আনলিমিটেড ফ্রী হোস্টিং সাথে ফ্রী সাবডোমেইন অথবা যেকোন ডোমেইন হোস্ট করার সুবিধা

হোস্টিং ফ্রিতে পাওয়া গেলে বেশ ভালোই হয়, কি বলেন? ফ্রী হোস্টিং গুলোতে অবশ্য অনেক যদি কিন্তু আছে। টাকা দিয়ে হোস্টিং কিনলে হয়ত সেগুলো থেকে মুক্তি পেতে পারেন। তারপরও ফ্রিতে পাওয়া গেলে সেই জিনিস টাকা দিয়ে কে কেনে।  এক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে ব্যান্ডউইডথ এবং ডিস্ক স্পেস অনেক কম দেয়। ওয়েবসাইটের ভিজিটর বাড়লেই আর ওয়েবসাইটের বারোটা বেজে যাবে। আজকে এমন একটি হোস্টিং এর সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি যেটাতে অন্যগুলোর তুলনায় কিছু দিক দিয়ে ভালো সেবা পাবেন।

ফ্রী আনলিমিটেড হোস্টিং এর যদি কিন্তু

অনেক হোস্টিং প্রভাইডাররাই ফ্রিতে ডোমেইন হোস্ট করতে দেয়। কিন্তু, সেক্ষেত্রে কিছু শর্তও জুড়ে দেয়। যেমন ধরুন-

  • টপ লেভেল ডোমেইন ছাড়া অন্য কোন ডোমেইন হোস্ট করা যাবে না। .tk বা, অন্যন্য ফ্রী ডোমেইনগুলো হোস্ট করা যাবে না
  • বড় সাইজের ফাইল আপলোড করা যাবে না
  • এডাল্ট সাইট, পিটিসি সাইট এবং আরো বিভিন্ন ধরনের সাইট হোস্ট করা যাবে না
  • Bandwidth এবং Disk SPace কম থাকবে
  • Site Builder বা, অন্যান্য কিছু জিনিস ঠিকমত কাজ করে না
  • নিজের সাইটে কোন এড দিলেন না, কিন্তু সাইট ভিজিট করে দেখবেন বিরক্তিকর একটি এড আপনার সাইটে দেখাচ্ছে

InfinityFree এগুলো থেকে আপনাকে মুক্তি দিতে পারে

একটি হোস্টিং প্রভাইডার আছে যেটার নাম infinityfree, এটা হয়ত আপনাকে অনেক অসুবিধা থেকে মুক্তি দিতে পারে। এরা দাবি করে সবকিছু আনলিমিটেড দেবে, বাস্তবে সেটা দেয় না তবে কিছু সুবিধা এখানে পেতে পারেন যা, অন্য কোথাও কখনোই পাবেন না। এরা দাবি করে-

  1. আনলমিটেড ফ্রী হোস্টিং
  2. ৯৯% আপটাইম
  3. সবচেয়ে ফাস্ট
  4. পুরোপুরি ফ্রী(কোন শর্ত নেই)
  5. কোন এড নেই(জোর করে ওরা ওদের এড দেখাবে না)
  6. যেকোন ডোমেইন হোস্ট করতে পারবেন। (.tk, .ml, .ga, .co.vu যা কিছু আছে ফ্রী বা, টাকা দিয়ে কেনা সব হোস্ট করতে পারবেন)
  7. Automatic Installer(এটার মাধ্যমে সহজে যেকোন Script ইনস্টল দিতে পারবেন, ফ্রিতে- WordPress এ সহজেই একটা সাইট তৈরি করতে পারবেন ফ্রিতে)
  8. ফ্রী ওয়েবসাইট বিল্ডার(কিছুই জানা লাগবে না, সবাই ওয়েবসাইট বানাতে পাওবেন। যা লাগবে ধরবেন আর লাগাবেন)

যা বলে তার সাথে বাস্তবতার অমিল

২, ৩(অন্য ফ্রী হোস্টিং ব্যবহারের অভিজ্ঞতা থাকলে একমত হবেন), ৪, ৫, ৬, ৭, ৮ পুরোপুরি সত্যি। অর্থাৎ, ১ নম্বর দাবি ছাড়া ওদের সব দাবিই সত্যি। ১ নম্বরে আনলিমিটেড হোস্টিং এর দাবি শুধু সত্যি না। তবে ছোটখাট একটি ওয়েবসাইট এবং অল্প ভিজিটর থাকলে  নির্দ্বিধায় এখানে হোস্ট করতে পারেন। Indo নামে কি এক জিনিস আছে(আমি জানি না) এটা ফুরিয়ে গেলে আপনার আনলিমিটেড হোস্টিং এর সুবিধা ২৪ ঘন্টার জন্য বন্ধ থাকবে, এরপর আবার চলবে। ফ্রিতেই যখন দিচ্ছে নিতে আর সমস্যা কি। নিচের লিংক থেকে নিয়ে নিন-

InfinityFRee ফ্রী আনলিমিটেড হোস্টিং

সুবিধা আর অসুবিধার কথা সব বিস্তারিত বলমাম, এখন পরে বেশী ভিজিটর আর, প্রচুর ব্যান্ডউইডথ খরচ করতে চাইলে পারবেন না, সেক্ষেত্রে আমাকে গালাগালি না দিয়ে Infinity free এর দাবি যারা করছে তাদেরকে  দেবেন। সম্পূর্ন ফ্রিতেই পাওয়া যাচ্ছে যেহেতু, সেহেতু এটাতে একাউন্ট খোলাই যায়। ডোমেইন হোস্টিং কিনে ব্যবহারের আগে যারা প্রাকটিস করতে চাচ্ছেন তাদের জন্য খুব ভালো একটি অপশন হতে পারে।

এই লেখাটিঃ Tutorialsbangla তে প্রকাশিত  ফ্রী আনলিমিটেড হোস্টিং নিয়ে যেকোন ডোমেইন ব্যবহার করুন অবলম্বনে লিখিত

Level 1

আমি Tutorialsbangla। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 27 টিউনারকে ফলো করি।

আমার ওয়েবসাইট চাইলে দেখতে পারেন- http://www.tutorialsbangla.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

This content was published before at tutorialsbangla.com