আশাকরি সবাই অনেক ভাল আছেন! আর ভালো থাকবে নি না বা কেন?
এর আগে আমিwebhostbd.com সম্পর্কে পুরো একটি রিভিউ টিউন দিয়েছিলাম আমার প্রোফাইলে আপনি চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন অথবা এখানে ক্লিক করে সেই পোষ্টটি পড়ে নিতে পারেন।
যাইহোক আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হলো আপনি কেন webhostbd.com থেকে ডোমেইন হোস্টিং কিনবেন অর্থাৎ আপনি কেন তাদের সার্ভিসটি নেবেন সেই সম্পর্কে, বেশি বকবক না করে শুরু করা যাক চলুন!
webhostbd.com থেকে ওয়েব হোস্টিং নেওয়ার অনেকগুলো কারণ রয়েছে যে কারণগুলো আমি আপনাকে এখন বলতে যাচ্ছি। এই কারণগুলোর মধ্যে সবথেকে বড় যে কারণটি সেটি হল তাদের কাস্টমার সার্ভিস এত ভালো যে আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না।
আপনি চাইলে তাদের সাথে যখন মন তখন ফোন দিয়ে কথা বলতে পারবেন, তাদের ওয়েবসাইটে গিয়ে লাইভ চ্যাটের মাধ্যমে তাদের সাথে কথা বলতে পারবেন, আবার আপনি চাইলে তাদের অফিসে গিয়ে তাদের সাথে যে কোন বিষয় নিয়ে কথা বলতে পারবেন। একটা কোম্পানির কাস্টমার সার্ভিস এজেন্ট এর সাথে কথা বলার জন্য হয়তো আপনার শিক্ষাগত কিছুটা হলেও যোগ্যতা লাগবে কিন্তু আমার যেটা মনে হয় আপনি যেই হোন না কেন webhostbd.com এর কাস্টমার এজেন্ট আপনার সাথে সম্পূর্ণ ফ্রেন্ডলি কথা বলবে। এই বিষয়টি আমার সবথেকে বেশি ভালো লেগেছে।
আরেকটি বিষয়ের কারণে আপনি webhostbd.com থেকে ডোমেইন হোস্টিং কিনতে কিছুটা হলেও বাধ্য হবেন সেটি হল বাংলাদেশের মধ্যে সবথেকে কম দামে ভালো ডোমেইন হোস্টিং সার্ভিস শুধুমাত্র webhostbd.com দিয়ে থাকে।
হয়তো আমার কথা আপনার বিশ্বাস হবে না। আপনি চাইলে ওয়েব হোস্টিং কোম্পানি সম্পর্কে বিশেষ করে বাংলাদেশের যত ওয়েব হোস্টিং কোম্পানি রয়েছে তাদের সম্পর্কে রিসার্চ করতে পারেন এবং আমি শিওর যে শেষ পর্যন্ত আপনার ফলাফল আপনার কাঙ্খিত চাহিদা মেটাবে না কারণ আমি অনেক রিসার্চ করার পর webhostbd.com থেকে সব থেকে ভালো সার্ভিস এবং অল্প দামে সবথেকে সেরা সার্ভিসটি পেয়েছি।
আবার হয়তো এমন হতে পারে আপনি বাংলাদেশে এমন অনেক কোম্পানি পাবেন যারা খুব কম মূল্যে ডোমেইন হোস্টিং আপনাকে দিয়ে থাকবে কিন্তু “ওস্তাদের ম্যার শেষ রাতে” এই কথাটি কখনো ভুলবেন না কারণ হয়তো তারা আপনাকে খুব অল্প মূল্যে ডোমেইন হোস্টিং সার্ভিস দেবে কিন্তু কিছুদিন পর আপনার ওয়েবসাইট হয়তো আর অনলাইন জগতেই থাকবে না। তখন কি করবেন?
তখন শুধু সেই ডোমেইন হোস্টিং কোম্পানিকে গালি দেওয়া ছাড়া আর কোন উপায় থাকবে না আর আপনার টাকা তো গেলই!
ডোমেইন হোস্টিং কেনার সময় আরেকটি বড় বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হল আপনি যে কোম্পানির থেকে হোস্টিং কিনবেন সেই কোম্পানির সার্ভার কোথায় অবস্থিত?
এখানে লক্ষণীয় বিষয় যে আপনার ওয়েবসাইটের ভিজিটর যদি USA বা কানাডার হয়ে থাকে তাহলে আপনার হোস্টিং সার্ভার অবশ্যই USA তে হওয়া উচিত কারন আপনার ভিজিটর যখন USA কানাডার হয় আর আপনার হোস্টিং সার্ভার যদি বাংলাদেশের হয় তাহলে USA থেকে আপনার ওয়েবসাইটি লোড হতে অনেক সময় নেবে যার কারণে হয়তো আপনার ভিজিটররা বিভ্রান্তিকর সমস্যার মধ্যে পড়তে পারে।
তাই অবশ্যই এটা লক্ষনীয় যে আপনি যখন কোন হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং কিনবেন তখন সেই কোম্পানি থেকে জেনে নেবে তাদের হোস্টিং সার্ভার ঠিক কোথায়।
Webhostbd.com এর হোস্টিং সার্ভার USA তে অবস্থিত যার কারণে আপনার ভিজিটর যদি ইউএসএ অথবা কানাডার হয়ে থাকে তাহলে কোন সমস্যা হবে না।
তাই আমি আশা করি আজকে আমি webhostbd.com থেকে হোস্টিং ডোমেইন হোস্টিং কেনার যতগুলো কারণ দেখালাম ওই কারণগুলো আপনার এটুকু বুঝতে সাহায্য করবে যে কেন Webhostbd.com থেকে ডোমেইন হোস্টিং কেনা উচিত!
আজকের পোস্টটি এই পর্যন্তই। আশা করি সামনের কোন টিউনে আবার আপনার সাথে দেখা হবে সে পর্যন্ত ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ!
আমি সাজিদুর রহমান। CEO & Co-Founder, DakPakhi LTD., Meherpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।
টেকনোলজি রিলেটেড যত কিছু এ পর্যন্ত শিখেছি চেষ্টা করে যাচ্ছি মানুষের মধ্যে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার। নিজের সম্পর্কে বলার মতো কিছু নেই তবুও একটা কিছু আছে বলে মনে হয় ! বর্তমানে লেখাপড়া করছি কম্পিউটার ডিপ্লোমায়।