আপনার ব্লগ অথবা ওয়েবসাইটের জন্য সেরা ৪ টি আবহাওয়া Widgets.

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। টেকটিউনস-এ এটা আমার প্রথম লেখা। ভুল-ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল।

যারা ব্লগিং এ নিয়মিত এবং যারা ওয়েব ডেভেলাপার তারা নিশ্চই widgets এর সাথে অনেক আগে থেকেই পরিচিত। ওয়েবসাইট/ব্লগকে আকর্ষণীয় এবং visitor দের প্রয়োজনীয়তা মেটাতে widgets ব্যাবহার দিন দিন বেড়েই চলছে। আবহাওয়ার widgets ব্যাবহারের সুবিধার্থে ব্লগার/ডেভেলাপারদের জন্য ৪ টি বহুল ব্যাবহৃত widgets সম্পর্কে আলোচনা করা হল:

AccuWeather:

AccuWeather-এ সম্পূর্ণ আবহাওয়া তথ্য নিয়ে ব্লগ, মাইস্পেস এবং ওয়েবসাইটের জন্য সাজানো হয়েছে।রেজিষ্টেশন এর প্রয়োজন হয়না, খুব সহজেই আপনার শহর, ইউনিট এবং ভাষা সিলেক্ট করে আপনার মনের মত widget পেয়ে যাবেন এখানে। এর ওয়েব এড্রেস হল: http://www.accuweather.com

WeatherBug:

এই widget টি দেখতে সুন্দর এবং এটি ৬ ধরণের সাইজে পাওয়া যায়। কিন্তু এতে রেজিষ্ট্রেশন করা বাধ্যতামূলক। ওয়েব এড্রেস: http://weather.weatherbug.com

The Weather Channel

এটি আগের দুটির মতই। কিন্তু এতে কিছু বাড়তি বৈশিষ্ট্য রয়েছে, নিজের পছন্দ অনুসারে লে-আউট ও থীম চয়েস করা যায়। এর ওয়েব এড্রেস: http://www.weather.com/services/oap/weather-widgets.html

Weather Forecast Map


এটি অন্যগুলোর তুলনায় ভিন্ন। পূর্বের কয়েকদিনের আবহাওয়ার তথ্য-ও widget এ দেখা যায়।এটির ডিজাইন-ও আকর্ষণীয়। এর ওয়েব এড্রেস: http://www.weatherforecastmap.com/getwidget.phtml

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি মোশারফ হোসেন জিটু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অসংখ্য ধন্যবাদ ।

Level 0

খুবই ভালো লাগলো। আপনার থেকে এরকম আরো অনেক টিউন আশা করতে পারি আমার।

    আপনাদের ভালো লাগার জন্যই আমার এই প্রচেষ্টা। চেষ্টা করবো এ রকম টিউন দিতে। 🙂