কেন itnuthosting থেকে ডোমেইন হোস্টিং কিনবেন?

হয়তো আপনি বাংলাদেশ থেকে কোন এক বিশ্বস্ত কোম্পানির ডোমেইন হোস্টিং সার্ভিস নিতে চাচ্ছেন, আমি কি ঠিক বলছি?

সে যাই হোক আজকে যেই বিষয়টি নিয়ে আমি কথা বলব সেটি হল Itnuthosting.com থেকে কেন আপনি ডোমেইন হোস্টিং কিনবেন?

প্রথমে আপনাকে একটি বিষয় ক্লিয়ার করে দিই সেটি হলো হয়তো আপনার মনে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে আমি কে? বা কেন আপনি আমার কথা শুনবেন একটি কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং কেনার ক্ষেত্রে?

তাহলে আমি আমার সম্পর্কে একটু বলে নিই, আমি দীর্ঘদিন যাবৎ অনলাইনের কাজকর্ম করি এবং ব্লগিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এর সাথে জড়িত আছি তাই আমার বিভিন্ন প্রজেক্ট এর জন্য ওয়েবসাইট তৈরি করতে হয় আর ওয়েবসাইট তৈরি করার জন্য ডোমেইন হোস্টিং এর প্রয়োজন হয় তাই আমাকে বিভিন্ন ডোমেইন হোস্টিং কোম্পানির সাথে কাজ করতে হয়। সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বলব কেন আপনি Itnuthosting.com থেকে ডোমেইন হোস্টিং কিনবেন?

এবার হয়তো আপনার মনের কনফিউশন দূর হয়ে গেছে যে কেন আপনি আমার থেকে Itnuthosting.com সম্পর্কে ইনফরমেশন গুলো নেবেন এবং Itnuthosting.com থেকে ডোমেইন হোস্টিং কিনবেন?

তো চলুন শুরু করা যাক যখন

যখন কোনও কোম্পানির থেকে ডোমেইন হোস্টিং কেনার কথা আসে তখন অবশ্যই বিশ্বস্ততার দিকটি আগে গুরুত্ব দেওয়া উচিত কারণ আপনি যদি আপনার ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে ডোমেইন-হোষ্টিং কোন খারাপ বা আনপ্রফেশনাল কোম্পানির থেকে নিয়ে থাকেন তাহলে আপনাকে পরে পস্তাতে হবে এতে কোন মিস নেই।

তাই আপনাকে এমন কোন একটি কোম্পানির সাহায্য গ্রহণ করতে হবে যেই কোম্পানিটি আপনার সাথে সব সময় থাকবে এবং আপনাকে একটি ভাল সার্ভিস প্রদান করবে।

Itnuthosting.com হলো বাংলাদেশের সেরা কয়েকটি ডোমেইন হোস্টিং কোম্পানির মধ্যে অন্যতম। এমন অনেক কোম্পানি রয়েছে যারা তাদের কাস্টমারদের সার্ভিস দেওয়ার পর কাস্টমারদের কোন খোঁজ রাখে না আবার তাদের কাস্টমারদের কোন সমস্যা হলে সেই সমস্যার সমাধান করার ততটা গুরুত্ব দেয় না।

কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি Itnuthosting.com সব সময় আমার পাশে ছিল এবং Itnuthosting.com তাদের সকল কাস্টমারদের পাশে সবসময় রয়েছে।

এই ভালো দিকগুলো বাদেও আরো অনেক ভালো দিক রয়েছে যেমন একজন ওয়েবসাইটের মালিক হিসেবে আপনি সব সময় আপনার হোস্টিং প্রোভাইডার এর কাছ থেকে সর্বোচ্চ এবং সেরা স্পিড সার্ভার আশা করেন, আর আমার জানামতে Itnuthosting এর হোস্টিং সার্ভার অত্যন্ত স্পিড সমৃদ্ধ একটি সার্ভার যেখানে আপনার ওয়েবসাইট হোস্ট করা হলে আপনাকে কোন টেনশন করতে হবে না যে আপনার ওয়েব সাইটটি দ্রুত লোড হচ্ছে কিনা।

যদিও আপনার ওয়েব সাইটটি দ্রুত লোড হওয়ার পেছনে কিছু ওয়েবসাইটের টেকনিক্যাল বিষয় জড়িত থাকে তারপরেও সার্ভার জনিত কোন সমস্যা থাকবে না আশা করা যায়।

এবার আসি Itnuthosting এর হোস্টিং প্যাকেজের দাম নিয়ে। Itnuthosting এর হোস্টিং প্যাকেজের দাম একটু বেশি হলেও আমার থেকে মনে হয় আপনার কাছে এটা তেমন কোন বড় বিষয় হয়ে দাঁড়াবে না। কারণ যখন আপনি কোন ভাল সার্ভিস গ্রহণ করবেন তখন টাকাটা বড় বিষয় হয়ে দাঁড়ায় না। তাই অবশ্যই আপনাকে একটি কথা বিশ্বাস করতে হবে যে ভালো কিছু পেতে হলে অবশ্যই আপনাকে ভালো কিছু দিতে হবে।

তো এই ছিল আজকে মোটামুটি Itnuthosting নিয়ে কিছু কথা, অবশ্য কিছু কথায় নয় বরং কেন আপনি Itnuthosting থেকে ডোমেইন হোস্টিং কিনবেন এইসকল বিষয়।

তো যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ হয়তো আবার পরের কোন টিউনে আপনার সাথে আমার দেখা হতে পারে। সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।

Level 2

আমি সাজিদুর রহমান। CEO & Co-Founder, DakPakhi LTD., Meherpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।

টেকনোলজি রিলেটেড যত কিছু এ পর্যন্ত শিখেছি চেষ্টা করে যাচ্ছি মানুষের মধ্যে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার। নিজের সম্পর্কে বলার মতো কিছু নেই তবুও একটা কিছু আছে বলে মনে হয় ! বর্তমানে লেখাপড়া করছি কম্পিউটার ডিপ্লোমায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস