আমরা কমবেশি যারা অনলাইনে কাজ করি অথবা ব্যবসা করি তাদের অবশ্যই একটি ওয়েবসাইট প্রয়োজন হয় আর একটিওয়েবসাইট তৈরি করতে হলে প্রথমত আমাদের প্রয়োজন হয় ডোমেইন এবং হোস্টিং তাই আপনি যদি কোন ভুলভাল বা কোন খারাপ কোম্পানি থেকে আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করার জন্য অথবা আপনার যেকোন ধরনের ওয়েবসাইট তৈরি করার জন্য কোন খারাপ কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং কেনেন তাহলে হয়তো শুধু অযথা টাকা খরচ ছাড়া আর কিছুই হবে না।
তাই অবশ্যই যখন ডোমেইন হোস্টিং কিনবেন তখন অনেকগুলো বিষয় বা চিন্তা মাথায় রাখবেন যে আপনি কোন কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং কিনেছেন, তাদের সার্ভিস কেমন, তারা কাস্টমার সার্ভিস কেমন দেয় ইত্যাদি। আজকে আমি যেই ডোমেইন হোস্টিং কোম্পানির রিভিউ দেব তার নাম হলো webhostbd.com হয়তো কমবেশি আপনারা এই কোম্পানির নামটি শুনে থাকবেন।
আমার webhostbd.com রিভিউ দেওয়ার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে সবথেকে বড় যে কারণটি সেটি হল আমি webhostbd.com এর একজন খাস খরিদ্দার বললেই চলে কারন আমি আমার প্রোজেক্টের জন্য অনেকগুলো ওয়েবসাইট তাদের হোস্টিংয়ে হোস্ট করেছি অর্থাৎ তাদের থেকে ডোমেইন-হোষ্টিং সবকিছুই কিনেছি তাই আমার থেকে মনে হল আপনাদের কেউ আপনাদের বিভিন্ন প্রজেক্ট এর জন্য ডোমেইন হোস্টিং কেনা লাগতে পারে তাই একটু সাহায্য করি।
আরেকটি বিষয় সেটি হলো বাংলাদেশে কিন্তু ডোমেইন হোস্টিং কোম্পানির অভাব নেই। বাংলাদেশে এখন অনেক ডোমেইন হোস্টিং কোম্পানি রয়েছে তাই অবশ্যই সতর্কতার সাথে আপনার প্রয়োজনীয় ডোমেইন-হোস্টিং সার্ভিসটি ভালো একটি কোম্পানি থেকে নিবেন। তা না হলে বুঝতেই তো পারছেন!
এবার চলুন আসল কথায় আমি কেন webhostbd.com কে ভালো বলি তার কারণগুলো আপনাকে জানাই। প্রথমত আমার তাদের যে বিষয়টি ভালো লেগেছে সেটি হলো তাদের কাস্টমার সার্ভিস। অন্য কোন সার্ভিস নেওয়ার পর কাস্টমার সার্ভিস গুরুত্বপূর্ণ না হলেও যখন আপনি কোন কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং কিনবেন তখন অবশ্যই আপনার ভাল কাস্টমার সার্ভিস প্রয়োজন আছে।
কারণ ওয়েব হোস্টিং সার্ভিসটি নেওয়ার পর আপনার ওয়েবসাইটে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন সার্ভার ডাউন, এসএসএল সার্টিফিকেট নিয়ে সমস্যা, ব্যান্ডউইথ সমস্যা ইত্যাদি। তাই আপনার ভাল কাস্টমার সার্ভিস প্রয়োজন আছে যাতে করে আপনি সবসময় তাদের থেকে সাপোর্ট পান।
webhostbd.com এর আরেকটি যে বিষয়টি আমার অনেক ভালো লেগেছে সেটি হলো তাদের ডোমেইন হোস্টিং এর মূল্য। আমার জানা মতে বাংলাদেশের সব থেকে কম রেট এবং ভালো সার্ভিস দিচ্ছে webhostbd.com
এখানে আরেকটি বিষয় না বললেই না সেটি হল যারা নতুন অনলাইন জগতে কাজ করতে আশাকরি তাই আপনি যদি বেশি টাকা দিয়ে ডোমেইন-হোস্টিং কিনতে যান তাহলে অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন এক্ষেত্রে কিন্তু webhostbd.com আপনাকে অনেক সাহায্য করবে কারণ তাদের হোস্টিং প্রাইস একদম কম বললেই চলে এবং পাশাপাশি ডোমেইন প্রাইস ও অনেক কম। আপনি চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন।
শেষ পর্যন্ত আমি webhostbd.com সম্পর্কে যেটি বলব সেটি হলো এক কথায় webhostbd.com অসাধারণ ডোমেইন হোস্টিং সার্ভিস দিয়ে থাকে কারণ আমি দীর্ঘ এক বছর ধরে তাদের সার্ভিসটি নিয়ে যাচ্ছি এবং যেকোন সমস্যার সময় তাদের পাশে পাচ্ছি যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। কারণ আপনি হয়তো দেখে থাকবেন এমন অনেক কোম্পানি আছে যারা সার্ভিস দেওয়ার পর আর কোন কাস্টমারদের খবর রাখে না কিন্তু webhostbd.com সবসময় আপনার খবর রাখবে এবং আপনার যেকোন সমস্যায় সবসময় পাশে থাকবে।
আজকের পোস্টটি এই পর্যন্তই। আশা করি সামনের কোন টিউনে আবার আপনার সাথে দেখা হবে সে পর্যন্ত ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ!
আমি সাজিদুর রহমান। CEO & Co-Founder, DakPakhi LTD., Meherpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।
টেকনোলজি রিলেটেড যত কিছু এ পর্যন্ত শিখেছি চেষ্টা করে যাচ্ছি মানুষের মধ্যে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার। নিজের সম্পর্কে বলার মতো কিছু নেই তবুও একটা কিছু আছে বলে মনে হয় ! বর্তমানে লেখাপড়া করছি কম্পিউটার ডিপ্লোমায়।