ই-কমার্স ওয়েবসাইট কতটা সুন্দর হওয়া প্রয়োজন?

হয়তো কোন ই-কমার্স ব্যবসার সাথে অল্পদিনেই জড়িত হয়েছেন আবার এমনও হতে পারে যে আপনি হয়তো কোন ইকমার্স বিজনেস এর সাথে জড়িত হতে যাচ্ছেন। সেটা যাই হোক! চলুন আজকে জেনে নেওয়া যাক আপনার স্বপ্নের ই-কমার্স ওয়েবসাইটটি কতটা সুন্দর হওয়া প্রয়োজন?

ই-কমার্স ওয়েবসাইট কি?
যে সকল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে যে কোন প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করা হয় তাকে মূলত ই-কমার্স ওয়েবসাইট বলা হয়?

ই-কমার্স ওয়েবসাইট এর সুবিধা সমূহ?
আপনি ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে আপনার ব্যবসায়িক একাধিক কাজ একসাথে পরিচালনা করতে পারবেন। যেমন অনলাইনের মাধ্যমে যে কোন প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে পারবেন, আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনার কাস্টমারদের থেকে যেকোনো ব্যাংকের মাধ্যমে কাস্টমারের কাছে ক্রয় কৃত প্রোডাক্টের মূল্য সংগ্রহ করতে পারবেন ইত্যাদি।

এককথায় অনলাইনে প্রডাক্ট বা সার্ভিস বিক্রি করার ক্ষেত্রে যতগুলো সুযোগ সুবিধা প্রয়োজন একটি ই-কমার্স ওয়েবসাইট আপনাকে ঠিক ততগুলো সুযোগ-সুবিধা প্রদান করবে।

একটি ই-কমার্স ওয়েবসাইট কতটা সুন্দর হওয়া প্রয়োজন?
আচ্ছা! প্রশ্নটি মোটামুটি ইন্টারেস্টিং একটি প্রশ্ন! আপনি একবার ভাবুন তো আপনি যেখানে থাকেন অর্থাৎ আপনার বাড়ি যদি নোংরা হয় অথবা আপনার বাড়ি যদি দেখতে শুনতে অনেক খারাপ হয় তাহলে কি আপনার সেখানে থাকতে ইচ্ছে করবে?🙇‍♀ কিহলো বলুন!

মোটেও করবে না ঠিক! তেমনটি আপনি যেখানে ব্যবসা করেন সেই জায়গাটি যদি খুবই দেখতে সুন্দর না হয় এবং প্রফেশনাল মানের না হয় তাহলে আপনার কাস্টমাররা অবশ্যই আপনার থেকে কোন প্রোডাক্ট নেবে না এতে কোন সন্দেহ নেই।

তাই একটি ই-কমার্স ওয়েবসাইট ব্যবসা করার ক্ষেত্রে অবশ্যই সুন্দর এবং দেখতে প্রফেশনাল মানের হতে হবে যাতে করে কাস্টমাররা দেখে খুব সহজেই বুঝে নিতে পারে এই কোম্পানি বা এই ই-কমার্স ওয়েবসাইটটি অত্যন্ত প্রফেশনাল এবং এরা প্রফেশনালি প্রডাক্ট বা সার্ভিস বিক্রি করছে।

প্রফেশনাল ই-কমার্স ওয়েবসাইটে যেভাবে কাস্টমার বৃদ্ধি পায়?
এবার মনে করুন আপনি আপনার ই-কমার্স ব্যবসার জন্য অর্থাৎ আপনার ই-কমার্স ওয়েবসাইটটিকে মার্কেটিং করলেন। মার্কেটিং করার পর অনেকজন আপনার ই-কমার্স ওয়েবসাইটে গেল কিন্তু আপনার ওয়েবসাইটটি যদি প্রফেশনাল মানের না হয় তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে বেশিরভাগ কাস্টমার যাওয়ার পরে কোন প্রডাক্ট বা সার্ভিস ক্রয় করবে না।

তাই এই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটটি যদি প্রফেশনাল মানের হয় তাহলে বেশিরভাগ কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট কিনবে এবং সেই কাস্টমার গুলো পরবর্তীতে আপনার সারা জীবনের কাস্টমার হয়ে যেতে পারে।

আশা করি আজকের পোস্টটি আপনাকে সর্বোচ্চ বুঝতে চেষ্টা করেছে যে কেন একটি কমার্স ওয়েবসাইট দেখতে-শুনতে ভালো হওয়া প্রয়োজন এবং প্রফেশনাল মানের হওয়া প্রয়োজন।

পরবর্তী আবার কোন টিউনে আপনার সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম।

Level 2

আমি সাজিদুর রহমান। CEO & Co-Founder, DakPakhi LTD., Meherpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।

টেকনোলজি রিলেটেড যত কিছু এ পর্যন্ত শিখেছি চেষ্টা করে যাচ্ছি মানুষের মধ্যে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার। নিজের সম্পর্কে বলার মতো কিছু নেই তবুও একটা কিছু আছে বলে মনে হয় ! বর্তমানে লেখাপড়া করছি কম্পিউটার ডিপ্লোমায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস