আজকে আমি যেই ডোমেইন-হোষ্টিং কোম্পানিকে রিভিউ দিতে যাচ্ছি সেটি বাংলাদেশের নামকরা ডোমেইন হোস্টিং কোম্পানির মধ্যে একটি। আচ্ছা একবার ভাবুন তো এই কোম্পানিটির নাম কি? আশা করি বুঝতে পেরেছেন, হ্যাঁ আপনার কথাই ঠিক! exonhost.com তাই চলুন আজকের রিভিউটি শুরু করা যায়
প্রথমেই শুরু করি একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে। আমি যেহেতু অনলাইনে অনেকদিন ধরে কাজকর্ম করি তাই আমাকে অনলাইন ইনকাম রিলেটেড বিভিন্ন ফেসবুক গ্রুপে জয়েন থাকতে হয়। আর আমি একটি জিনিস খেয়াল করেছি সেটি হলো আমি যে সব গ্রুপে জয়েন আছি সেই সকল গ্রুপে মাঝেমধ্যেই এই কোম্পানির নাম উল্লেখ করা হয় যে আপনারা যদি কেউ ডোমেইন হোস্টিং কিনতে চান তাহলে exonhost.com থেকে কিনতে পারেন।
গ্রুপে এই সকল টিউমেন্ট এবং মন্তব্য শোনার পর আমি এই কোম্পানির সম্পর্কে একটু জানার চেষ্টা করলাম এবং অনেক কিছু জানার পর যেটা বুঝতে পারলাম সেটি হলো এই কোম্পানিটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বুকে সততার সাথে ডোমেইন হোস্টিং সার্ভিস দিয়ে যাচ্ছে যার ফলস্বরূপ তারা আজকে বাংলাদেশের মার্কেটে খুব ভালো ভাবে টিকে থাকতে পেরেছে এবং বিভিন্ন জায়গায় তাদের নাম উল্লেখ করা হয়।
তো চলুন এতক্ষন অনেক বকবক করা হল এবার আসি আসল কথায়। এখন আবার আসল কথা কি? আসল কথা হল এই কোম্পানিটি কেমন সার্ভিস দেয়? এদের কাস্টমার সার্ভিস কেমন এদের ডোমেইন-হোস্টিং প্রাইজ আর অন্য সব কম্পানির থেকে বেশি কিনা কম এইসকল বিষয়!
যেহেতু তারা অনেকদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করে আশাকরি যে তাদের একটি সুদক্ষ এবং অভিজ্ঞ টিম রয়েছে। যে টিমের মাধ্যমে তারা সেরা সার্ভিসটি দেওয়ার চেষ্টা করে যাচ্ছে সবসময়। আর তাছাড়া শুধু আমার কথাই না বরং যারা অনলাইনে কাজকর্ম করে তারা সবাই এই কোম্পানি সম্পর্কে ভাল মন্তব্য দিয়েছে এবং তাদের থেকে সার্ভিস গ্রহণ করছে। অর্থাৎ অবশেষে বলা যায় তাদের সার্ভিস অনেক ভালো এবং সুদক্ষ টিমের মাধ্যমে সার্ভিস দিয়ে যাচ্ছে।
আপনি কি এক কথায় অসাধারণ কথাটির ভাষা বোঝেন? যদি আপনি এক কথায় অসাধারণ কথার ভাষা বুঝে থাকেন তাহলে আমি কি বলতে চাচ্ছি সেটা অবশ্যই এতক্ষণে আপনি বুঝে যাওয়ার কথা!
তাদের কাস্টমার সার্ভিস সম্পর্কে আমার কিছু বলার নেই কারণ এক কথায় তারা অসাধারণ কাস্টমার সার্ভিস দেয়। তারা আপনার সাথে শুধুমাত্র একজন কাস্টমার হিসেবে কথা বলবে না বরং আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার চেষ্টা করবে। তাই কাস্টমার সার্ভিসের দিক থেকে exonhost.com একদম ফাটাফাটি!
যে কোন ব্যবসায় মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে আপনার প্রোডাক্টের দাম সঠিকভাবে নির্ধারিত করতে হবে তা না হলে আপনাকে অবশ্যই মার্কেট ছিটকে ফেলে দেবে।
ঠিক এই কথাটি চিন্তা করে exonhost.com চেষ্টা করে যাচ্ছে স্বল্পমূল্যে সেরা সার্ভিস দেওয়ার জন্য। অতঃপর আপনি যদি আর অন্য সব কম্পানির ডোমেইন-হোষ্টিং প্রাইস দেখেন তাহলে exonhost.com এ কিছুটা হলেও কম পাবেন।
আমি পার্সোনাল ভাবে exonhost.com কে সুপারিশ করব আপনি যদি ডোমেইন হোস্টিং কিনতে চান তাহলে।
Exonhost.com সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আজকের পোস্টটি এই পর্যন্তই। আশা করি সামনের কোন টিউনে আপনার সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।
আমি সাজিদুর রহমান। CEO & Co-Founder, DakPakhi LTD., Meherpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।
টেকনোলজি রিলেটেড যত কিছু এ পর্যন্ত শিখেছি চেষ্টা করে যাচ্ছি মানুষের মধ্যে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার। নিজের সম্পর্কে বলার মতো কিছু নেই তবুও একটা কিছু আছে বলে মনে হয় ! বর্তমানে লেখাপড়া করছি কম্পিউটার ডিপ্লোমায়।