ওয়েব ডিজাইনারদের জন্য Magento -পর্ব-১

আস সালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। ভাল থাকুন সব সময় এটাই চাই। তো এখন আপনাদের  সাথে যেই বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা যারা ই-কমার্স সাইট তৈরি করেন আশা করি তাদের খুব উপকার হবে। আমরা অনেকেই জানি যে, ম্যাজেন্টো আসলে কি? ম্যাজেন্টো আসলে একটা শক্তিশালী ই-কমার্স প্লাটফর্ম।  তো এই প্লাটফর্মে কিভাবে আপনি কাজ শুরু করবেন তা নিয়েই আমি আলোচনা করার চেষ্টা করবো।

তো আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো যে, এখানে যেই শব্দগুলো দেয়া হয়েছে সেগুলো আসলে কি সেটা কিছুটা হলেও বুঝানোর চেষ্টা করবো। কিভাবে সেটিং করবেন, কিভাবে নিজের মত করে কাস্টমাইজ করবেন সেগুলো সেখানোর চেষ্টা করবো। শিখবেন কি না সেটা আপনার ব্যাপার। শিখলে ভাল আর না শিখলে আমার কিছু করার নাই। আমার কাজ টিউন করা আমি টিউন করে যাচ্ছি। হা হা হা। আশা করবো সবাই শিখবেন।

আমরা হয়ত আজকের পড়বে ইন্টস্টলেশন দেখাতে পারবো না তবে এর সম্পর্কে খুবই বিস্তারিত ভাবে জানার চেষ্টা করব। তো চলুন আগে জেনে নিই...

সত্যিকার অর্থে ম্যাজেন্টো আসলে কি?

Magento

আসলে একটা ই-কমার্স সাইট তৈরি এবং চালানো দুটোই খুব কঠিন একটি কাজ। এখন প্রায় সব প্লাটফর্মেই ই-কমার্স প্লাটফর্ম এড করার চেষ্টা চলছে। কিন্ত সেগুলোর অধিকাংশই জটিল প্রক্রিয়া। ম্যাজেন্টো ঐগুলোর থেকে অনেকাংশেই সহজ।

ম্যাজেন্টোসত্যিই একটি খুবই শক্তিশালী এবং অসংখ্য ফিচার সম্বলিত একটি প্লাটফর্ম। আর এটা একটা ওপেন সোর্স প্লাটফর্ম। এটা খুব দ্রুততার সাথে আপনার ই-কমার্স সাইটকে চালনা করতে সক্ষম। অতি অল্প সময়ে একটি দক্ষ ই-কমার্স সাইট তৈরি করা ও চালনা করা যায়। অনেকক্ষণ ধরেই ফিচার ফিচার করতেছি তাই না? চলুন এবার জেনে নিই...

আসলে কি কি ফিচার আছে ম্যাজেনটোতে?

Tutorial Image

আগেও বলেছি ম্যাজেন্টোহচ্ছে ফিচারে পরিপূর্ণ একটি প্লাটফর্ম। এর এমন সব ফিচারও রয়েছে যেগুলো আপনি হয়ত কখনো দেখেন নি বা শুনেনও নি অন্য কোনো প্লাটফর্মে।  এতে রয়েছে...

সহজ পেইমেন্ট সিস্টেম

আমরা প্রায়ই যে পেয়মেন্ট মেথোড গুলো ব্যবহার করে থাকি সেগুলো হল, পেইপাল, গুগল চেকয়াউট,ইউএসএ পে এবং অথোরাইজ ডট নেট। এই সব কিছুই ম্যাজেন্টোসাপোর্ট করে। এছাড়াও আমরা আরও যে প্রচলিত মেথোড ইউজ করি যেমন, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, মানি অর্ডার এবং চেক ইত্যাদি সব সিস্টেমই এই ম্যাগেনটোতে রয়েছে।

শক্তিশালী এবং সিকিউর চেকআউট সিস্টেম

প্রতিটি পরিপূর্ণ প্রোডাক্টের সাথে থাকছে ওয়ান ক্লিক চেকআউট সিস্টেম যা সম্পূর্ণভাবে ssl সাপোর্ট দ্বারা নিয়ন্ত্রিত।

সম্পূর্ণ আধুনিক এনালাইস্টিক্স

ম্যাজেন্টোআপনাকে দিবে আপনার ব্যবসায়ের সম্পুর্ণ বিবরণ। এর জন্য আপনাকে কোনো থার্ড পার্টি কোনো টূলস ব্যবহার করতে হবে না।

প্রোডাক্ট রিভিউ এবং রেটিং

শুধু প্রোডাক্ট কেনা বেচাই নয়। ভাল কিংবা মন্দ প্রোডাক্ট যেন সবাই চিনতে পারে তাই রয়েছে রিভিউ এবং রেটিং এর ব্যবস্থা।

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন

সার্চ ইঞ্জিনে আসতে না পারলে ই-কমার্স সাইট নিয়ে এগিয়ে যাওয়া টা একটু কঠিন ব্যাপারই বটে। তাই এই প্লাটফর্ম দিচ্ছে আপনাকে গুগলে ১০০% ফ্রেন্ডলি ওয়েবপেইজের প্রতিশ্রুতি এবং দারূন সাইট্ম্যাপ সিস্টেম।

মার্কেটিং প্রমোশন বা কুপন সিস্টেম

এর সাথে রয়েছে বিভিন্ন প্রোমোশনা অপশন। যেমন কুপন, ডিস্কাউন্ট ইত্যাদি। যেগুলো আপনার ক্রেতাদেরকে অনেক বেশি আকৃষ্ট করবে।

এছাড়াও রয়েছে অনেক কিছু

একটা গানের কথা মনে পড়ে গেল। গানটায় একটা লাইন এমন ছিল, তোমার আমার ভালবাসা সাগরের মতই বিশাল... ঠিক তেমনি কয়টা ফিচার বলবো। এর তো আরও অসংখ্য ফিচার রয়েছে। আর সকল ফিচার আমার এই ছোট্ট মাথার ভিতরেও নাই।  আর একটা টিউন  দিয়ে এইটা শেষ করা সম্ভব না। তাই আর বলে আপনার সময় নষ্ট করতে চাই না।

কোন ভার্শনটি আপনি চয়েজ করতে পারেন?

Tutorial Imageআমি জানি আপনি এখনই ম্যাজেন্টোব্যবহার করার জন্য খুবই কৌতুহলী। কিন্তু না। এটা ব্যবহারের আগে আপনাকে জানতে হবে যে, আপনি কোন ভার্শন টি ব্যবহার করবেন। কারণ ম্যাগেনটোর দুইটী আলাদা ভার্শন রয়েছে।একটি হল, ম্যাজেন্টো এন্টারপ্রাইজ, আরেকটি হল ম্যাজেন্টো কমিউনিটি।

তো চলুন এর দুটি ভার্শন সম্পর্কেই জেনে নেয়া যাক...

ম্যাজেন্টোএন্টারপ্রাইজ

এন্টারপ্রাইজ ইডিশনটি হচ্ছে মূলত একটি সংগঠনের ই-কমার্স সাইটের  জন্য যেখানে অনেক সমালোচক থাকে। এটা আপনাকে ২৪ঘন্টা সাপোর্ট দিবে। অসংখ্য ফিচার দিবে এবং শক্তিশালী সিএমএস সিস্টেম দিবে, সার্টিফিকেট গিফট করবে...আরো অনেক কিছু। কিন্তু এটার মূল্য প্রতি বছর প্রায় ১১১২৫ ইউএস ডলার। ভয় পাইছেন? পাওয়ার কথাই।

ম্যাজেন্টো কমিউনিটি

আর ম্যাজেন্টো কমিউনিটি সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করতে পারবেন আর নিজের ইচ্ছা মত মোডিফাইও করতে পারবেন।এটা আপনাকে শক্তিশালী সাপোর্ট দিবে।

আজকে আমরা এই ইডিশন নিয়েই কথা বলবো। আর পরবর্তী টিউন করলে এই ইডিশনের উপরই হয়ত টিউন করবো।

আচ্ছা তো চলুন জেনে নিই এটা ব্যবহারের জন্য সার্ভারের কি কি উপকরণ বা যোগ্যতা লাগবেঃ

ম্যাজেন্টোখুবই ফ্রেন্ডলি একটি প্লাটফর্ম। তাই এর অতবেশি চাহিদা নেই। অধিকাংশ প্লাটফর্মই সবকিছু লেটেস্ট না হলে অনেক সময় ব্যবহার করতে দেয় না। কিন্তু ম্যাগেনটোর ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা। তাদের অফিসিয়াল রিকোয়াইরমেন্টস টা নিচে দেয়া হল...

  • Apache 1.3+
  • php 5.2+
  • Mysql 4.1.2+

তবে হ্যা উপাদানগুলো যত আপডেটেড হবে ততই ভাল। যাইহোক আজকে আমার উদ্দেশ্য ছিল যে ম্যাজেন্টো সম্পর্কে প্রাথমিক ধারণা দেয়া। আশা করি সেটা সফলভাবে দিতে সক্ষম হয়েছি। যদি আবার সময় পাই তাহলে অবশ্যই চেষ্টা করবো এর পরবর্তী পর্বগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য।

যদি আপনার সামান্যও ভাল লেগে থাকে আমার এই টিউন তাহলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন। যদি আপনার মনে হয় যে, এই টিউন টি শেয়ার করলে অন্যরাও উপকৃত হতে পারবে তাহলে অবশ্যই ফেসবুকে এই টিউন  টি শেয়ার করবেন। আর প্রিয় টিউনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু।

যাইহোক, আজকের মত এই পর্যন্তই দেখা হবে শিগ্রই অন্য কোনো টিউনে। ততক্ষণ পর্যন্ত ভাল থাকুন, সুস্থ থাকুন, প্রযুক্তিকে ভালবাসুন, আর প্রযুক্তির সাথেই থাকুন।

আল্লাহ হাফিজ।

ফেসবুকে আমি 

Level 1

আমি মোঃ আশিকুর রহমান সরল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন প্রযুক্তি প্রেমী।কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি।পৃথিবীকে নতুন কিছু করে দেখাতে চাই। My Website


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস