ওয়েব ডিজাইন ইন্সপায়ারেশনের জন্য নেটে হাজার হাজার ওয়েবসাইট আছে। একজন ওয়েব ডিজাইনার হিসেবে সফল হবার জন্য নিজেকে প্রতিনিয়ত ট্রেন্ডের সাথে আপডেট রাখতে হয়। আর ট্রেন্ডের সাথে আপডেট হতেই অন্যান্য ডিজাইনারদের নতুন নতুন ডিজাইন দেখতে হয়। আমার দেখা সেরা পাঁচ ওয়েব ডিজাইন ইন্সপায়ারেশন সাইট নিয়ে আজকে আলোচনা করবো।
এই সাইটটি আমার দেখা সেরা ওয়েব ডিজাইন ইন্সপায়ারেশন সাইট। সাইটটিতে ১১৮ টি ক্যাটাগরিতে প্রায় ৩০ হাজারের বেশি ডিজাইন আছে। এছাড়াও সাইটটিতে সাল অনুযায়ী ডিজাইন দেখা যায়।
এটি মূলত ওয়েবসাইট কম্পিটিশন টাইপের একটি সাইট। সাইটটি যেহেতু এওয়ার্ড দেয়, সেজন্য এখানে বেশ হাই কোয়ালিটি ডিজাইন সাবমিট হয়। জুরিদের ভোটে সাইটগুলো নির্বাচিত হয় বলে এখান থেকে মানসম্মত ডিজাইন ইন্সপায়ারেশন পাওয়া যায়।
এটি অনেকটা Awwwards এর মতই। এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে ডিজাইন ব্রাউজ করা যায়। মানসম্মত এবং ট্রেন্ডি ডিজাইন আপলোড হয় বলে সাইটটি ডিজাইন ইন্সপায়ারেশনের জন্য বেশ কাজের একটি জায়গা।
Behance মুলত Adobe পরিচালিত একটি পোর্টফোলিও সাইট। এটিতে ওয়েব ডিজাইন ছাড়াও সব ধরনের ডিজাইন আপলোড হয়। সাইটটির Discover অংশে খুব সহজেই হাজার হাজার ওয়েবসাইট ডিজাইন খুজে পাওয়া যায়।
এটি মূলত একটি template store. এখানে বেশ মানসম্মত ডিজাইন বিক্রয়ের জন্য রাখা আছে। সাইটটিতে প্রায় ২৫ হাজারের অধিক ডিজাইন টেম্পলেট আছে, যেখান থেকে ডিজাইন ইন্সপায়ারেশন পাওয়া যায়। এ সাইটগুলো ছাড়াও আরো অনেক সাইট আছে, যেখান থেকে ওয়েব ডিজাইন ইন্সপায়ারেশন পাওয়া যায়।
ধন্যবাদ সবাইকে।
আমি রেশাদ ইবনে মমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ লিঙ্ক গুলো দেওয়ার জন্য