ফিরে আসা যার জন্য

আসালামু আলাইকুম। সকলে কেমন আছেন। আমি আলহামদুল্লিলাহ ভালোই আছি। তো টাইটেল দেখে মনে হতে পারে আবার কার জন্য ফিরে আসা। বিষয়টা এক্ষুনি ক্লিয়ার করে দিচ্ছি।

ফিরে আসার গল্প

আমি এর আগে টেকটিউনস এই কিছু লিখা লিখি মানে টিউটোরিয়াল শুরু করে ছিলাম যা মোটা মুটি পড়া হয়েছে বা বলতে পারেন এখনো পড়ছে। কিন্তু দূর ভাগ্য বসত আমি সিরিজ গুলো সম্পূর্ণ করতে পারিনি। ব্যক্তিগত ইস্যু এবং ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনায় ডুবে ছিলাম। কিন্তু আজ একটা নোটিফিকেশন এবং মেসেজ পেলাম ফেসবুকে যে, আমি টিউটোরিয়াল গুলো তো শেষ করি নি কিন্তু কিছু বড় ভাই মিলে আমি যতটুকু দেখিয়েছি তার উপর বেসিস করে তারা কিছু দূর এগিয়েছে। তো আমাকে এই মেসেজ দেওয়ার পেছনে কারণ জানতে চাইলে উত্তর পাই, এখন এসটিএমল এবং সিএসএস তারা মোটা মুটি শেষ করেছে। এছাড়াও বেশ কয়েক জনের মেসেজ পেয়েছি তখন এবং এখন পাচ্ছি যে ওয়েব ডিজাইনিং এর কোর্সটা সম্পূর্ণ করার জন্য। যে কয়জন আমার সাথে ফেসবুকে যোগাযোগ করেছিল তারা আমার কাছে অনলাইন হোক বা অফলাইন হোক কোর্স করতে চায়।

তাদের এমন মন্তব্য আমাকে ভাবিয়ে তুলেছে এবং নিজেকে গালি দিতে ইচ্ছে হয়েছে এবং দিয়েও দিয়েছি। ভাবিয়েছে এইজন্য যে, আমি কিছু একটা শুরু করেছিলাম কিন্তু শেষ করিনি, যার ফলে কতগুলো মানুষের প্রত্যাশা নষ্ট করেছি। তাই তাদের বললাম না, আমি পার্সনালি করাব না। যা শুরু করেছিলাম তা শেষ করব। এতে করে তোমাদেরও উপকার হবে এবং যারা শিখতে চাইছে তারাও নিরাশ হবে না। তো আমি সিদ্ধান্ত নিলাম আজ থেকে আমি আবার টিউটোরিয়াল সিরিজটা শেষ করব নতুন রুপে। নতুন রুপে বলছি এই কারণে, আমি টিউটোরিয়ালটি শুরু করব jQuery থেকে।

এইজন্যই আজ থেকে আমি আমার টাইম সিডিউল চেঞ্জ করেছি। যার মধ্যে ২ ঘণ্টা বরাদ্দ হয়েছে টেকটিউনস এর টিউটোরিয়াল এর জন্য।

::: আপনাদের সকলকে যানাই প্রীতি ও শুভেচ্ছা jQuery Fundamental for Web Designing :::

Level 2

আমি মোহাম্মদ রিয়াদ। Front-end Designer and WP Developer, Soft Bucket, Chattogram। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস