যবসায়ী হিসেবে আপনার ব্যবসাটিকে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে আরও অগ্রসর করার জন্য আমার এই ছোট্ট উপদেশটি আপনার শোনার প্রয়োজন আছে বলে আমি মনে করি।
তো চলুন আসল কথায় আসা যাক! আমি মনে হয় একটু বেশি বকবক করছি তাই না? আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলে সেটি হলো কেন একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্যই কমার্স ওয়েবসাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ? বিশেষ করে আপনি যদি যুগের সাথে তাল মিলিয়ে চলতে চান!
ইতিমধ্যে অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসা পরিচালনা করার জন্য অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে তাদের ব্যবসা কে গরিব থেকে বড়লোক করেছে অর্থাৎ অগ্রসর ঘটিয়েছে।
আবার আরেকটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যারা ইতিমধ্যে অনলাইনকে কাজে লাগিয়ে এই অনলাইন প্লাটফর্মে নিজের ব্যবসাকে পরিচালনা করছে তাদের ব্যবসায়ী লস হওয়ার পরিমাণ টা খুব কম। একবারেই যে কম তা কিন্তু নয়! যে কোন ব্যবসায় লাভ লসের বিষয় থাকে।
আচ্ছা যাই হোক! এখন বলুন আপনি কি একজন ব্যবসায়ী? এখন এটা চিন্তা করেন না যে আপনি কি ব্যবসা করেন! যেই ব্যবসায়ীই করুন না কেন আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আপনার প্রয়োজন হবে একটি অনলাইন প্লাটফর্ম। সেটি সোশ্যাল মিডিয়া হতে পারে আবার আপনার নিজস্ব কোম্পানির ওয়েবসাইট হতে পারে। যেটাই হোক না কেন।
আবার যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে আপনার কোম্পানির পরিচিত লাভ করলেই আপনি ব্যবসায় সফলতা লাভ করবেন এমন কিন্তু নয়! আপনার প্রয়োজন হবে নিজস্ব ওয়েবসাইট যেটিকে সাধারণত ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য ই-কমার্স ওয়েবসাইট বলে গণ্য করা হয়।
এখন হয়তো অনেক মানুষ আছে বা অনেক ব্যবসায়ী আছে তারা ইকমার্স মানে কি সেটা জানে না! আসলে এটা কোন লজ্জার বিষয় না। যারা জানেন না তাদের জন্য সংক্ষেপে ই কমার্স কি সেটি বলি. ই-কমার্স হল ইলেকট্রনিক কমার্স অর্থাৎ ইলেকট্রনিক ব্যবসা। আপনি যখন অনলাইনের মাধ্যমে কোন ওয়েবসাইটে গিয়ে প্রডাক্ট কেনেন তখন মূলত সেটিকে ই-কমার্স বলে।
আসলে এই সংজ্ঞাটি একেক মানুষ একেক রকম ভাবে দিয়ে থাকে কিন্তু আমি আমার মতো করে দিলাম তাই হয়তো আপনার সাথে নাও মিলতে পারে।
এবার চলুন আলোচনা করা যাক একজন ব্যবসায়ী হিসেবে কেন আপনার ব্যবসার জন্য একটি ই-কমার্স ওয়েবসাইট প্রয়োজন?
আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যখন আপনি একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করবেন আপনার প্রোডাক্ট গুলো অনলাইনে বিক্রি করার জন্য তখন যেসব সুবিধা গুলো পাবেন সেগুলো নিচে লিস্ট আকারে দেওয়া হল,
1. আপনার কাস্টমাররা তাদের ঘরে বসেই আপনার প্রোডাক্ট গুলো অনলাইনের মাধ্যমে কিনতে পারবে।
2. ই কমার্স ব্যবসা করার ক্ষেত্রে আপনি যেই প্রোডাক্টগুলো বিক্রি করবেন সেই প্রোডাক্টগুলোর বাকি প্রোডাক্ট বিক্রির সম্ভাবনা একদমই থাকেনা। কারণ কাস্টমাররা প্রোডাক্ট কেনার সময় অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে দেয় অথবা ক্যাশ অন ডেলিভারি করে দেয়।
আপনার কাস্টমাররা অনলাইনের মাধ্যমে তাদের সুবিধামতো যেকোনো মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংকিং মাধ্যমগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবে।
3. কাস্টমাররা আপনার ওয়েবসাইট থেকে যখন খুশি তখন যে কোন প্রোডাক্ট কিনতে পারবে।
4. সামনাসামনি কোন যোগাযোগ ছাড়াই কাস্টমাররা আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনার ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবে।
5. যখন আপনার একটি ই-কমার্স ওয়েবসাইট থাকবে তখন আপনার কাস্টমার শুধু আপনার নির্দিষ্ট এলাকার হবেনা বরং আপনার কাস্টমার সারা পৃথিবীতে থাকবে।
আপনার কাস্টমাররা যখন অনলাইনে আপনার থেকে কোন প্রোডাক্ট কিনবে তখন কিন্তু আপনার কাস্টমাররা আপনার দোকানে কিংবা অফিসে যাবে না তাই এক্ষেত্রে আপনি কোন অফিস বা দোকান ছাড়াই আপনার প্রোডাক্টগুলো অনলাইনের মাধ্যমে বিক্রি করার সুবিধা পাবেন।
এই ছিল মোটামুটি (কেন একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ই-কমার্স ওয়েবসাইট প্রয়োজন?) এই বিষয়ে আলোচনা। আশাকরি আমি কি বলতে চেয়েছি এগুলো বুঝতে পেরেছেন এবং আপনার ব্যবসাকে উন্নতি করার জন্য আপনি খুব শীঘ্রই একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে ফেলবেন কোন একটি ওয়েব ডিজাইন কোম্পানি দ্বারা
আমি সাজিদুর রহমান। CEO & Co-Founder, DakPakhi LTD., Meherpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।
টেকনোলজি রিলেটেড যত কিছু এ পর্যন্ত শিখেছি চেষ্টা করে যাচ্ছি মানুষের মধ্যে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার। নিজের সম্পর্কে বলার মতো কিছু নেই তবুও একটা কিছু আছে বলে মনে হয় ! বর্তমানে লেখাপড়া করছি কম্পিউটার ডিপ্লোমায়।