Iithost Domain and Hosting Review By Shajidur Rahman Bappi

আশাকরি অনেক ভাল আছেন। আজকে আমি আরেকটি সেরা ডোমেইন হোস্টিং কোম্পানি রিভিউ নিয়ে হাজির হলাম। আজকে আমি যেই ডোমেইন-হোষ্টিং কোম্পানির রিভিউ আপনাদের মাঝে আলোচনা করব সেই কোম্পানির নাম হল iIT Host হয়তো এর আগে এই কোম্পানির নাম আপনি শুনেছেন তাই না?

বাংলাদেশের পেক্ষাপটে বর্তমানে ডোমেইন হোস্টিং কোম্পানির কিন্তু কোনো অভাব নেই। কিন্তু সেরা মানের এবং প্রফেশনাল মানের ডোমেইন হোস্টিং কোম্পানি খুঁজে পাওয়াটা অসম্ভব কারণ ওয়েবসাইটের জন্য যখন ডোমেইন-হোষ্টিং পছন্দ করবেন তখন অবশ্যই সেই সার্ভিসটি হওয়া প্রয়োজন উন্নত মানের।

তাই আপনাদের যেন কোনো সমস্যা না হয় অর্থাৎ যখন ডোমেইন হোস্টিং কিনবেন তখন কোন বিপদে যেন না পড়েন তাই আমি মাঝে মধ্যে বিভিন্ন ভালো এবং প্রফেশনাল মানের ডোমেইন হোস্টিং কোম্পানির রিভিউ দিয়ে থাকে যেটা আজকেও তার বিপরীত হয়নি। কারণ আজকেও আমি প্রফেশনাল এবং সেরা মানের একটি ডোমেইন হোস্টিং কোম্পানির রিভিউ দিতে চলে এসেছি। তো চলুন একটু গভীরে যাওয়া যাক!

iIT Host কবে যাত্রা শুরু করে?

iIT Host মূলত 2017 সালের শেষের দিকে তাদের শুভযাত্রা শুরু করে এবং বর্তমানে তাদের সততা এবং কঠোর পরিশ্রম তাদের সফলতার কাঠি হয়ে দাঁড়িয়েছে।

iIT Host কেমন সার্ভিস দেয়?

iIT Host কে যদি আমি বলি তারা ভাল সার্ভিস দেয় তাহলে হয়তো একটু কমই বলা হবে কারণ আজ পর্যন্ত তাদের থেকে যেই ব্যক্তিগণ সার্ভিস গ্রহণ করেছে তাদের বেশিরভাগ অর্থাৎ প্রায় প্রত্যেকেই তাদের সার্ভিস নিয়ে সেটিস্ফাইড। তাই আমিও বলতে পারি আপনি তাদের থেকে সার্ভিস নেওয়ার পর অবশ্যই সেটিস্ফাইড হবেন। কারণ তারা শুধু মুখে নয় বরং কাজে পরিচয় দিয়ে থাকে।

iIT Host এর ডোমেইন হোস্টিং প্রাইস কেমন?

বাংলাদেশে আর সেরা 10 টি ডোমেইন হোস্টিং কোম্পানির ডোমেইন-হোষ্টিং প্রাইস যেমন ঠিক iithost.com কিন্তু তার ব্যতিক্রম নয় কারণ আমি একটু খেয়াল করে দেখেছি যে তারা সব সময় চেষ্টা করে যাচ্ছে স্বল্প মূল্যে সেরা সার্ভিসটি দেওয়ার তাই এই ক্ষেত্রে তাদের যে ডোমেইন-হোষ্টিং প্রাইস বেশি এই কথাটি বলা হাস্যকর ছাড়া আর কিছুই নয়!

iIT Host কাস্টমার সার্ভিস কেমন দেয়?

কাস্টমারের কাছে কোন কোম্পানির প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে প্রতিটি কোম্পানিকে কাস্টমার সার্ভিসের দিকে একটু বেশি নজর দিতে হয়। আর যদি কোন কোম্পানি তাদের কাস্টমার সার্ভিস খারাপ দিয়ে থাকে তাহলে তাদের মার্কেট থেকে ছিটকে পড়তে খুব একটা বেশি সময় লাগবে না বলে মনে হয়।

কারণে এমন অনেক কোম্পানি রয়েছে যাদের কাস্টমার সার্ভিস অতন্ত খারাপ এবং তারা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে ক্রমাগত। যেসব কোম্পানির কাস্টমার সার্ভিস খারাপ দেওয়ার কারণে ক্রমাগত ধ্বংস হয়ে যাচ্ছে সেসব কোম্পানিকে দেখে iIT Host অনেক ভয় পাই আর যার ফলস্বরুপ iIT Host অত্যান্ত ভালো কাস্টমার সার্ভিস দেওয়ার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত।

iIT Host থেকে কি ডোমেইন-হোস্টিং নেওয়া যাবে?

আমি তো আগেই বলেছি আপনি যখন কোন কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং কিনবেন সেই কোম্পানির সম্পর্কে বিস্তারিত জানার পর আপনার কেনার ডিসিশন ফাইনাল করবেন। তাই আপনি যদি আমাকে বিশ্বাস করেন এবং iithost.com এর সততাকে বিশ্বাস করেন তাহলে অবশ্যই আমি আপনাকে সুপারিশ করব তাদের থেকে সার্ভিসটি নেওয়ার জন্য।

শেষ কথা

আপনার যদি ডোমেইন হোস্টিং কেনার প্রয়োজন হয় তাহলে যে iIT Host থেকেই কিনতেই হবে তেমন কোন কথা নেই তাই আমার পরামর্শ থাকবে আপনি এখানে ক্লিক করে তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের সাথে প্রথমে যোগাযোগ করুন এবং আপনার চাহিদা সম্পর্কে তাদের সাথে বিস্তারিত আলোচনা করুন। তারপর আপনার যদি তাদের ব্যবহার এবং সততা দেখে ভালো লাগে তাহলে আপনি তাদের থেকে তাদের সার্ভিসটি নিতে পারেন।

আজকে এই পর্যন্তই আশা করি আপনি আপনার সঠিক সিদ্ধান্ত নিতে কখনোই ভুল করবেন না। পরবর্তী কোন টিউনে আপনার সাথে আবার আমার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম।

Level 2

আমি সাজিদুর রহমান। CEO & Co-Founder, DakPakhi LTD., Meherpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।

টেকনোলজি রিলেটেড যত কিছু এ পর্যন্ত শিখেছি চেষ্টা করে যাচ্ছি মানুষের মধ্যে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার। নিজের সম্পর্কে বলার মতো কিছু নেই তবুও একটা কিছু আছে বলে মনে হয় ! বর্তমানে লেখাপড়া করছি কম্পিউটার ডিপ্লোমায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস