কিভাবে আপনার ব্যবসার জন্য ডিজাইন করবেন একটি দুর্দান্ত ওয়েবসাইট

বর্তমান যুগে ওয়েবসাইট থাকাটা প্রতিটি ব্যবসার জন্য একটি অপরিহার্য ব্যাপার হয়ে দাড়িয়েছে। স্টার্ট আপ থেকে শুরু করে মাল্টি ন্যাশনাল কোম্পানী, প্রতিটি ব্যবসার জন্য একটি কার্যকরী ওয়েবসাইট থাকাটা গুরুত্বপূর্ণ। আর সেই সাথে গুরুত্বপূর্ণ ওয়েবসাইটটি রেস্পন্সিভ এবং ইনোভেটিভ হওয়া। কেননা এর উপরই নির্ভর করে আপনার ওয়েবসাইটের কার্যকারিতা এবং ইউজার ফ্রেন্ডলিনেস। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কিছু টিপস যার মাধ্যমে আপনার ওয়েবসাইটি হয়ে উঠবে আপনার ব্যবসার একটি অপরিহার্য সঙ্গী।

প্রথমেই জেনে নিন ওয়েবসাইট ডিজাইনটি মূলত কি?

ওয়েব ডিজাইন বলতে মুলত একটি ওয়েবসাইটের বাহ্যিক অবয়ব তৈরী করাকে বুঝায়। ওয়েব ডিজাইন করা ওয়েবসাইটের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ। ওয়েব ডিজাইনের কাজের মধ্যে আসে ওয়েবসাইটের টেমপ্লেট তৈরি করা, কালার, লেআউট, অ্যালাইনমেন্ট ঠিক করা। ডিজাইনারের মুল কাজ হচ্ছে এগুলো, এখানে কোন ওয়েব এপ্লিকেশন থাকবেনা। ওয়েব এপ্লিকেশন তৈরী করা হয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে, এগুলো ওয়েব ডেভেলপারের কাজ। সুতরাং, কোনো রকম এপ্লিকেশন ছাড়া সাইট তৈরি করা বা ডিজাইন করাকে বলে, ওয়েব ডিজাইন। এধরনের ডিজাইনকে স্টাটিক ডিজাইন ও বলা হয়।

এখন জেনে নিন কিভাবে ডিজাইন করলে আপনি একটি অসাধারন ওয়েবসাইট পেতে পারেন।

কম্পিটিটর রিসার্চ:

ওয়েবসাইট ডিজাইন করার পূর্বে জেনে নিন আপনার কম্পিটিটররা কিভাবে তাদের ওয়েব সাইটটি ডিজাইন করেছে। তারা কি নতুন কিছু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে? আর যদি করে থাকে তাহলে তাতে তারা কত টুকু সফল হয়েছে। কোন বিষয় কে গুরুত্ব দিচ্ছে, কোন বিষয়কে না, সবকিছু ভালোমতো পর্যবেক্ষণ করুন। পর্যবেক্ষণ করা শেষে আপনার ব্যবসার প্ল্যানিং করা শুরু করুন। কোন স্ট্রাটেজি অবলম্বন করবেন, আর কোনটি না তা সঠিকভাবে বিবেচনা করুন। কিভাবে নিজেকে অন্যদের থেকে আলাদা ভাবে উপস্থাপন করবেন তা বিবেচনা করুন। আর বিশেষভাবে খেয়াল রাখুন আপনার ওয়েবসাইট পরিকল্পনা যেনো আপনার ব্যবসার লক্ষ্যের সাথে মিল রেখে হয়, অন্যথায় সব চেষ্টায় বৃথা যাবে।

মোক-আপ ডিজাইন:

মোক-আপ বা MOCKUP ডিজাইনকে শুদ্ধ বাংলা ভাষায় বলা হয় "খসড়া নকশা"। সুন্দরভাবে ওয়েবসাইট ডিজাইন পরিকল্পনা শেষে, আপনার পরিকল্পনাটা একটি সাদা কাগজে এঁকে ফেলুন। এতে করে আপনি বুঝতে পারবেন আপনার পরিকল্পনাটি কতটুকু সফল হয়েছে। কোনো কিছু বাদ পরে গেছে কিনা, বা ইনকমপ্লিট লাগছে কিনা তা এই ধাপেই নির্ধারণ করে ফেলুন। এর মাধ্যমে আপনি আপনার পরিকল্পনার একটি বাস্তব রূপ দেখতে পাবেন।

লেআউট:

Layout অথবা Template তৈরির কাজটি এই ধাপে শুরু করতে হবে। আপনার ওয়েবসাইটির লুক এবং ফিল কি হবে তা নির্ধারণ করতে আপনাকে লেআউট তৈরি করতে হবে। সতর্ক রাখুন, ওয়েবসাইট লেআউট যাতে আপনার ব্যবসার ভাবগাম্ভীর্য ধরে রাখে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওয়েব পেজগুলোর মধ্যে যেনো সামঞ্জস্য বজায় থাকে এবং এটি শুধু সামগ্রিক নকশাতেই নয়, রঙ এবং টাইপফেসগুলিতে এবং বিশেষ করে নেভিগেশনেও যেনো Consistency বজায় থাকে।

শুরু করুন ফ্রন্টপেজ দিয়ে :

ফ্রন্টপেজের ডিজাইনই নির্ধারণ করবে আপনার ওয়েবসাইটের ওভারঅল লুক কেমন হবে। ফ্রন্ট পেজের অবয়ব এবং কার্যকারিতা নিয়ে আগে কাজ শুরু করুন। একটা কথা আছে “dressed to impress”, যদি ফ্রন্ট পেজের ডিজাইন আপনার অডিয়েন্সদের ইম্প্রেস করে ফেলতে পারে, তাহলে বাকি পেজগুলো নিয়ে আপনাকে তেমন ভাবতে হবে না। তাই ডিজাইন, লেআউট শেষে একটি পরীক্ষা চালান অডিয়েন্সদের রিঅ্যাকশনের উপর। তারা কি ফ্রন্টপেজটির ডিজাইন পছন্দ করছে, নাকি জটিল হয়ে গিয়েছে? এসব ব্যাপারে অডিয়েন্সদের ফিডব্যাক নেওয়ার চেষ্টা করুন। পাশাপাশি আপনার সাইটের পেজের সাথে কম্পেটিটরের পেজের তুলনা করুন।

ন্যাভিগেশন:

ফ্রন্ট পেজের ডিজাইন নিয়ে পুরোপুরি খুশি হলে, ওয়েবসাইটের অন্যান্য পৃষ্ঠার ডিজাইন নিয়ে কাজ শুরু করুন। ওয়েবসাইটের প্রতিটি পেজের ফাংশনালিটি টেস্ট করুন, বিশেষ করে ন্যাভিগেশন এবং লিঙ্কগুলিতে বিশেষ মনোযোগ দিন, নিশ্চিত করুন যে, প্রতিটি পেইজ আপনি যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই কাজ করছে।

আপনি নিশ্চয় চান যে, আপনার সাইটে যে ভিজিট করবে সে অবিলম্বেই যেন আপনার ব্যবসা সম্পর্কে জানতে পারে। পাশাপাশি খুব সহজেই যেন আপনার পণ্য বা পরিষেবাদি সম্পর্কে জানতে, মূল্য খুঁজে পেতে, প্রতিনিধিদের সাথে যোগাযোগ করতে এবং ক্রয় করতে পারে। আর এর জন্য দরকার সহজ ও সাবলীল ন্যাভিগেশন। অন্যথায়, এটি আপনার ওয়েবসাইটের কার্যকারিতা আর ট্রাফিকের উপর বিরূপ প্রভাব ফেলবে।

Call to Action:

Call to Action হচ্ছে যার মাধ্যমে ভিজিটররা খুব সহজেই কোনো অ্যাকশন নিতে পারবে। এটির উপরই সাইটের কনভার্সন নির্ভর করে। তাই Call to Action বাটন সাইটের এমন স্থানে উপস্থাপন করা উচিত যেনো সেটি সহজেই ভিজিটরদের চোখে পরে।

খেয়াল রাখুন সাইটের লোড টাইমের উপর :

জবড়জং ডিজাইন করে সাইটের লোড টাইম বাড়াবেন না। আপনার সাইট লোড নিতে যদি এক সেকেন্ডেরও বেশী সময় নেয়, সেটি আপনার সাইটের বাউন্স রেট বাড়িয়ে দিবে। সুতরাং ডিজাইন এমন হওয়া উচিত যেটি আপনার সাইটের লোড টাইম কমায়।

হোয়াইট স্পেস:

White space বা সাদা অংশ হলো আপনার সাইটের নেগেটিভ অংশ। অর্থাৎ, কিছু কিছু অংশ খালি বা ফাঁকা রেখে ওয়েবসাইটে কনটেন্ট ইনপুট করা হয়। White space ওয়েবসাইটকে একটি ক্লিয়ার কাট লুক পেতে সহায়তা করে। তাই মনে রাখবেন, হোয়াইট স্পেস আপনার বন্ধু। মিনিমাল লুক পেতে এবং গুরুত্বপূর্ণ তথ্যের উপর দর্শকের মনোযোগ আনতে হোয়াইট স্পেস এর কোনো জুড়ি নেই।

অতঃপর, সবকিছু শেষে আরেকটি ফাইনাল টেস্ট চালান অডিয়েন্সদের উপর এবং তাদের মতামত জানুন। আর এরপর, আপনার ওয়েবসাইটিকে লাইভ করে দিন।

একটি দুর্দান্ত ওয়েবসাইট তৈরি করা এতো সহজ না। এটি অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ্য একটি প্রক্রিয়া। মনে রাখবেন, একদিনেই যেমন রোম নির্মিত হয়নি! তেমনি আপনি একদিনেই একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। আপনি চাইলে প্রথমে এক পেইজের একটি ওয়েবসাইট বানাতে পারেন। কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে যে, সেই একটি পৃষ্ঠা যেন এক-পৃষ্ঠার ওয়েবসাইটের কার্যকারিতা সরবরাহ করে বা আপনি যে তথ্যটি চান তা সরবরাহ করে। আর ওয়েবসাইট সম্পর্কিত যেকোনো তথ্য, পরার্মশ বা সাজেশন পেতে আপনি প্রফেশনালদের সাহায্য নিতে পারেন। বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন কোম্পানি ওয়েবসাইট সম্পর্কিত যেকোনো সমস্যা দূর করার জন্য ফ্রি কন্সাল্টেশন দিয়ে থাকে। ওয়েবসাইট সম্পর্কিত আরও কোনো কিছু জানতে হলে বা যেকোন আইটি সেবা পেতে, এখনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটে

আমরা আরও বিভিন্ন রকম সার্ভিস দিয়ে থাকি

আমাদের ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট সার্ভিস সম্পর্কে জানতে ভিজিট করুনঃ https://www.aplectrum.com/website-design-development-company-bangladesh/

আমাদের মোবাইল আপ্লিক্যাশন সার্ভিস সম্পর্কে জানতে ভিজিট করুনঃ https://www.aplectrum.com/mobile-apps-development-company-bangladesh/

আমাদের ওয়েব আপ্লিক্যাশন সার্ভিস সম্পর্কে জানতে ভিজিট করুনঃ https://www.aplectrum.com/web-application-development-company-bangladesh/

আমাদের এইচআর সফটওয়্যার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ https://www.aplectrum.com/hr-payroll-software-company-in-bangladesh/

একনজরে দেখে নিন বাংলাদেশের সেরা দশ ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি. https://www.aplectrum.com/best-website-development-company-in-bangladesh/

Level 1

আমি অ্যাপলেক্ট্রাম বাংলাদেশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

Aplectrum বাংলাদেশের সেরা ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট সার্ভিস প্রদান কারী একটি প্রতিষ্ঠান। আমরা ওয়েবসাইট ডিজাইন আর ডেভেলপমেন্ট সার্ভিসের সাথে জড়িত প্রায় ৫ বছর ধরে। আমরা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট ডিজাইন আর ডেভেলপমেন্ট সেবা প্রদান করে থাকি এবং আমাদের তৈরি করা ওয়েবসাইট ক্লায়েন্টদের ব্যবসার অভাবনীয় প্রসার আর বিস্তার ঘটাতে সহায়তা...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস