যেকোন ওয়েবে ঢুকলেই আমি খেয়াল করি সেই ওয়েবসাইটের মেন্যুগুলো দেখতে কেমন, স্টাইলটাই বা কী। পছন্দ হলে চিন্তা করি, এটা কিভাবে করল? ইস্, যদি আমার ওয়েবে এমন একটা মেন্যু তৈরী করতে পারতাম!
হুঁ, এটা সহজে সম্ভব। যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন বা করতে আগ্রহী, তারা কোন রকম কোডিং না জেনেই করতে পারবেন মনের মত এবং আকর্ষণীয় মেন্যুবার। আসুন, দেখা যাক কী আছে এই Sothink DHTML Menu:
. কোন জাভাস্ক্রিপ্ট জানার দরকার নাই।
. খুব সহজেই তৈরী করতে পারেন এসই ফ্রেন্ডলি জাভাস্ক্রিপ্ট মেন্যুস
. সম্বৃদ্ধ টেমপ্লেটস এবং প্রিসেট স্টাইলস
. ফুল কাস্টমাইজেবল মেন্যু অপশন
. ড্রিমওয়েবার এর সাথে ইন্ট্রিগেট করার সুবিধা ইত্যাদি।
Sothink DHTML Menu এর কয়েকটি স্ন্যাপশট দেখা যাক।
০১.
০২.
০৩.
০৪.
০৫.
ডাউনলোড Sothink DHTML Menu 9 Full Version । ৬.৫ মেগাবাইট।
মূল ওয়েবসাইটটি লিংক এখানে
এরকম আরও কিছু ফুল ভাসর্ন কিংবা ফ্রি সফটওয়্যারের জন্য ইচ্ছে হলে ভিজিট করতে পারেন উইন্ডোজকম.টিকে
সবাইকে ধন্যবাদ।
সংযুক্তি: একজন টিউনার বন্ধু Sothink SWF Decompiler লিংক চেয়েছেন। তার এবং আরও যাদের এই সফটওয়্যারটি প্রয়োজন তাদের জন্য এই সংযুক্তি।
আমি windowscom1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো পোস্ট। Sothink SWF Decompiler এর লিঙ্ক দিতে পারবেন?