বানিয়ে ফেলুন নিজের একটা কুপন ওয়েবসাইট এবং মাসে মাসে অনেক টাকা আর্ন করুন

আমরা সাধারণত এখন যেকোন কিছু অনলাইন থেকে কিনে থাকি। এই ট্রেন্ডটা আমাদের দেশে রিসেন্ট হইলেও বাহিরের দেশে অনেক আগে থেকেই চলে আসছে। বেশ কিছু জায়ান্ট ইকমার্স সাইট আছে যেমন এমাজন,  আলিএক্সপ্রেস,  ইবে। এছাড়া অনেক ওয়েব হোস্টিং ওয়েবসাইট আছে যেগুলা থেকে প্রতিদিন গড়ে মিলিয়ন মিলিয়ন ডলারের পণ্য বিক্রি হচ্ছে।

এখন কথা হচ্ছে কুপন কি? কুপন হচ্ছে এমন একটা কোড না ব্যবহার করলে আপনি কিছু ডিসকাউন্ট পাবেন। আমরা দেখি নিয়মিত লোটো এপেক্সে আবার  অনেক দোকানে ৬০% ছাড় দিচ্ছে ঠিক তেমনই অনলাইনে কিছু কুপন ব্যবহারের মাধ্যমে ৫০% এর মতন ছাড় পাওয়া যায়। এই জন্য ওই সব ই-কমার্স সাইটে এফিলিয়েট হিসেবে একাউন্ট খুলা লাগবে। তারপর আপনি কুপন কোড পাবেন। এখন কথা হইলো আমি কুপন কোড পাইলাম কিন্তু এই কুপন কোড অন্য কেউ ব্যবহার করলে আমার কি লাভ? তাই না? তবে তার উত্তর হলো কেউ যদি আপনার এই কুপন কোড ব্যবহার করে তবে এইটার উপর আপনি কিছু ডলার পাবেন। তাহলে ভাবেন এইটাতে আপনার কোন খরচ নাই আবার মানুষ ডিসকাউন্ট পাওয়ার জন্য এইটা ব্যবহার করবেই তাহলে আপনি বসে বসে টাকা পাচ্ছেন। তাই না? অনেক টাই তেমনই।

এখন কথা হচ্ছে আপনার কুপন কোড কোনটা মানুষ জানবে কিভাবে? এই জন্যই আপনার প্রয়োজন পাবলিছিটি। এই পাবলিছিটি আপনি পাবেন কিভাবে? আপনি যদি এই জগতে নতুন হয়ে থাকেন তবে একটু কষ্ট করা লাগবে। কিন্তু কষ্ট করলে যে পরে আপনি বসে সুখ ভোগ করতে পারবেন। গুগলে যায়ে শুধু amazon coupon code লিখে সার্চ দেন দেখেন অনেকগুলাই ওয়েবসাইট পাবেন। এরা যাস্ট ফ্রিতে কুপন কোড দিয়ে মাসে মিনিমাম ৫০-৮০ হাজার ডলার করে আর্নিং করে। আপনি প্রথম আসছেন তাই প্রথমেই এত আর্ন করার টার্গেট নিয়েন না।

তো কি ভাবে শুরু করবেন? এই জন্য আপনার একটা ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক। কিভাবে একটা কুপনের ওয়েবসাইট বানাবেন তা নিয়ে আপনাদের চিন্তা করতে হবেনা। আপনি যদি কোডিং সম্পর্কে কিছু নাও জানে থাকেন তারপরও অনয়াসে আপনি নিজে থেকে বানাতে পারবেন। এই জন্য নিচের ভিডিওটি ফুল দেখুন। এখানে স্টেপ বাই স্টেপ সব কিছু ডিটেইলস ভাবে দেওয়া আছে।

ইউটিউবে দেখতে এখানে ক্লিক করুনন।

ওয়েবসাইট বানাতে কোন সমস্যা অথবা কোথাও কোন সমস্যা হইলে অবশ্যই জানবেন। সামনে আরো কিছু নিয়ে হাজির হব। আশা করি পাশেই থাকবেন।

আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ওয়েবসাইট নিয়মিত ভিজিট করবে। আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজ চ্যাক করতে ভুলবেন না। আর যদি কোন প্রশ্ন থাকে তবে আমাদের ফেসবুক গ্রুপে এসে তা জিগাসা করতে পারেন।

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি shimulrays। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস