আকর্ষণীয় একটি SEO Friendly, Responsive and Ads Ready বাংলা Blogger Template শেয়ার করতে যাচ্ছি। আশা করছি এ টেপ্লেটটির ফিচার্সগুলি আপনার ব্লগিংয়ের সকল প্রয়োজন মিটিয়ে নিতে সমর্থ হবে। কাজের ব্যস্ততার কারনে ইচ্ছা থাকা সত্বেও অনেক দিন যাবৎ ব্লগিং হতে বিরত ছিলাম। আশা করছি এখন থেকে সবার সাথে নিয়মিত সময় দিতে পারব।
এই টেমপ্লেটিরও বাংলা এবং ইংরেজী দুটি ভার্সনই রয়েছে। আমরা আপতত শুধুমাত্র বাংলা ভার্সনটি পাবলিশ করব। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগক্রমে ইংলিশ ভার্সনটি নিতে পারবেন। নিচে আমরা এর বিশেষ কয়েকটি ফিচার্স নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে সবগুলি ফিচার্স সংক্ষেপে দেখব।
SEO
এই টেমপ্লেটটির সকল অংশ পরিপূর্ণভাবে সার্চ ইঞ্জিনের উপযোগী করে তৈরি করা হয়েছে। এটি ব্যবহার করলে টেমপ্লেটের কোন অংশ এসইও করার কথা ভাবতে হবে না।
Responsive Design
বর্তমান সময়ের সবচেয়ে বেশী ব্যবহৃত যত ধরনের ছোট বড় ডিভাইস রয়েছে, তার সবগুলির উপযোগী করে তৈরি করা হয়েছে। সেই জন্য টেমপ্লেটটি কম্পিউটার, ল্যাপটপ, টেবলেট এবং মোবাইল থেকে সহজে ভিজিট করে কনটেন্ট পড়া যাবে। বিশেষ করে মোবাইল থেকে স্লো গতির ইন্টারনেট ব্যবহারকারীরাও যাতে সহজে ভিজিট করতে পারে, সে জন্য এটিকে Highly Mobile Optimized করা হয়েছে। তাছাড়া এটির সকল উইজেটগুলি সব ধরনের ডিভাইসের সাথে সামাঞ্জস্য রেখে আলাদা ডিজাইন করা হয়েছে।
Advertisements Ready
যারা ব্লগে বিভিন্ন ধরনের বিজ্ঞাপণ ব্যবহার করেন কিংবা ভবিষ্যতে ব্যবহার করার কথা ভাবছেন, তারা এ টেমপ্লেটটি ব্যবহার করে বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন। কারণ টেমপ্লেটির Layout সহ বিভিন্ন জায়গাতে বিজ্ঞাপণ কোড বসানোর জন্য মাপমত জায়গা রাখা হয়েছে।
Fast Loading
এই টেমপ্লেটটির গুনাবলীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট হচ্ছে এটি সকল ধরনের ব্রাউজারে খুব দ্রুত লোড নেবে। কারণ এটিতে HTML5, CSS3, JavaScript সহ সকল ধরনের কোডগুলিকে Minify করে ব্যবহার করা হয়েছে। ফলে এটি আপনার ব্লগের লোড টাইমের উপর বাড়তী কোন প্রভাব না।
তাছাড়াও টেমপ্লেটটিতে আরো বিভিন্ন ধরনের উইজেট ও ডিজাইন যুক্ত করা আছে, যেগুলি বিস্তারিত বিশ্নেষন করার সম্ভব নয়। সে জন্য আমরা সংক্ষেপে ফিচার্সগুলি আপনাদের সামনে তুলে ধরছি।
Demo.https://bangla-blogz.blogspot.com/
Download.http://www.mediafire.com/file/10zss1uuyjizihm/Tips99+Blogger+Template.rar
ফেসবুকে আমি., https://www.facebook.com/MBRoman.bd
আমি মোহাম্মাদ রোমান। Editor, ASR Film Media, Rangpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Dounload link kaj kore na