শুরু করুন আপনার নিজের ওয়েব ডেভেলপমেন্ট এবং হোস্টিং বিজনেস!

যারা নিজের একটি হোস্টিং ব্যবসা শুরু করতে চান তাদের অনেকেই আছে যারা মূলত ব্যবসা শিখতে কিংবা আইসিটি ইন্ডাস্ট্রিতে পা রাখতেই রিসেলার হোস্টিং থেকে শুরু করেন। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই প্রকৃত প্রশিক্ষণ কিংবা কিক স্টার্টিং সহযোগিত পান না। আমি পার্সনালি সেই চিন্তা থেকে একটা.com ডোমেইন সহ ওয়েবসাইট তৈরি করে দেয়ার চিন্তা করছি। এটি হোস্টিং সেল করার জন্য আপনার বেশ কাজে আসবে। সাথে সাইট ও ব্যবসার প্রমোশনের জন্য ১০ ডলার সমমাণের ফেসবুক বুস্টিং ক্রেডিট। অর্থাৎ, শুরু করার জন্য সুন্দর একটি সাপোর্ট প্যাকেজ পাচ্ছেন বছরে মাত্র ৭, ৯০০/- টাকায়!

দু'টি প্রজেক্ট কমপ্লিট করে এখন একটু রিল্যাক্সড সময় পার করছি। তাই আগামী কয়েকদিন অবকাশে আছি। এর মধ্যে কেউ যদি রিসেলার হোস্টিং নিতে চান, তাকে/তাদের দিনব্যপি ওয়েবসাইট, হোস্টিং এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ক ফ্রি প্রশিক্ষণ দেয়া হবে। অর্থাৎ, সব দিক থেকেই পার্ফেক্ট একটি সুযোগ। এছাড়াও আমাদের ডেভেলপামেন্ট সার্ভিসের আওতায় আপনি চাইলে নিজেও আপনার ক্লায়েন্টদেরকে ওয়েব ডেভেলপমেন্ট অফার করতে পারেন। সেক্ষেত্রে আমরা প্রজেক্ট অনুযায়ী আলোচনা সাপেক্ষে হোলসেল প্রাইস অফার করতে পারব।

শুরুতে আমার সম্পর্কে জেনে নিতে চাইলে আমার ভিডিও গুলো দেখতে পারেনঃ https://youtube.com/walibd1

আরো কিছু জানতে চাইলে কিংবা আমার অফার ইন্টেরেস্টিং মনে হলে আমাকে ইনবক্সে মেসেজ পাঠানঃ https://m.me/walibd1

বিস্তারিতঃ http://walibd.com/reseller

Level 3

আমি ওয়ালিউর রহমান। Founder & CEO, WaliBD, Uttara। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একাডেমিকভাবে একজন এ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। তবে ওয়েব ডেভেলপমেন্ট থেকেই উপার্জনের হাতেখড়ি। এ ব্যাবসায় জড়িত আছি সেই ২০০৮ সাল থেকে। এখনো আছি...। নিজ প্রতিষ্ঠান WaliBD.Com এর মাধ্যমে তাই চেষ্টা করছি ডিফরেন্ট কিছু করবার। যে কোন ধরনের ওয়েবসাইট তৈরির জন্য যোগাযোগ করুন: ০১৯৪৬-৩৬৬৪৪৮


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস