কোন প্রকার ঝামেলা ছাড়াই গুগল ফন্ট ব্যবহার করুন

ওয়েব ডিজাইন করেন অথচ ফন্ট নিয়ে ঝামেলা আসে না এমন কেউ কে পাওয়া যাবে না। প্রথমেই বলি, ফন্ট কি এবং কেন ব্যবহার করা হয়। ফন্ট হচ্ছে টেক্সট বা লেটার এর ডিজাইন। কেমন হবে লেখার ধরন তা ফন্ট দিয়ে নির্ধারণ করা হর। এক্ষেত্রে ওয়েব দিজাইনাররা Font-family প্রপার্টি ব্যবহার করে। Paid ও Free উভয় ফন্টই ব্যবহার করা হয়। আমরা সাধারনত Free ফন্ট বেশি ব্যবহার করি।

এখন আসি, গুগল ফন্ট কি। এই ফন্ট এর স্বত্বাধিকার গুগলের। আপনি যদি ফন্ট ব্যবহার করতে চান তবে কোন প্রকার ঝামেলাই নাই। এটি সম্পূর্ণ ফ্রী। Google Font ব্যবহার করে সাইটের লোড স্পীডও বেশ ভালই থাকে। চলুন দেখি কিভাবে গুগল ফন্ট ওয়েব ডিজাইনে ব্যবহার করবেন।

১। প্রথমেই https://fonts.google.com/ এই সাইটে জেতে হবে।

২। এরপর যেকোনো ফন্ট সিলেক্ট করতে হবে

৩। এখন HTML কোড হেড এর মধ্যে দিন এবং font-family: 'font name', sans-serif; CSS এর মধ্যে দিন।

 

 

 

ব্যাস, হয়ে গেল গুগল ফন্টের ব্যবহার। যদি চান, টিউটোরিয়ালটি ভিডিও আকারে দেখতে পারেন। ইউটিউবে গিয়ে w3helps দিয়ে সার্চ করে ভিডিওটি পেয়ে যাবেন।

আজ এ পর্যন্তই। ভাল থাকবেন সবাই।

Level 0

আমি অমিত সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

২০১০ সাল থেকে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট নিয়ে আছি। ভালো লাগে নতুন কিছু জানতে আর সকলের মাঝে শেয়ার করতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গুগল ফন্ট নিয়ে ভিডিওটি দেখুন https://youtu.be/KZe7OZdwxhQ

প্রিয় টিউনার,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।