CSS শিখুন [পর্ব-১]

সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার প্রথম CSS নিয়ে ধারাবাহিক টিউন। আমার ইচ্ছে ছিল HTML নিয়ে টিউন করার। কিন্তু টেকটিউনস ঘাটলে দেখা যাবে যে HTML এর উপর টিউন এর অভাব নেই। তাই ভাবলাম CSS নিয়েই টিউন করি। যদিও আমার নিজেরও CSS এর উপর খুব একটা দখল নেই। বাট, যেটুকু জানি সেটুকু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি জানি এখানে বড় বড় প্রোগ্রামার আছেন। যদি কোনো টিউন এ ভুল হয় প্লীজ ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো। তো চলুন শুরু করা যাকঃ
শুরুতে বলে রাখা ভালঃ CSS শিখতে হলে প্রথমে আপনাকে HTML জানতে হবে। নয়তো একটু ঝামেলায় পড়বেন।
(আর একটা কথা আমার এই ধারাবাহিক টিউনটা শুরু করার পেছনে একজনের অবদান আছে। যার কথা আমি আপনাদের সবাইকে পরে একদিন বলবো।)

CSS কি?

CSS অর্থ হচ্ছে Cascading Style Sheets। এটি ওয়েব ডিজাইনের একটি জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ।

CSS এর কাজ কি?

CSS দ্বারা মূলত আপনার ওয়েবসাইটকে আরও সুন্দর ও আকর্ষনীয় করা যায়। ধরুন, আপনি HTML দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করলেন। এখন আপনি চাইলে CSS ব্যবহার করে আপনার HTML পেজটিকেই আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন। কিংবা, আপনি চাইলে কিছু কোড পরিবর্তন করে সম্পূর্ণ এইচটিএমএল পেজটিকেই CSS এ নতুন রূপে সাজাতে পারবেন।

আজ আর লিখছি না। আগামী টিউন থেকে আমরা সিএসএস শেখা শুরু করবো।
সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি অচেনা বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a simple Man.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শুরু করছেন খুব ভালো করছেন। অনেকেই শিখতে চায়। আসা করি সবাইকে কিছু শিখানোর চেষ্টা করবেন। আর আপনি যেন সব কিছু সুন্দর ভাবে লিখতে পারেন তার জন্য শুভ কামনা। ধন্যবাদ।

    অনেক ধন্যবাদ জাকির ভাই। আপনার মতো একজন কোয়ালিটি টিউনারের মন্তব্য পেয়ে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। আপনাকে আমার খুবই ভালো লাগে। সেই মিটআপ এ দেখার পর থেকেই। আশা করি আমার ভুল গুলো ধরিয়ে দিবেন। অনেক অনেক ধন্যবাদ।

খুব ভালো আকাশ ভাই।
টিটি-র কাছে আবেদনঃ
CSS এর ব্যানার লাগানো হোক।

    ধন্যবাদ, রুবেল অরিয়ন ভাই। আপনাদের সহযোগিতাই আমার পথ চলার পাথেয় হবে।

অনেক ভাল একটা কাজে হাত দিয়েছেন।আশাকরি নিয়মিত লিখবেন যাতে আমাদের যাদের শেখার ইচ্ছা আছে তার যেন সহজভাবে শিখতে পারি।তবে কিছু কথা মনে রেখে টিউন করলে সবচেয়ে ভাল হয়।যেমন, কোন পর্ব লেখার সময় পুরোপুরি সম্পুর্নভাবে লিখবেন তাতে সময় লাগুক না কেন।এখানে কিছু লিখে বাকীটুকু অন্য জায়গার লিঙ্ক না দিলে সবচেয়ে ভাল হয়।কিছু সিরিজ টিউন দেখলে দেখবেন যে, কিছু লিখে কোন একটা বই এর নাম দিয়ে বাকীটুকু ওখান থেকে পড়ার পরামর্শ দেয়া হয়েছে বা কিছু ভিডিও টিউটোরিয়াল এর ইউটিউব লিঙ্ক দিয়ে দেয়া হয়েছে।যদি কোড এখানে শো না করে তাহলে প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে দিলে সবচেয়ে খুশী হব।হেল্পফুল সাইটের ঠিকানা দিবেন যাতে কোনো সমস্যায় পড়লে ওগুলো থেকে দেখে নিতে পারি।হয়তো এগুলা করতে আপনার কষ্ট হবে তবুও চেষ্টা করবেন সময় নিয়ে ভালভাবে লেখার।আমার সিরিজ টিউনগুলো থেকেও ঘুরে আসতে পারেন পোস্ট সাজানোর ব্যাপারে আইডিয়া নেয়ার জন্য।—ধন্যবাদ।

    নিশাচর নাইম ভাই, আপনার সাথে কি পূর্বজন্মে আমার কোন বন্ধুত্ব ছিল? নয়তো আমার প্রতিটি কাজে আপনি নিজের মতো আমাকে সাহায্য করবেন কেন? আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনি আমার জন্যে অনেক করেছেন। যা আপনি নিজেও হয়তো জানেন না। যেমনঃ
    ১. আপনিই প্রথম আমাকে পরামর্শ দিয়েছিলেন ই-বুক নিয়ে আমি যে সাইটটা Ucoz এ করেছি, সেটা যদি ব্লগস্পট এ করি তবে আমার অনেক সুবিধা হবে। আপনার পরামর্শ অনুযায়ীই আমি ব্লগস্পট এ সাইটটা কনভার্ট করেছি। আর তার পেছনে সাহায্য করেছে ব্লগস্পট নিয়ে করা আপনার টিউনগুলো।
    ২. আপনিই আমাকে টিউন করার পেছনে অনেক সাহায্য করেছেন। কিভাবে টিউন করলে তা ফুটে উঠবে? একটা টিউনের প্রাণ কি? কিভাবে টিউন জনপ্রিয় করা যায়? কিভাবে টিউন করলে পাঠকদের বুঝতে সমস্যা হবে না ইত্যাদি ইত্যাদি। তাই যতদিন বেঁচে থাকবো আপনার কথা ভুলবো না। আপনাকে আমার অন্তরের অন্তস্থল থেকে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা। দোয়া করবেন আপনার দেয়া inspiration নিয়ে আমি যেনো ঠিকমতো টিউন করে যেতে পারি।

Level 0

bhai apner tune ke welcome

আমি নিশাচর নাইম ভাইয়ের সাথে একমত পোষন করছি।

Level 0

css নিয়ে ধারাবাহিকভাবে টিউন শুরু করার জন্য ধন্যবাদ।আমারও ইচ্ছা ছিল HTML,CSS এবং PHP নিয়ে ধারাবাহিভাবে যেখানে বেসিক থেকে এডভান্স লেভেল পর্যন্ত টিউন করার কিন্তু সময়ের অভাবে করা হয়ে উঠেনি।শুরু করেছেন,ধন্যবাদ।প্রয়োজনে help করব। 🙂

Thank you for discuss about CSS

Thank yoy to share information about CSS>>>>