প্রথমেই আমার সালাম নিবেন। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আজকে আমি একটি ওয়েব ডিজাইন কোম্পানির রিভিউ দেব তাই আপনি যদি আপনার প্রতিষ্ঠান অথবা আপনার যেকোনো কাজের জন্য একটি ওয়েবসাইট তৈরি করাতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই পুরো রিভিউটি পড়বেন এবং Technodws থেকে কেন একটি ওয়েবসাইট তৈরি করিয়ে নেবেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রিভিউটি!
Technodws মূলত একটি ওয়েব ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন কোম্পানি, যেই কোম্পানিটি বাংলাদেশ এখন একটি ওয়েবসাইট ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন কোম্পানি নামে পরিচিত। এই কোম্পানিটি অল্প দিনেই তাদের জার্নি শুরু করেছে। এইতো 2019 সালের প্রথমের দিকে অর্থাৎ জানুয়ারি মাসে।
Technodws মূলত খুব বেশি সার্ভিস নিয়ে কাজ করে না। তারা বর্তমানে ওয়েবসাইট ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইনের সকল কাজ করে থাকে। এছাড়াও আপনি তাদের সাথে যে কোন বিষয় নিয়ে ফ্রিতেই আলোচনা করতে পারবেন আপনি তাদের থেকে সার্ভিস নেন আর না নেন সেটা বড় কথা নয়। বড় কথা হলো তারা আপনাকে সকল বিষয়ে পরামর্শ দিতে পারবে তাই তাদের সাথে আপনি ফ্রিলি যোগাযোগ করতে পারেন যেকোন সময়।
আপনি যদি আপনার প্রতিষ্ঠান অথবা আপনার ব্যবসায়িক যেকোন ওয়েবসাইট তৈরী করতে চান তাহলে Technodws আছে আপনার পাশে সব সময়। এছাড়াও Technodws যেসব ওয়েবসাইট তৈরি করে থাকে তার লিস্ট আমি নিচে দিলাম,
1. বিভিন্ন স্কুল কলেজ ওয়েবসাইট
2. ইকমার্স ওয়েবসাইট
3. বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট
4. নিউজ পেপার ওয়েবসাইট
5. ব্লগিং ওয়েবসাইট
6. কর্পোরেট অফিসের ওয়েবসাইট
7. পার্সোনাল ওয়েবসাইট
8. ট্রাভেল এজেন্সি ওয়েবসাইট
9. ম্যাগাজিন ওয়েবসাইট ইত্যাদি
Technodws থেকে আপনি সব ধরনের গ্রাফিক্স ডিজাইন সলিউশন পাবেন। যেমন লোগো ডিজাইন ব্যানার ডিজাইন, ক্লিপিং পাথ, ফটো এডিটিং অর্থাৎ সব ধরনের গ্রাফিক্স ডিজাইন সার্ভিস আপনি Technodws থেকে পাবেন।
আপনি যদি আর অন্যসব ওয়েব ডিজাইন কোম্পানির সাথে Technodws কে তাদের সার্ভিস সম্পর্কের তুলনা করেন তাহলে শেষ রেজাল্ট হবে Technodws Will be Win
কারণ Technodws চাই সব সময় তাদের কাস্টমারদের স্বল্পমূল্যে সেরা সার্ভিসটি দিতে
তাদের কাস্টমার সার্ভিস অসাধারন এবং চমৎকার। কারণ আপনি শুধুমাত্র তাদের থেকে সার্ভিস নেওয়ার জন্যই তাদের সাথে যোগাযোগ করতে পারবেন না বরং তাদের থেকে যেকোনো ধরনের পরামর্শ ও আপনি পাবেন সম্পূর্ণ ফ্রিতে।
আপনার যদি কোন ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন হয় এবং কোন গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজ করানোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি মন প্রাণ থেকে Technodws কে সুপারিশ করব কারণ আপনি আপনার টাকা গুলো অযথা নষ্ট করতে চান না আর তাই সঠিক জায়গায় সঠিক সার্ভিসটি নিতে আপনি কখনোই ভুল করবেন না!
এখানে ক্লিক করে তাদের সাথে যোগাযোগ করুন এক্ষুনি আর আপনার সার্ভিসটি বুঝে নিন! Web Design Company in Bangladesh
আমি সাজিদুর রহমান। CEO & Co-Founder, DakPakhi LTD., Meherpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।
টেকনোলজি রিলেটেড যত কিছু এ পর্যন্ত শিখেছি চেষ্টা করে যাচ্ছি মানুষের মধ্যে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার। নিজের সম্পর্কে বলার মতো কিছু নেই তবুও একটা কিছু আছে বলে মনে হয় ! বর্তমানে লেখাপড়া করছি কম্পিউটার ডিপ্লোমায়।