জিতে নিন ৫০০০ টাকা ওয়েবসাইট বানিয়ে

আসসালামুয়ালাইকুম! সকলকে একটি শুভ দিনের শুভেচ্ছা। একটি ভালো বার্তা নিয়েই ব্লগটি লিখা। বার্তাটি হলো ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ এর একটি খ্যাতনাম ক্লাব হলো ডিআরএমসি আইটি ক্লাব। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি আমাদের এ ক্লাবটি ‘’DRMC International Tech Carnival-2019’’ নামে একটি ফেস্ট আয়োজন করতে যাচ্ছে। এতে আপনারা সকলে আমন্ত্রিত। ফেস্ট এ প্রধান অতিথি হিসেবে থাকবে  জুনায়েদ আহমেদ পলক স্যার (সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী(তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়) আমাদের ইভেন্ট পেজ এর লিঙ্কঃ

ফেইসবুক ইভেন্ট লিংক  এবং
ওয়েবসাইট লিঙ্ক

-ফেস্টটিতে একটি আকর্ষণীয় ইভেন্ট হচ্ছে ওয়েবসাইট প্রদর্শন। -

এতে অংশ নিয়ে আপনারা জিতে জেতে পারেন নগন ৫০০০ টাকা। নিচে এর যাবতীয় বিবরণ দেয়া হলঃ

*ওয়েবসাইট প্রদর্শন*

নিম্নলিখিত বিভাগের অংশগ্রহণকারীরা এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারে:
- নবীন (Novice)
- বিশেষজ্ঞ (Expert)

অনশগ্রহণের নিয়ামাবলি:

-এই অনুষ্ঠান ব্যক্তি দ্বারা অংশগ্রহণ করা হবে।
-স্পট নিবন্ধন এই ইভেন্টের জন্য প্রযোজ্য হবে।
-অংশগ্রহণকারীদের ইভেন্ট দিন তাদের প্রজেক্ট ওয়েবসাইট প্রদর্শন করতে হবে
-অংশগ্রহণকারীদের লিঙ্ক এবং তাদের ডকুমেন্টেশন ফাইল সংযুক্ত করতে হবে।

-

-অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম লিঙ্ক:

অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম লিংক

অনলাইন রেজিমেন্টের শেষ তারিখ: ০৪/0২/২০১৯

পেমেন্ট (শুধুমাত্র বিশেষজ্ঞ বিভাগের জন্য)

[বি.দ্র.: আপনি যদি বিশেষজ্ঞ (Expert) বিভাগ নির্বাচন করেন তবে আপনাকে এই ফর্মটির শেষ ধাপে অর্থ প্রদান সম্পূর্ণ করতে হবে। পেমেন্ট মেথড বিকাশ, রকেট এবং ডিবিবিএল কার্ড। Novice লিখলে, তারপরে পেমেন্ট পদক্ষেপটি বাদ দিন এবং আপনার ফর্ম জমা দিন। ]

প্রাইজ মানি হিসেবে থাকছে প্রথম পুরস্কার ৩০০০ টাকা আর ২য় পুরস্কার ২০০০ টাকা। সাথে থাকছে সার্টিফিকেট ও ক্রেস্ট।

আপনাকে অবশ্যই ওয়েবসাইট টি হোস্ট করাতে হবে এবং ৬ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে উপস্থিত থেকে এটি প্রদর্শন করাতে হবে।

আমাদের আরেকটি ইভেন্ট আছে তা হলো লাইভ ওয়েবসাইট ক্রিয়েটিং।

 

 

লাইভ ওয়েবসাইট ক্রিয়েটিংঃ

 

এটির জন্য আপনাকে ৫ তারিখ কলেজে থাকতে হবে ১১.৩০ এর দিক। ঠিক ১২ টায় ইভেন্ট টি শুরু হবে। আপনাকে কিছু জিনিস বলে দেওয়া হবে এবং তার উপর আপনাকে একটি ওয়েবসাইট বানিয়ে দেখাতে হবে। এটিতে কোনো রেজিস্ট্রেশন ফী নেই।

ধন্যবাদ

 

রেজিস্ট্রেশন লিংকঃ রেজিস্ট্রেশন লিংক

আরো যেকোনো তথ্যের জন্য  [email protected] এ মেইল করুন

Level New

আমি Rashidul islam Rifat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস