বর্তমানে যে কোন ব্যবসয়ী তার ব্যবসায়ের জন্য একটি ওয়েবসাইট তৈরি করার কথা চিন্তা করেন। আর এই ওয়েবসাইট তৈরি করতে প্রথমে প্রয়োজন একটি ডোমেইন এবং হোস্টিং। এই জন্য ডোমেইন হোস্টিং এর ব্যবসা দিন দিন বাংলাদেশে জনপ্রিয় হচ্ছে। আর যারা স্বল্প পুঁজিতে এই ব্যবসা শুরু করতে চান তাদের জন্যই আজকের এই আর্টিকেল।
রিসেলার হোস্টিং ব্যবসা করার জন্য আপনার অবশ্যই ডোমেইন হোস্টিং বিষয়ে পরিষ্কার ধারনা থাকতে হবে। ডোমেইন কি? হোস্টিং কি? সার্ভার কি? সার্ভার কি ভাবে কাজ করে? ভিপিএস সার্ভার কি? ক্লাউড হোস্টিং কি ইত্যাদি। আপনি কম্পিউটার চালাতে পারেন। শুধু কম্পিউটার পারেন এটা হলেই ডোমেইন হোস্টিং ব্যবসা করার কথা চিন্তা না করাই ভালো।
বিভিন্ন হোস্টিং কোম্পানির নাম গুলো দেখে নিজের পছন্দমত একটি নাম ঠিক করুন। আপনার পছন্দ মত নাম খুঁজে না পেলে shopify এ নাম জেনারেট করা যায় এটার সাহায্য নিতে পারেন। একটা ছোট বিষয় মাথায় রাখবেন তা হচ্ছে নামটা অবশ্যই ডোমেইন হোস্টিং ব্যবসায়ের সাথে যায় সেটা দেখে নাম ঠিক করবেন।
ডোমেইন নাম খালি হলে আমরা যাবো এন হোস্টি বিডি এর রিসেলার হোস্টিং পেইজে। এই পেইজ থেকে প্রথম যে প্যাকেজটা রয়েছে PERSONAL RESELLER সেটা অর্ডার করবো। প্রথম প্যাকেজটা নেয়ার একমাত্র কারোন আমরা শুরুতেই বলেছি আমাদের স্বল্প পুঁজি। এখানের প্যাকেজ গুলো ত্রৈমাসিক হারে বিলিং করা হয়। তাই আপনার একসাথে বেশি টাকা গচ্ছা যাবে না। এই দিক থেকে একটা বার্তি সুযোগ পাচ্ছেন। এছাড়া প্রতিটা প্যাকেজ আপগ্রেড করার সুবিধা আছে। হোস্টিং আপগ্রেড আপনি আপনার সুবিধা মত যখন খুশি তখন করতে পারবেন। যখন আপনার দরকার হবে। হোস্টিং রিসেলার এবং ডোমেইন দু'টাই এখানে একসাথে অর্ডার দিয়ে দিবেন।
ডোমেইন হোস্টিং অর্ডার করার পর আপনাকে ডোমেইন রিসেলার এর জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দিবে এন হোস্টি বিডি। তারা আপনাকে দিবে একটি ডোমেইন রিসেলার, হোস্টিং রিসেলার একাউন্ট। ডোমেইন রিসেলার থেকে ডোমেইন সেল করবেন। আর এই ডোমেইন গুলো সেল করার জন্য প্রথমেই কিছু ফান্ড এড করে রাখতে হয়। সর্বন্মিন $50 এড করে নিবেন।
এই প্যানেল থেকে হোস্টিং গুলো ভাগ ভাগ করে বিক্রি করতে পারবেন। ক্লাইন্টের সি-প্যানেল এর তথ্য, প্রোডাক্ট তৈরি করা সব এখান থেকে করবেন।
ডোমেইন এবং হোস্টিং কেনা হয়ে গেলে সুন্দর করে একটি ওয়েবসাইট তৈরি করবেন। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে অনেক থিম পাবেন যেগুলো দিয়ে খুব সহযে হোস্টিং ব্যবসা পরিচালনা করা যায়। সেগুলো একটা কিনে নিবেন।
এই সফটওয়্যার এর মাধ্যমে খুব সহজে ক্লাইন্টদের বিলিং, সি-প্যানেল একসেস, ডোমেইন একসেস, মেইলেই করতে পারবেন। Plus নামে প্রথম যে প্যাকেজ টা আছে সেটা নিয়ে প্রথমে শুরু করতে পারবেন। সফটওয়্যারটি সেটআপ করতে এখানে ক্লিক করুন।
সব কিছু ঠিক করার পর আপনার ব্যাবসায়েল প্রচার প্রচারনা শুরু করবেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেইসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি।
এই ব্যবসা করতে আপনার প্রাথমিক মূলধন ১০, ০০০/- থেকে ১৫, ০০০/- হলেই হবে। পরিচালনা ঠিক করে করতে পারলে এই ব্যবসা করে মাসে ৫, ০০০/- হাজার টাকা থেকে শুরু করে ৫০, ০০০/- হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব।
আমি মুজাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার পণ্য ও সেবার ডিজিটাল মার্কেটিং করুন টেকটিউনসের সুবিশাল ৪ কোটি এর সৌশল নেটওয়ার্কে।
টেকটিউনসে ডিজিটাল মার্কেটিং করুন ১০ ধরনের এডভার্টাইজমেন্ট অপশনের মাধ্যমে। দারুন Competitive প্রাইজে আপনার পণ্য, সেবা ও ব্র্যান্ডের বিজ্ঞাপণ দিন আর পান ৩০০% এর ও বেশি রেসপন্স।
20 August 2018 এর আগে অর্ডার করলে পাচ্ছেন ২০০০ টাকা বোনাস + ফ্রি ব্যানার ডিজাইন + ফ্রি ডিজিটাল মার্কেটিং কনসাল্টেশন।
টেকটিউনসে বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন