যদি নিজস্ব একটা ওয়েব সাইট থাকে, তবে কেমন হয়! মন্দ না-কিন্তু ওয়েব সাইট তৈরী করা তো ঝামেলার কোডি, ফোডিং কত কিছু লাগে আবার টাকাও লাগে। থাক লাগবে না। আপনি যদি এমন ভেবে থাকেন তবে এই যে ভাই আপনাকেই বলছি টাকা ছাড়াও ওয়েব সাইট বানানো যায়। আর কোডিং বা অন্যকোন ঝামেলা ছাড়াই ওয়েব সাইট বানানো যায় খুব সহজেই। তবে আসুন প্রথমে জেনে নেই ওয়েবসাইট কি?
ওয়েব-সাইটঃ আসলেই তো ওয়েব সাইট কি? কি করে এটা দিয়ে? ওয়াল্ড উয়াইড ওয়েব হল ওয়েব সাইট। আরো সহজ ভাষায় ওয়েব সাইট হল, একটি ডোমেইনের অধিনে একের অধীক ওয়েবপেইজের সমষ্টিকে ওয়েব-সাইট বলে। দুই ধরনের ওয়েব সাইট তৈরী করা যায়-
স্ট্যাটিক ওয়েবসাইটঃ যে ওয়েব-সাইট চালু করার পর আপনি ওয়েব ডাটার মান কোনরকম পরিবর্তন করতে পারবেন না তাকেই স্ট্যাটিক ওয়েব-সাইট বলে
ডায়নামিক ওয়েবসাইটঃ ডোমেইন-ওয়েব সাইট হল স্ট্যাটিক ওয়েব সাইটের বিপরীত। তার মানে যে ওয়েব সাইট চালু করার পর ডাটার মান পরিবর্তন করা যায় তাকে ডায়নামিক ওয়েব-সাইট বলে।
ওয়েব সাইট তৈরী করার নিয়মঃ নিচে ওয়েব সাইট চালু করার কয়েকটি সহজ নিয়ম দেওয়া হল-
আজ এই পর্যন্তই। পরবর্তীতে আলোচনা করব ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কিভাবে একটি ওয়েবসাইট বানানো যায়।
আমি বুশরা হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://phonebook.tk/www/web/top.aspx?url=Free-Internet