যে কোন ওয়েবসাইটের html, java script, css, php, jpeg...ইত্যাদি ফাইল দেখার প্রয়োজন হতে পারে। কোন ওয়েব সাইটের CSS ফাইলের কোড বা java script এর কোড আপনার দরকার হতে পরে।
সাইটে কোন কোন ফোল্ডার আছে? কোন ফোল্ডারে কি কি ফাইল আছে? কোন ফাইল কত কিলো/মেগা বাইট ? কোন ফাইল কত সময়ে রেস্পন্স করলো সবগুলো তথ্য পাবেন।
কোন সাইটের অনেক অংশই ডাউনলোড করতে পারবেন।
সাইটটি যে সব তথ্য দেয় তা এরকম
বেশি কথা বলব না। ভিজিট করুন http://tools.pingdom.com
tutorialbd.com এ কি কি ফাইল /ফোল্ডার আছে তা প্রদর্শিত হচ্ছে:
বি:দ্র: কারো সাইটের কোন তথ্য বিনাঅনুমোতিতে নিজের ব্যবহার অন্যায় । কপি রাইটের ব্যপার নেই এমন সাইট থেকে তথ্য পেতে, এবং জ্ঞান লাভ করতে http://tools.pingdom.com এই জুরি নাই।
আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub
ফাউল জিনিস।