আমি কেন Webhostbd থেকে ডোমেইন হোস্টিং কিনি?

webhostbd.com সম্পর্কে আমি আজ আলোচনা করব কেন আমি webhostbd.com থেকে ডোমেইন হোস্টিং কিনি? তো চলুন কেন আমি webhostbd.com থেকে ডোমেইন হোস্টিং কিনে এই সম্পর্কে জানার আগে আমার সম্পর্কে কিছু বলি।

আমি মূলত ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি দীর্ঘদিন যাবৎ। তাই আমার ডোমেইন হোস্টিং কেনার প্রয়োজন হয় আর আমার ডোমেইন হোস্টিং কেনা সবথেকে ভালো এবং সেরা বন্ধু হল webhostbd.com। এইতো পাঁচ মাস আগেও আমি আমার ওয়েব ডিজাইন এন্ড গ্রাফিক ডিজাইন কোম্পানির জন্য একটি ডোমেইন এবং হোস্টিং কিনলাম (Technodws IT Ltd.) মনে হয় আমার নিজের সম্পর্কে একটু বেশিই বলে ফেললাম! আচ্ছা যাই হোক!

তো চলুন বেশি বকবক না করে আমি কেন webhostbd.com থেকে ডোমেইন হোস্টিং কিনি সেই সম্পর্কে আপনাকে বলা যাক,

প্রথম যখন আমার ডোমেইন হোস্টিং কেনার প্রয়োজন পড়েছিল তখন আমি কিছুই বুঝলাম না যার কারণে কোন কোম্পানিতে ভালো এবং কোন কোম্পানিতে খারাপ কিছুই মাথার মধ্যে ঢুকতো না।

তাই আমি তখন যে কাজটি করেছিলাম সেটি হল বাংলাদেশের যতগুলো ডোমেইন হোস্টিং কোম্পানি আছে সেই কোম্পানিগুলোর সম্পর্কে লেখাপড়া করতে লাগলাম অর্থাৎ সেই কোম্পানিগুলো সম্পর্কে জানার চেষ্টা করতে লাগলাম।

কোম্পানিগুলো সম্পর্কে জানার বিভিন্ন সিস্টেম আমি ফলো করতে লাগলাম যেমন সেই কোম্পানির ইউটিউব চ্যানেল আছে কিনা, সেই কোম্পানির অফিস আছে কিনা, সেই কোম্পানির বয়স কত, সেই কোম্পানির কাস্টমার ফিডব্যাক কেমন ইত্যাদি। তাই দীর্ঘ গবেষণার পর আমি একটা মাত্র কোম্পানিকে পেলাম অবশ্য একটা না বেশ কয়েকটা কম্পানি পেলাম যারা ভালো সার্ভিস দিচ্ছে বাংলাদেশে তার মধ্যে আমার সবথেকে ভাল মনে হল webhostbd.com তাই তখন থেকেই webhostbd.com এর সাথে পথচলা শুরু।

এইভাবে আমি বেশ কয়েকটা ডোমেইন হোস্টিং সার্ভিস webhostbd.com থেকে নিয়ে ফেলি। প্রথমে আমি বুঝলাম না কিভাবে এই সার্ভিসটির জন্য আমি তাদের টাকা পে করব তাই তাদেরকে ফোন দিলাম যে ভাই আমি কিভাবে আপনাদেরকে এই সার্ভিসটির জন্য টাকা পাঠাবো তখন তারা আমার সাথে অনেক ভাল ব্যবহার করেছিল এবং যেটা সত্যিই আমার কাছে অনেক ভালো লেগেছিল।

তখন শুধুমাত্র একটি বিষয়ে জানার জন্য তাদেরকে ফোন করেছিলাম কিন্তু তাদেরকে ফোন কর করার পর অনেক বিষয় জানতে পেরেছিলাম যেগুলো আমার জানা ছিল না।

এভাবেই চলতে থাকলো কিছুদিন। কিন্তু হঠাৎ করে একদিন আমার ওয়েবসাইটে কিছু সমস্যা দেখা দিলো তাই আমি সাথে সাথে webhostbd.com এর কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করলাম এবং সেই সমস্যাটি মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যেই তার সমাধান করে দিল যেটা আমি সত্যিই তাদের থেকে আশা করেছিলাম!

এখনও অনেকগুলো কারণ আছে যে কারণগুলোর জন্য আমি webhostbd.com থেকে ডোমেইন হোস্টিং কিনি এবং আপনার মত মানুষদেরকে webhostbd.com থেকে ডোমেইন হোস্টিং কেনার পরামর্শ দিয়ে থাকি। তাই আপনি যদি স্বল্পমূল্যে সেরা সার্ভিস পেতে চান তাহলে এখনি এখানে ক্লিক করে webhostbd.com থেকে ডোমেইন হোস্টিং সার্ভিসটি গ্রহণ করুন।

আজকের পর্ব মূলত এই পর্যন্তই আশা করি সামনের পর্বে আবার আপনার সাথে দেখা হবে সে পর্যন্ত ভাল থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম,

Level 2

আমি সাজিদুর রহমান। CEO & Co-Founder, DakPakhi LTD., Meherpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।

টেকনোলজি রিলেটেড যত কিছু এ পর্যন্ত শিখেছি চেষ্টা করে যাচ্ছি মানুষের মধ্যে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার। নিজের সম্পর্কে বলার মতো কিছু নেই তবুও একটা কিছু আছে বলে মনে হয় ! বর্তমানে লেখাপড়া করছি কম্পিউটার ডিপ্লোমায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস