itnuthosting Review ডোমেইন হোস্টিং কিনুন!

আশাকরি অনেক ভাল আছেন আল্লাহর রহমতে!
এর আগে আমি webhostbd.com সম্পর্কে রিভিউ লিখে ছিলাম হয়তো আপনি সেগুলো পড়েছেন অথবা না পড়লে এখানে ক্লিক করে পড়ে ফেলতে পারেন।

আমি আজকে আমার আরেকটি সবথেকে জনপ্রিয় ওয়েব হোস্টিং কোম্পানির মধ্যেকার একটি কোম্পানির রিভিউ লিখতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। আশা করি আপনি আজ আমার সাথেই থাকবেন! আগেই বলে রাখি আপনি যদি ডোমেইন-হোষ্টিং সম্পর্কে জানতে চান অথবা ডোমেইন হোস্টিং কেনার কথা ভাবেন তাহলে আজকের পোস্টটি শুধুমাত্র আপনার জন্যই অপেক্ষা করছে। তো চলুন বেশি বকবক না করে শুরু করা যাক আজকের ডোমেইন হোস্টিং কোম্পানি রিভিউ।

আজকে আমি যেই ডোমেইন হোস্টিং কোম্পানির সম্পর্কে রিভিউ লিখব সেই কোম্পানির নাম হলো আইটি নাট হোস্টিং ডটকম (itnuthosting.com)

এটি মূলত বাংলাদেশে বর্তমানে অনেক জনপ্রিয় একটি ডোমেইন হোস্টিং কোম্পানি। তাদের হোস্টিং সার্ভারের যথেষ্ট পরিমাণে স্প্রিড এবং সেরা কাস্টমার সার্ভিসের দিক থেকে তারা বাংলাদেশ বাংলাদেশের সেরা পাঁচটি ডোমেইন হোস্টিং কোম্পানির মধ্যে একটি।

আজকের এই ডোমেইন-হোষ্টিং কোম্পানিটির সম্পর্কের রিভিউটি আমি একটু আলাদাভাবে দেওয়ার চেষ্টা করব আমি চেষ্টা করব। আমি যখন এই কোম্পানি থেকে একটি ডোমেন হোস্টিং সার্ভিস নিয়েছিলাম তখন আমার সাথে কি ঘটেছিলো এবং তারা আমার সাথে কেমন ব্যবহার করেছিল এবং আমি তাদের সার্ভিস নিয়ে কতটুকু সেটিস্ফাইড মূলত আমি এই সকল বিষয় নিয়ে একটি গল্প আপনাদেরকে বলবো।

আমার গল্প শুরু করার আগেই বলে রাখি এটা কিন্তু এক ঢিলে দুই পাখি মারার মতো। আমি আমার প্র্যাক্টিকাল গল্পটি আপনাদের মাঝে তুলে ধরব এবং সাথে সাথে এই গল্পটি একটি কোম্পানির অর্থাৎ একটি হোস্টিং কোম্পানির রিভিউ হিসেবে কাজ করবে। বিষয়টি একটু মজার! তাই চলুন শুরু করা যাক!

আমি মূলত 2019 সালের প্রথমের দিকে ডোমেইন হোস্টিং কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং মাস্টারকার্ডের অভাবে বাংলাদেশের ভালো মানের ডোমেইন হোস্টিং কোম্পানি খুঁজতে থাকি। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর একটি ভালো কোম্পানির খোঁজ মিলল আমার কপালে আর তার মধ্যে ছিল itnuthosting.com। যদিও এই কোম্পানি ছাড়া আমি আরো দু'একটি কোম্পানির থেকে আমার বিভিন্ন প্রজেক্ট এর জন্য ডোমেইন হোস্টিং কিনেছি কিন্তু তারপরেও এই কোম্পানিটি আমার দেখা সবথেকে ভালো কোম্পানি গুলোর মধ্যে একটি। আরেকটি জিনিস আমি সেসময় ভাবতে লাগলাম যে যদি আমি মান্থলি পেমেন্ট সিস্টেম একসেপ্ট করে এমন কোন কোম্পানি বা এমন কোন ওয়েব হোস্টিং কোম্পানি পেতাম তাহলে হয়তো আমার জন্য অনেক ভালো হতো। এর কারণ ছিল আমি প্রতিমাসে কিছু না হলেও কিছু টাকা জোগাড় করে সেই ওয়েব হোস্টিং কোম্পানিকে দিতে পারতাম এক্ষেত্রে আমার কোন সমস্যা হতো না।

তাই খুজতে লাগলাম মান্থলি পেমেন্ট একসেপ্ট করে এমন ডোমেইন হোস্টিং কোম্পানিকে। অনেক খোঁজার পর আমি itnuthosting.com কে পেলাম যারা মান্থলি পেমেন্ট একসেপ্ট করে অর্থাৎ আপনি যদি তাদের থেকে একটি হোস্টিং প্যাকেজ ক্রয় করেন তাহলে আপনি প্রতিমাসে তাদেরকে পেমেন্ট করতে পারবেন যেটা প্রতি বছরে না দিয়ে প্রতি মাসে দিতে হয়।

এটা আমার কাছে অনেক ভালো লেগেছিল কারণ প্রতিবছর যখন আমাকে একটি মোটা অংকের টাকা গুনতে হতো তখন আমি ততটা কম্ফোর্টেবল ফিল করতাম না তাই মান্থলি পেমেন্ট একসেপ্ট করে এমন কোম্পানি খুজছিলাম আর মিলে গিয়েছিল itnuthosting.com

এরপর তাদের এই সার্ভিসটি সম্পর্কে আরও জানার জন্য আমি তাদের কাস্টমার সার্ভিসের ফোন দিলাম। ফোন ধরল এক বড় ভাই। তারপর সালাম দিয়ে বলল কিভাবে সাহায্য করতে পারি? তারপর আমি আমার বিস্তারিত বললাম এবং তিনি আমাকে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন দিয়ে সাহায্য করলেন।

তারপর আমি তাদের থেকে একটি সার্ভিস ক্রয় করলাম এবং আমার ওয়েবসাইটটি তৈরি করে ফেললাম। ওয়েবসাইটটি তৈরি করার পর যখন আমি আমার ওয়েবসাইটের স্প্রীড টেস্ট করলাম অর্থাৎ আমার ওয়েবসাইটটি কত সেকেন্ডের মধ্যে লোড হয় সেই পরীক্ষা করলাম এবং অবাক করা বিষয় হলো পরীক্ষার রেজাল্ট অনেক ভালো ছিল। এমন ভালো ছিল যে আমি যেটা কখনোই আশা করেছিলাম না!
itnuthosting.com এর সব থেকে ভালো যে দিকটি মনে হয় আমার থেকে সেটি হলো তাদের হোস্টিং সার্ভারের স্পিড অনেক বেশি অর্থাৎ আপনার ওয়েবসাইটটি খুব দ্রুতই লোড হবে।

এবার চলুন সংক্ষিপ্ত তে কিছু ভালো দিক বলা যাক যেই ভালো দিকগুলো Itnuthosting.com এর রয়েছে

1. প্রথম প্রথমত তারা যেই হোস্টিং প্যাকেজ প্রোভাইড করে সেই হোস্টিং সার্ভারের স্পিড অনেক হাই অর্থাৎ তাদের হোস্টিং সার্ভার অনেক ভালো অন্যদের তুলনায়
2. তাদের কাস্টমার সার্ভিস অত্যান্ত ফ্রেন্ডলি
3. যেকোনো সমস্যায় আপনি তাদের পাশে পাবেন
4. শুধুমাত্র ডোমেইন হোস্টিং কেনার ক্ষেত্রে না বরং আপনি যেকোন প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং সমস্যার সমাধান পাবেন ইনশাল্লাহ

এই কোম্পানি সম্পর্কে তো এতক্ষন ভালো দিকগুলো জানতে পারলেন এবার চলুন এই কোম্পানির যদি কোন খারাপ দিক থেকে থাকে সেগুলো বলা যাক,

আমার থেকে এই কোম্পানির কোন কিছুই খারাপ লাগেনি শুধুমাত্র একটি জিনিস সেটি হলো তাদের হোস্টিং প্রাইস একটু বেশি! এক্ষেত্রে বেশি হতেই পারে কারণ তাদের হোস্টিং সার্ভারটি অনেক ভালো অন্যদের তুলনায়। তাই আমার থেকে মনে হয় সবকিছু ঠিকই রয়েছে। তাছাড়া তাদের ডোমেইনের মুল্য অন্যদের তুলনায় অনেক কম।

এইতো এই ছিল এই কোম্পানি সম্পর্কে আমার অভিজ্ঞতা। বর্তমানে আমি তাদের একটি সার্ভিস ব্যবহার করছি এবং যথেষ্ট শান্তিতে আছি। তাই আশা করি আপনি যখন ডোমেইন-হোস্টিং কিনতে যাবেন তখন কোন ভুল বা খারাপ কোম্পানির ফাঁদে না করে আমার এই পোস্টটি পড়ার পর আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।

Level 2

আমি সাজিদুর রহমান। CEO & Co-Founder, DakPakhi LTD., Meherpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।

টেকনোলজি রিলেটেড যত কিছু এ পর্যন্ত শিখেছি চেষ্টা করে যাচ্ছি মানুষের মধ্যে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার। নিজের সম্পর্কে বলার মতো কিছু নেই তবুও একটা কিছু আছে বলে মনে হয় ! বর্তমানে লেখাপড়া করছি কম্পিউটার ডিপ্লোমায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস