ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম প্লাগিন এবং থিম ডাউনলোড বেস্ট সাইট লিস্ট
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেস্ট কিছু প্রিমিয়াম থিম এবং প্লাগিং ডাউনলোড সাইট। যা থেকে আপনি প্রিমিয়াম থিম এবং ফ্রী থিম ফ্রী ডাউনলোড করতে পারবেন। চলুন আলোচনা করি সেই সব সাইট গুলো। যেগুলো থেকে ফ্রী ও প্রিমিয়াম ডাউনলোড করতে পারবেন।
১। Themeforest, codecanyon
Themeforest, codecanyon এগুলো জনপ্রিয় থিম এবং প্লাগিং শেয়ার সাইট। যাদের মেইন সাইট Envato। যা থেকে আপনি ১ মাসের জন্য সাবস্ক্রিপশন করলেই তাদের সকল সাইটের সকল ফাইল ফ্রী ডাউনললড করতে পারবেন লাইসেন্স ব্যতিত। লাইসেন্স ছাড়া আপনি ফ্রী ডাউনলোড করতে পারবেন themeforest, codecanyon, থেকে। এবং Video, Audio, Graphics, Photos এগুলোও ডাউনলোড হবে। মাত্র ৩৬ ডলার সাবস্ক্রিপশন চার্জ কাটবে, প্রথম মাসের সাবস্ক্রিপশন বাবদ। ১ মাসেই আপনি সকল প্রিমিয়াম ফাইল ফ্রী ডাউনলোড পাচ্ছেন।
ধরুন আপনার newspaper 9, flatsome, The7, এদের কোন একটি থিম আপনি কিনতে চাচ্ছেন। এই গুলো themeforest এ পাবেন লাইচেন্স সহ, একটা থিমের দাম ৫৯ ডলার। কিন্তু আপনি যদি ৩৬ ডলার দিয়ে সাবস্ক্রিপশন করেন তাহলে themeforest থেকে সেই থিমটা ফ্রী ডাউনলোড করতে পারবেন। লাইসেন্স কি ব্যতিত। আপনি যদি ভালো প্রগ্রামার হন। লাইসেন্স কি ছাড়াই ফুল ভার্সন ব্যবহার করতে পারবেন।
ঠিক এই রকম করে ডাউনলোড করে সকল থিম ব্যবহার করতে পারবেন।
তবে আমি আপনাকে বলব। আপনার বায়ারকে এই ধরনের ফ্রী ডাউনলোড করে, থিম একটিভ করে সেটাপ করবেন না। করন এই ফ্রী ডাউনলোড করা থিম গুলো আপডেট হয় না। কারন এটার লাইসেন্স নাই। শুধু মাত্র আপনার শিক্ষা গ্রহন করার জন্য এগুলো ব্যবহার করবেন। আপনি এই ভাবে ওয়েব সাইট বানাতে পারবেন। যদি কোন প্লাগিন, ওয়ার্ডপ্রেস ভার্সন, পি, ইস, পি এগুলো আপডেট আসে এবং সেটা আপডেট দিলে বিপদে পরবেন। কাজেই আপডেট না করে ইচ্চামত যত দিন ইচ্ছা ব্যবহার করতে পারবেন।
অনেকেই বলে থাকেন এইগুলোতে ভাইরাস থাকে। তাদেরকে বলব envato ভাইরাস দেয় না। যারা ফ্রী ডাউনলোড করে এবং শেয়ার করে তারা ভাইরাস দেয়
২। 0mmo.net
০mmo.net একটি জনপ্রিয় সব প্রিমিয়াম Software, Theme, Plugin and Script sharing সাইট। এই সাইট থেকে আপনি হাজার হাজার ডলার দাম যে সব Software, Theme, Plugin and Script সেগুলো আপনি মাত্র ২৫ ডলার দিয়ে সাবস্ক্রিপশন করলেই ব্যবহার করতে পারবেন। সব গুলো ক্র্যাক। আর যারা একি ফাইল ক্র্যাক ও লাইসেন্স ভার্সন ব্যবহার করেছেন তারা জানবেন। ক্র্যাক ভার্সন একি কাজ করে। শুধু পার্থক্য একটাই আপডেট হয় না আর লাইসেন্স কি একটিভ করা ভার্সনের মত কোন নটিফিকিশন পাওয়া যায় না।
আর 0mmo.net তাদের নিজেদেরি ডাউনলোড সার্ভার আছে। যে কোন ধরনের বড় ফাইল তারা শেয়ার করে। আর ডাউনলোড স্পিড খুভি ফাস্ট। আর তারা এমন ভাবে প্রগ্রামিং করে যে লাসেন্স কী এর মত সকল কছু ব্যবহার উপযোগী করে তোলে। এবং কিছু কিছু আপডেটও হয়।
আশাকরি আপনি এই সাইট থেকে খুভ ভালো উপকৃত হবেন।
৩। Filetheme.com
Filetheme.com আমার দেখা সবচে ভালো এবং ফ্রী ভাবে প্রিমিয়াম Software, Theme, Plugin and Script sharing সাইট। সম্ভাবত filetheme.com এর Envator সাবস্ক্রিপশন করা আছে। যার কারনেই তারা Envato এর সকল Software, Theme, Plugin and Script শেয়ার করে, লাইসেন্স কী ব্যতিত। এছাড়াও Woocommerce এর সকল এক্সটেনশন শেয়ার করে। এবং সম্পুর্ন ভাইরাস মুক্ত। envato থেকে যেটা ডাউনলোড হয়। সেই সেইম ফাইল ডাউনলোড লিংক তারা দেয়।
মজার ব্যাপার হলো এখান থেকে ডাউনলোড করতে কোন সাবস্ক্রিপশন লাগে না। আর এরা থার্ড পার্টি লিংক শেয়ার করে এদের কোন লিংক শর্টেনারের মত বিরক্তিকর লিংক নাই।
৪। themepalace.com
themepalace.com একটি ইন্ডিয়ার Envato এর মত মার্কেটপ্লেস কম্পানি। তারা মাত্র $8.29 সাবস্ক্রিপশন চার্জ কাটে। envato এর মত এত বড় পরিশর না থাকলেও তাদের অত্যান্ত প্রয়োজনীয় জনপ্রিয় কিছু প্লাগিন আছে। যা শুধু তারাই ওই রকম প্লাগিন তৈরি করেছে যেমন, WP Quiz Pro, WP Review Pro Etc.
৫। codester.com
codester.com টা Envato এর মতোই কিন্তু এটা থেকে থিম কিনতে পারবেন একটু কম দামে। এখানে কিছু থিম ফ্রী ডাউনলোডের সুযোগ দেয়। আর codester.com এর থিম গুলো envato এর মতোই লাইসেন্স কী দিয়ে থাকে।
বানান ভুলের জন্য ক্ষমা পার্থি। আরো কিছু জানার থাকলে টিউমেন্ট করতে ভুল করবেন না।
আমি মোশারফ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।