সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার প্রথম CSS নিয়ে ধারাবাহিক টিউন। আমার ইচ্ছে ছিল HTML নিয়ে টিউন করার। কিন্তু টেকটিউনস ঘাটলে দেখা যাবে যে HTML এর উপর টিউন এর অভাব নেই। তাই ভাবলাম CSS নিয়েই টিউন করি। যদিও আমার নিজেরও CSS এর উপর খুব একটা দখল নেই। বাট, যেটুকু জানি সেটুকু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি জানি এখানে বড় বড় প্রোগ্রামার আছেন। যদি কোনো টিউন এ ভুল হয় প্লীজ ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো। তো চলুন শুরু করা যাকঃ
শুরুতে বলে রাখা ভালঃ CSS শিখতে হলে প্রথমে আপনাকে HTML জানতে হবে। নয়তো একটু ঝামেলায় পড়বেন।
(আর একটা কথা আমার এই ধারাবাহিক টিউনটা শুরু করার পেছনে একজনের অবদান আছে। যার কথা আমি আপনাদের সবাইকে পরে একদিন বলবো।)
CSS অর্থ হচ্ছে Cascading Style Sheets। এটি ওয়েব ডিজাইনের একটি জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ।
CSS দ্বারা মূলত আপনার ওয়েবসাইটকে আরও সুন্দর ও আকর্ষনীয় করা যায়। ধরুন, আপনি HTML দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করলেন। এখন আপনি চাইলে CSS ব্যবহার করে আপনার HTML পেজটিকেই আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন। কিংবা, আপনি চাইলে কিছু কোড পরিবর্তন করে সম্পূর্ণ এইচটিএমএল পেজটিকেই CSS এ নতুন রূপে সাজাতে পারবেন।
আজ আর লিখছি না। আগামী টিউন থেকে আমরা সিএসএস শেখা শুরু করবো।
সবাইকে ধন্যবাদ।
আমি অচেনা বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a simple Man.
শুরু করছেন খুব ভালো করছেন। অনেকেই শিখতে চায়। আসা করি সবাইকে কিছু শিখানোর চেষ্টা করবেন। আর আপনি যেন সব কিছু সুন্দর ভাবে লিখতে পারেন তার জন্য শুভ কামনা। ধন্যবাদ।