এইচটিএমএল নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল ফুল কোর্স ও সহজসর্টকাট উপায়ে (ব্লগে আয় করুন)

টিউন বিভাগ ওয়েব ডিজাইন
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আজ আমি এইচটিএমএল নিয়ে টিউটোরিয়াল বানিয়েছি। প্রায় ৫০ তার মত ভিডিও বানিয়েছি। এইচটিএমএল এর A থেকে Z পর্যন্ত দেওয়ার চেষ্টা করব ইনশাআলাহ। এটি শিক্ষার পর আপনি ব্লগ বা আউটসোর্সিং করে আয় করতে পারবেন বলে আশা করি। আমি সেটাও দেওয়ার চেষ্টা করব। তবে প্রথমে শিখতে হবে তাই না।

এইচটিএমএল হলো একটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর মার্ক আপ ট্যাগ সমূহ ব্যবহার করে ওয়েবপেজ এর বেসিক কাঠামো তৈরি করা হয়।
প্রকৃত অর্থে এটি কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয় বরং একটি মার্কআপ ল্যাংগুয়েজ যা একসারি মার্কআপ ট্যাগ এর সমন্বয় গঠিত। ইন্টারনেটে, তথা ওয়েবসাইটে ওয়েবপেজ তৈরিতে এইচ টি এম এল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই ফাইলের এক্সটেনশন .html অথবা .htm উভয়ই হতে পারে। এতে বিভিন্ন এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে বিভিন্ন ফর্ম্যাটিং, অবজেক্ট ও লিংক প্রকাশ করা করা হয়। HTML এর সর্বশেষ ভার্সন হলো HTML5 যার উন্নয়ন কাজ এখন সম্পূর্ণ এবং নতুন আদর্শমান। HTML5 এ ওয়েবসাইটে অডিও,ভিডিও যোগ করার জন্য নতুন আদর্শ(স্ট্যান্ডার্ড) যোগ করা হয়েছে।

আপনারা আমার ইউটিউব চ্যানেলটিতে SUBSCRIBE করে রাখুন। সেখানে আপনি প্রতিদিন এইচটিএমএল ভিডিও দেখে শিখতে পারবেন সহজে। প্রথম ভিডিওটি নিচে-

আপনাদের যদি কোন সমস্যা হয় বা আমার কোন ভুল দেখে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে জানাবেন। আমি চেষ্টা করব।

Level 6

আমি কাজী শামীম শাহারিয়ার ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 121 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

।।Email Bomber সিস্টেম নীড অব এন্ড্রয়েড