কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন, আর কেনই বা ভাল থাকবেন না কেননা বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস কমিউনিটির এর সাথে যারা থাকে তারা সব সময়ই ভাল থাকে।
আপনি নিশ্চয়, Google Chrome অথবা Firefox ব্যবহার করে এই সাইটি দেখছেন। এই দুটি ব্রাউজার বানানো হয়েছে বিশেষ করে ওয়েব ব্রাউজিং এর জন্য এবং সত্যিই এই দুটি খুবই ভাল ওয়েব ব্রাউজ এর জন্য। শুধু ব্রাউজ করার জন্য না, এর মাধ্যমে আপনি কিছু ব্যাসিক কাজ করতে পারবেন, যেমনঃ ভিডিও স্টিমিং, সোর্স কোড দেখতে পারবেন, HTML, CSS কোড দেখতে পারবেন ইত্যাদি।
রেস্পন্সিভ ওয়েব সাইট তৈরি করা একটু কঠিন কাজ কিন্তু এই কঠিন কাজটি আপনার জন্য সহজ করে দিচ্ছে ছোট্ট একটি টুলস যার নাম “Sizzy ”। এটি একটি ব্রাউজার, যা বানানো হয়েছে ওয়েব সাইট এবং অ্যাপস তৈরি এবং টেস্ট করার জন্য। ডেভলপারস, ডিজাইনারস, যারা ওয়েব এ কাজ করেন তাদের জন্য। এবং এটির সব অপারেটিং সিস্টেম (উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স) সাপোর্ট করে। নিচের ভিডিও থেকে একটু সর্ট রিভিউ দেখে নিতে পারেন, ফলে আপনি অল্পতেই বুঝে যাবেন এই অসাধারণ টুলস সম্পর্কে।
আমি এর আগে Sizzy এর মত Polypane ডেভলপার জন্য তৈরি করা ব্রাউজার নিয়ে আলোচনা করেছি তা দেখতে এখানে ক্লিক করুন।
উপরে বর্ণিত ফিচার সমূহের বিস্তারিত, আমরা নিচের সেকশন থেকে জেনে নেই।
Sizzy ব্রাউজারে আপনি তিনটি আলাদা আলাদা ভিউতে দেখতে পারবেন, যেই ভিউ আপনার পছন্দ ঠিক সেই ভিউটি আপনি সিলেক্ট করুন। তিনটি ভিউ যথাক্রমেঃ ডিফল্ট, ফোকাস এবং হরাইযোন্টাল ভিউ, নিচে এর বিস্তারিত আলোচনা করা হল।
ডিফল্টঃ এই অপশনে আপনি সব কিছুই বড় বড় আকারে দেখতে পাবেন। এছাড়াও আপনি জুম এবং ডিভাইস ফিল্টার করতে পারবেন আপনার পছন্দ মত, যতক্ষন না আপনি পারফেক্ট ভিউ পাবেন।
ফোকাসঃ এই অপশন এর মাধ্যমে আপনারা যেকোন একটা ডিভাইসে ফোকাস করতে পারবেন। এছাড়াও আপনি কিবোর্ডের arrow কি বা নাম্বার কি প্রেস করে অন্যান্য ডিভাইসে সুইচ করতে পারবেন সহজেই।
হরাইযোন্টালঃ স্ক্রিনে থাকা সকল ডিভাইসগুলি হরাইযোন্টাল ভাবে স্ক্রোল করুন ফলে আপনি ভার্টিক্যালি সম্পুর্ন স্ক্রিনের সুবিধা ভোগ করতে পারবেন।
Sizzy ব্রাউজারের এই ফিচারের মাধ্যমে আপনি সকল ডিভাইস কে একত্রে স্ক্রোল করতে, ক্লিক করতে বা অন্য একটি ওয়েব সাইটে নেভিগেট করতে পারবেন, ফলে আপনাকে আর কষ্ট করে অন্যান্য ডিভাইস থেকে আলাদা আলাদা ভাবে স্ক্রোল বা ক্লিক করতে হবে না। নিচের ভিডিও দেখুন ক্লিয়ার ভাবে বুঝার জন্য।
Sizzy ব্রাউজারে আপনি আপনার ওয়েব সাইট বা অ্যাপ্লিকেশনের একটি নির্দিষ্ট বিভাগে কাজ করার সময় ফোকাস থাকুন। এজন্য আপনি যে ইলিমেন্ট সিলেক্ট করতে চান তা সিলেক্টরে লিখতে হবে এবং সমস্ত ডিভাইস আপনার সিলেক্ট করা ইলিমেন্টে স্ক্রোল করবে যদিও আপনি ওয়েব পেইজ রিফ্রেস করেন। নিচের ভিডিও দেখুন ক্লিয়ার ভাবে বুঝার জন্য।
Sizzy ব্রাউজারে আপনি আপনার ওয়েব সাইটের বিভিন্ন সেকশন বা হেডিং অনুসারে প্রতিটি ডিভাইস নেভিগেট করতে পারবেন সহজেই। আপনাকে কেবল ডিরেক্টশন সিলেক্ট করে দিতে হবে তাহলেই আপনার পছন্দমত নেভিগেট করা শুরু হয়ে যাবে। নিচের ভিডিও দেখুন ক্লিয়ার ভাবে বুঝার জন্য।
Sizzy ব্রাউজার একজন ডেভলপারের কতটা ভালো বন্ধু তা বলার অপেক্ষা রাখে না। যদি আপনার ডিভাইসে হট রিলোডিং অপশন অন করা থাকে তাহলে আপনি সহজেই সকল চেঞ্জ করা কোডিং এর লাইভ ভিউ সকল ডিভাইসেই দেখতে পারবেন। ফলে আপনাকে আর কষ্ট করে ওয়েব পেইজ রিফ্রেস করতে হবে না আর ম্যানুয়ালি প্রত্যেকটি ডিভাইস ও দেখতে হবে না। নিচের ভিডিও দেখুন ক্লিয়ার ভাবে বুঝার জন্য।
Sizzy ব্রাউজারে ক্রোমের ডেভ টুলস গুলি অ্যাড করা হয়েছে যাতে আপনি সহজেই আপনার ওয়েব সাইত পরীক্ষা করতে পারেন এবং কোনও ডিভাইসে কী চলছে তা দেখতে পারেন। নিচের ভিডিও দেখুন ক্লিয়ার ভাবে বুঝার জন্য।
Sizzy ব্রাউজারের মাধ্যমে আপনি একটি একটি করে সকল উইন্ডো একই সাথে দেখতে পারবেন, কেননা Sizzy ব্রাউজারে অন্তর্ভুক্ত করা হয়েছে ইউনিভার্সাল ইন্সপেক্ট ইলিমেন্ট ফলে এই অপশন এর মাধ্যমে আপনি সহজেই সকল ডিভাইস দেখতে পারবেন অনায়েসেই। নিচের ভিডিও দেখুন ক্লিয়ার ভাবে বুঝার জন্য।
Sizzy ব্রাউজারের মাধ্যমে আপনি চাইলে একটি একটি করে অথবা সব ডিভাইস একত্রে নেটওয়ার্ক ডিজেবল করতে পারবেন। ফলে আপনি আপনার অ্যাপটি অনলাইনে নেই এমন ব্যবহারকারীদের জন্য কাজ করে কিনা তা আপনি পরীক্ষা করতে পারবেন সহজেই। নিচের ভিডিও দেখুন ক্লিয়ার ভাবে বুঝার জন্য।
Sizzy ব্রাউজারে আপনি টাচ কার্সার ক্রিয়েট করতে পারবেন ফলে আপনি আপনার নেভিগেট করার অপশন গুলো সঠিক ভাবে কাজ করছে কিনা তা দেখতে পারবেন সহজেই। নিচের ভিডিও দেখুন ক্লিয়ার ভাবে বুঝার জন্য।
Sizzy ব্রাউজার কে নিজের মত করে তৈরি করতে পারবেন এই ফিচারের মাধ্যমে। যেমন Sizzy তে অ্যাড করা ডিভাইস গুলিকে আপনার পছন্দ মত অর্ডার করতে পারবেন, ক্লোন করতে পারবেন, ডিলিট করতে পারবেন এবং কাস্টম ভাবে তৈরি করতে পারবেন অনায়েসেই। নিচের ভিডিও দেখুন ক্লিয়ার ভাবে বুঝার জন্য।
যদি Sizzy ব্রাউজারের বিল্ট ইন ডিভাইসগুলি আপনার চাহিদা পূরণ করতে না পারে তবে আপনি আপনার পছন্দ মত কাস্টম ডিভাইস তৈরি করতে পারবেন যেমনঃ কাস্টম ডাইমেনশন, ইউজার আজেন্ট, টাচ সাপোর্ট, ইত্যাদি। নিচের ভিডিও দেখুন ক্লিয়ার ভাবে বুঝার জন্য।
Sizzy ব্রাউজারের এই ফিচারের মাধ্যমে আপনি সহজেই সকল ক্যাশে এবং কুকিজ ক্লিয়ার করতে পারবেন, বা সমস্ত ডিভাইসের জন্য ক্যাশে সম্পূর্ণভাবে ডিজেবল ও করতে পারবেন অনায়েসে। নিচের ভিডিও দেখুন ক্লিয়ার ভাবে বুঝার জন্য।
Sizzy ব্রাউজারের মাধ্যমে আপনি চাইলে বর্তমান ভিউ বা পুরো ডিভাইসের স্ক্রিনশট নিতে পারবেন। এছাড়াও স্ক্রিনে থাকা সকল ডিভাইসের স্ক্রিনশট আপনি একবারে নিতে পারবেন অনায়েসেই। নিচের স্ক্রিনশর্ট টি দেখুন ক্লিয়ার ভাবে বুঝার জন্য।
Sizzy ব্রাউজার যেহেতু ডেভলপারদের জন্য একটি আদর্শ ব্রাউজার, কেননা এতে রয়েছে অসংখ্য ডেভলপার ফ্রেন্ডলি ফিচার যার মাধ্যমে একজন ডেভলপার তার বেস্ট আউটপুট দিতে পারে অল্প সময়ে। Sizzy ব্রাউজার এর অনেক গুলো ভ্যারিয়েশন পাবেন, তা নিম্নে অল্প করে আলোচনা করা হল।
নিচ থেকে এক নজরে সমস্ত ভার্সন গুলি দেখে নেই।
Sizzy সফটওয়্যার অফিসিয়াল পেইজ থেকে ডাউনলোড করতে পারবেন। Sizzy সফটওয়্যার বর্তমানে উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেম এর জন্য পাওয়া যাচ্ছে। দূর্ভাগ্য হলেও সত্যি এই যে সফটওয়্যারটি কোন ফ্রি ট্রায়াল বা ফ্রি ভার্সন নেই। এটি যেহেতু প্রোফেশনালদের জন্য তৈরি করা তাই এরকম হয়ত। তবে ইউজার বাড়লে ওর ফ্রি ভার্সনও চলে আসতে পারে।
ডাউনলোড @ Sizzy অফিসিয়াল সাইট
Sizzy ব্রাউজার হচ্ছে এমন একটি ব্রাউজার, যেটার মাধ্যমে আপনি সকল ডিভাইস এবং ভিউপোর্টস মধ্য থেকে ওয়েব সাইট ডেভলপ এর জন্য এবং সকল ডিভাইস এর মধ্যে থেকে সর্বউত্তম ওভারভিউ আপনাকে প্রাদান করে থাকে। এবং এই ব্রাউজারের আছে বিল্ট ইন ফিচার যেমনঃ পার্ফেক্ট ভিউ সিলেক্ট করুন
সব উইন্ডো পার্ফেক্ট সিঙ্ক, যে কোনও ইলিমেন্টে স্ক্রোল করুন, পেইজ নেভিগেটর, একজন ডেভলপারের সেরা বন্ধু, ডেভ টুলস, ইউনিভার্সাল ইন্সপেক্ট ইলিমেন্ট, নেটওয়ার্ক ডেজেবল করুন, টাচ কার্সার, ডিভাইসগুলি অর্গানাইজ করুন, নতুন ডিভাইস যুক্ত করুন ইত্যাদি। এই সমস্ত ফিচার, আপনাকে আগের থেকে অনেক বেশি কাজ, অনেক দ্রুত শেষ করতে সাহায্য করে।
আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।
আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।
আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।
আজকের টিউনটি কেমন হলো তা টিউমেন্ট করে জানিয়ে দিন, তাছাড়াও যেকোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। টিউনটি জোস করুন, টিউমেন্ট করুন এবং শেয়ার করুন আর টেকটিউনস এর সাথেই থাকুন।
আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Great post