ক্যারিয়ার হিসেবে অনেকেই ওয়েব ডিজাইনিংকে বেছে নেন। ওয়েব ডিজাইনিং এর বর্তমানে অনেক চাহিদা। তাই অনেকেই ওয়েব ডিজাইনিং শিখছেন। কেউ কেউ ওয়েব ডিজাইনিং এর কয়েকটি কাজও করে ফেলেছেন। কিন্তু অনেক সময় দেখা যায় যারা ওয়েব ডিজাইনিং এ নতুন তারা ক্লায়েন্ট এর থেকে এমন অনেক কাজ পান যেগুলো আগে কখনো করেন নি। এরকম প্রায় সবার সাথেই হয়। কাজটি আগে করেননি বলে কি আপনি কাজটি নিবেন না? অবশ্যই না। আপনার যদি নিজের উপরে বিশ্বাস থাকে তাহলে কাজটি আপনি অবশ্যই নিবেন।
তবে ক্লায়েন্ট এর কাজ নেবার আগে দেখে নিতে হবে আপনি সেই কাজ পারেন কিনা। বা এই কাজ শেষ করার জন্য আপনার মাথায় প্ল্যান আছে কিনা। যদি থাকে তাহলে কোন সমস্যা নেই। তারপরও আপনি যদি ক্লায়েন্ট যেই ধরনের কাজ চায় সেটা আগে থেকে করে না থাকেন তাহলে আপনার সমস্যা হবে। আবার এই কাজ করার জন্য যে টুল গুলো লাগবে সেটি আপনার কাছে নেই বা কখনো আপনি ব্যবহার করেননি।
তাই আমি আপনাদের এমন ১০টি টুল এর কথা বলব যেগুলো ব্যবহার করে আপনি আপনার ডিজাইনকে আরো সুন্দর করে তুলতে পারবেন। এবং আপনার অনেক গুরুত্বপূর্ণ সময় বাচাতে পারবেন। এখন আপনার কাজে না লাগলেও আপনি জেনে রাখতে পারবেন। আশাকরি ভবিষ্যতে আপনার কাজে লাগবে।
আপনি যখন কোন ক্লায়েন্ট এর কাজ করেন তখন প্রায় সময় ক্লায়েন্টকে প্রোটোটাইপ দেখাতে হয়। বা নিজের কাজের জন্য প্রোটোটাইপ বানাতে হয়। এর জন্য আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়। কিন্তু এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি যেকোনো ধরনের ডিজাইন এর প্রোটোটাইপ বানাতে পারবেন। স্মার্টফোন এর অ্যাপ থেকে ওয়েবসাইট। সবই আছে। এমনকি স্মার্টওয়াচ এর জন্য অ্যাপ বানালেও আপনি এটির মাধ্যমে টেস্ট করতে পারবেন।
সবচেয়ে বড় কথা এটি ব্যবহার করার জন্য আপনাকে খুব বেশি কোডিং করতে হবে না। আপনি এই ওয়েবসাইটটি বিভিন্ন ডিজাইন টুল ব্যবহার করে নিজের মত অ্যাপ তৈরি করে ফেলতে পারবেন। এবং সেই অ্যাপ কেমন চলবে তাও দেখতে পারবেন। এমনকি বিভিন্ন এনিমেশন অ্যাড করতে পারবেন। এমনকি আপনি ফটোশপ থেকে আপনার ডিজাইন এখানে ইম্পোর্ট করে এখানে ব্যবহার করতে পারবেন। এই ওয়েবসাইটটির লেটেস্ট রিলিজ এ এমন অনেক টুল আছে যেগুলো আপনি কোথাও পাবেন না। এবং এই ওয়েবসাইটের সবচেয়ে কাজের ফিচার হল আপনি কিছু ডিজাইন করে ব্রাউজারের মাধ্যমেই সেটা রান করতে পারবেন।
ওয়েবসাইটটিতে যেতে এখানে ক্লিক করুন।
আপনি এই ওয়েবসাইটের ফিচারগুলো ১৫ দিনের জন্য ফ্রী ব্যবহার করতে পারেন। এবং এর জন্য কোন ক্রেডিট কার্ড লাগবে না।
আমার দেখা ফ্রিতে সবচেয়ে ভাল ওয়েবসাইট বিল্ডিং টুল হল সাইট১২৩, এই ওয়েবসাইট শুধুই একটি ওয়েবসাইট বিল্ডার না। এতে আরো অনেক ফিচার আছি। এতে আছে একটু ফুল-ফাঙ্কশনাল ওয়েব এডিটর। যেটি ব্যবহার করে আপনি কোন প্রোগ্রামিং ছাড়াই একটু ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। এছাড়াও এতে আগে থেকে তৈরি করা অনেক টেম্পলেট আছে। যেগুলো দিয়ে আপনি নিজের জন্য একটি চমৎকার ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারেন।
আবার আপনি চাইলে আপনার ওয়েবসাইটটিকে বিভিন্ন বাসায় ট্রান্সলেট করতে পারেন। এবং এই কাজ এই টুলটি নিজে থেকেই করতে পারবে। এবং আপনি এই সব ফিচার পাবেন পুরো ফ্রী।
ওয়েবসাইটটিতে যেতে এখানে ক্লিক করুন।
প্রায় ১০ বছর যাবত এই ওয়েবসাইটটি ক্লায়েন্টদের জন্য বিভিন্ন কাজ করে দিচ্ছে। ধরুন আপনার একটি কোম্পানি আছে এবং আপনার একজন ফুলটাইম ওয়েব ডেভেলপার দরকার। আপনি একজনকে হায়ার করলেন, কিন্তু কিছুদিন পর দেখা গেল আপনার আর ওয়েব ডেভেলপারকে লাগছে না।
তখন কি করবেন? এর জন্য আপনি Xfive এর সাথে কাজ করতে পারেন। এই ওয়েবসাইটটি আপনাকে ফুল টাইম ডেভেলপার দিতে পারবে। আবার আপনার যখন লাগবে না তখন আপনি আর তাদের পে করবেন না। অর্থাৎ আপনার কাজও হবে কিন্তু আপনার নিজের থেকে লোক হায়ার করা লাগবে না। এছাড়াও আরো নানা কাজ এই ওয়েবসাইটটি করে থাকে।
ওয়েবসাইটটিতে প্রবেশ করতে এখানে ক্লিক করুন।
আপনি যদি কোন কোডিং ছাড়া ওয়েব সাইট তৈরি করতে চান তাহলে দেরি না করে ওয়েবফ্লোকে ব্যবহার করতে পারেন। কারণ আপনি এই ওয়েবসাইটে কোন প্রোগ্রামিং ছাড়াই HTML বা CSS নিয়ে কাজ করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে ওয়েবসাইট এর প্রোটোটাইপ বানাতে পারেন। আপনি প্রায় ১ ঘণ্টা খরচ করলেই নতুন এবং সুন্দর একটি ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন এই ওয়েবসাইট এর মাধ্যমে।
ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক করুন।
যারা নতুন ওয়েবসাইট বানান তারা বেশিরভাগ সময় ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকেন। কিন্তু ওয়ার্ডপ্রেসের মাত্র তিনটি অংশ। একটি হেডার, একটি ফুটার এবং একটি কন্টেন্ট বিল্ডার নিয়েই ওয়ার্ডপ্রেস। কিন্তু “প্রো” আছে ৩০টি বাড়তি ওয়েব বিল্ডিং টুল। এছাড়াও আপনি এতে থার্ড পার্টি প্লাগিন ব্যবহার করতে পারবেন।
“প্রো” সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।
আপনি ওয়ার্ডপ্রেস এ যদি বিভিন্ন চার্ট ব্যবহার করতে চান তাহলে এই প্লাগিনটি ব্যবহার করতে পারেন। কারণ “wpDataTables” প্লাগিনটি ব্যবহার করে আপনি মিনিট এর মধ্যেই বিশাল পরিমাণ ডাটা নিয়ে কাজ করতে পারবেন। এবং চার্ট নিয়ে প্রায় সব কাজই এখানে করা যায়। এছাড়াও এর মাধ্যমে আপনি টেবিল অ্যাড করতে পারবেন।
এই প্লাগিন সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।
ওয়েবসাইট এর জন্য ফন্ট সিলেক্ট করা অনেক ঝামেলার একটি কাজ। তাই বেশিরভাগ সময় আমরা ডিফল্ট ফন্ট ব্যবহার করি। আবার ফ্রী ফন্ট এর মধ্যে থেকে ভাল এবং সুন্দর একটি ফন্ট খুঁজে বের করা অনেক কঠিন। তাই আপনি যদি আপনার ওয়েবসাইট এর জন্য ভাল ফন্ট চান তাহলে এই ওয়েবসাইটটি থেকে ঘুরে আসতে পারেন। এবং এখানে ফন্টগুলো খুব সুন্দর ভাবে সাজানো আছে।
ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক করুন।
ইন্টারনেটে ঘুরতে ঘুরতে আপনার একটি ফন্ট পছন্দ হয়ে গেল। কিন্তু নাম না জানার কারণে সেই ফন্ট খুঁজে বের করা কঠিন। এরকম ফন্ট খুঁজে বের করতে আপনি এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। এর জন্য প্রথমে যেখানে ঐ ফন্ট দিয়ে লেখা আছে সেটার একটি স্ক্রীনশট তুলে ওয়েবসাইটে আপলোড দিন। এবং ওয়েবসাইটটি আপনার ঐ ফন্ট এর নাম খুঁজে বের করবে। যদি এই ফন্ট অনেকগুলো ফন্ট এর সাথে মিলে তবে তাও এই ওয়েবসাইট আপনাকে দেখাতে পারবে। ফলে আপনার যেই ফন্টটি দরকার আপনি তা খুঁজে বের করতে পারবেন।
ওয়েবসাইটটি ব্যবহার করতে এখানে ক্লিক করুন।
আপনি যখন প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস এর থিম কিনবেন তখন তা নিয়মিত এবং ভালভাবে আপডেট পাবে। কিন্তু একবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়ে গেলে ওয়ার্ডপ্রেস কিভাবে আপডেট এবং মনিটর করবেন। ম্যানুয়ালি সবই করাস সম্ভব। তবে প্রেসমেট ব্যবহার করে আপনি অটোমেটিকভাবে ওয়ার্ডপ্রেসকে আপডেট রাখতে পারবেন। তাই যারা ছোটখাটো বিজনেস বা কাজের জন্য ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানিয়েছেন তারা এই টুলটি ব্যবহার করতে পারেন।
টুলটি সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।
মোবাইল ফ্রেন্ডলি একটি অসাধারণ ওয়েবসাইট বিল্ডার হল স্নাপ পেজেস। এটি ব্যবহার করা যেমন সহজ তেমনি এটির ফিচার সংখ্যাও অনেক। এই ওয়েবসাইটে আছেন ওয়েবসাইট বিল্ড করার জন্য আধুনিক সব টুল। এবং এতে অনেকগুলো সুন্দর সুন্দর প্রি-বিল্ট থিম দেয়া আছে। যেগুলো দিয়ে আপনি একটি ওয়েবসাইট খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন।
এ সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।
টিউনটি সময় নিয়ে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিউনটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
আমি আশরাফুল ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার আর্টিকেলটি পড়ে খুব উপকৃত কলাম। আশা করি এমন আরও কিছু লিখবেন যাতে করে আমরা সহ আাগামীর প্রজন্মরা উপকৃত হতে পারি।ধন্যবাদ