হয়তো আপনি কোন লোকাল নিউজ পেপারের একজন লোকাল সাংবাদিক, আবার হয়তো নিজের পেশাকে একজন সাংবাদিক হিসেবে দেখতে চাচ্ছেন। আর এজন্য আপনার প্রয়োজন হবে যুগের সাথে নিউজপেপার বিজনেসটিকে চালানোর জন্য একটি মর্ডান এবং প্রফেশনাল মানের ওয়েবসাইট। আর তাই আজকে আমি আলোচনা করবো আপনি খুব অল্প টাকায় একটি নিউজপেপার ওয়েবসাইট কিভাবে পাবেন?
যদি কিছু বছর আগেকার কথাও ভাবা যায় তাহলে যেটা দেখা যায় সেটি হল কোন নিউজ কোম্পানি তাদের নিউজগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য শুধুমাত্র পেপার পত্রিকায় ছাপানো সিস্টেমটি অনুসরণ করত কিন্তু এখনকার যুগে দেখা যাচ্ছে দেশের নিউজপেপার গুলোর 50 ভাগের বেশি এখন শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই পাঠকেরা পড়ছে এবং পেপার-পত্রিকা তেমন জনপ্রিয় আর নেই বললেই চলে। কারণ এখন মানুষ চাইলেই তার স্মার্ট ফোনের সাহায্যে বিভিন্ন নিউজপেপার কোম্পানিগুলোর নিউজ মুহূর্তের মধ্যেই পড়ে ফেলতে পারে।
দেখুন! আপনি যদি কোন নিউজ পেপার কোম্পানির সাথে জড়িত থাকেন অথবা আপনি যদি চান কোন লোকাল এরিয়াতে একটি নিউজপেপার বিজনেস চালু করতে, তাহলে আপনার প্রয়োজন হবে একটি নিউজপেপার ওয়েবসাইট। যেটির মাধ্যমে আপনার সেই নির্দিষ্ট এলাকার মানুষ বা হতে পারে আপনি পুরো বাংলাদেশকে নিয়ে একটি নিউজপেপার ওয়েবসাইট বানাবেন তাহলেই আপনার নিউজপেপার ওয়েবসাইটে এসে আপনার নিউজগুলো পড়তে পারবে।
এতক্ষণ তো বললাম আপনি কেন একটি নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করবেন এবার আসা যাক আসল কথায়!
আপনার যখন একটি লোকাল এরিয়াতে একটি নিউজপেপার ওয়েবসাইট থাকবে তখন আপনার থাকবে সেই নির্দিষ্ট এলাকার জনগণ অর্থাৎ নির্দিষ্ট এলাকার জনগণ আপনার ওয়েবসাইটে প্রতিনিয়ত বিভিন্ন নিউজ পড়ার জন্য আসবে। এবং ধরে নিতে হবে সেই নির্দিষ্ট এলাকার মানুষজন আপনার এক ধরনের কাস্টমার।
এবং আপনি এই ক্ষেত্রে একটি কাজ করতে পারেন সেই কাজটি হলো
আপনি সেই এলাকার বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন এই বলে যে
{আপনার একটি নিউজপেপার ওয়েবসাইট রয়েছে এবং সেখানে এই এলাকার মানুষজন প্রতিনিয়ত আসা-যাওয়া করে এবং আপনার এলাকায় যদি কোন লোকাল কোম্পানি থাকে তাহলে সেই কোম্পানিকে জিজ্ঞেস করবেন “আপনি কি আমার এই ওয়েবসাইটে আপনার কোম্পানির এড দিতে চাচ্ছেন?” যদি দিতে চান তাহলে আমাকে মাসিক একটা চার্জ দিলে আমি আপনাদের কোম্পানির একটি এড শো করাবো আমার ওয়েবসাইটে। }
এভাবে আপনি সেই কোম্পানির সাথে যোগাযোগ করে আপনার নিউজপেপার ওয়েবসাইটের মাধ্যমে লাভবান হতে পারেন।
মাত্র 4999 টাকায় আপনি একটি প্রফেশনাল মানের নিউজপেপার ওয়েবসাইট পাচ্ছেন Technodws IT Ltd থেকে। Technodws IT Ltd মূলত একটি ওয়েব ডিজাইন অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন কোম্পানি যারা সততার সাথে দীর্ঘদিন ধরে ওয়েব ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন সার্ভিস দিয়ে যাচ্ছে। এখানে ক্লিক করে এখুনি আপনার নিউজপেপার ওয়েবসাইটের অর্ডার দিন।
আমি সাজিদুর রহমান। CEO & Co-Founder, DakPakhi LTD., Meherpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।
টেকনোলজি রিলেটেড যত কিছু এ পর্যন্ত শিখেছি চেষ্টা করে যাচ্ছি মানুষের মধ্যে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার। নিজের সম্পর্কে বলার মতো কিছু নেই তবুও একটা কিছু আছে বলে মনে হয় ! বর্তমানে লেখাপড়া করছি কম্পিউটার ডিপ্লোমায়।