HTML শেখার কিছু ওয়েবসাইট. এটা শিখলেই আপনি একটা ওয়েব পেজ তৈরী করতে পারবেন!

ওয়েব ডিজাইন এখনকার সময়ে একটি গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সিং সোর্স। আমরা জানি যে ওয়েব ডিজাইন এর জন্য প্রয়োজন কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার মধ্যে HTML, CSS গুরুত্বপূর্ণ।

ওয়েব ডিজাইনের সাহায্যে যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। হতে পারে সেটা একটা বিজনেস ওয়েবসাইট, অথবা পার্সোনাল ওয়েবসাইট। যেহেতু HTML খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা বাসায় বসেই শিখে ফেলতে পারেন। এটি একটি সহজ ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি এটা বিনামূল্যে শিখতে পারেন।

HTML শেখার কিছু ওয়েবসাইট হচ্ছে:

😃 https://www.codecademy.com/
😃 https://www.coursera.org/courses?query=programming
😉 https://www.html5rocks.com/en/
☺️ http://www.codeavengers.com/web/1
😌 https://webmaker.org/en-US/
😝 http://www.skilledup.com/courses/html-css.135566
😲 http://www.w3schools.com/html/

  • এইচটিএমএল (HTML) এর অর্থ হচ্ছে Hyper Text Markup Language. এটা কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়, মার্কআপ ল্যাংগুয়েজ।
  • ওয়েব ডেভেলপার হতে হলে এই ল্যাংগুয়েজ টি সবার আগে ভালভাবে শিখতে হবে।তবে এটা শেখা খুব সহজ।
  • এটা শিখলেই আপনি একটা ওয়েব পেজ তৈরী করতে পারবেন। এরপর যদি সিএসএস শেখেন তাহলে ঐ পেজটিতে আরেকটু প্রান দিতে পারবেন
  • তারপর জাভাস্ক্রিপ্টের পালা, জাভাস্ক্রিপ্ট শিখে এর এপ্লিকেশন করলে আপনার ঐ ওয়েব পেজটি ডাইনামিক হওয়া শূরু হল। সবশেষে পিএইচপি + ডেটাবেস শিখলে আপনি পূর্নাঙ্গ ডেটাবেস Driven ওয়েবসাইট  তৈরী করতে পারবেন।

আশা করি  ওয়েব ডিজাইনিং  আপনাদের ওয়েবসাইট ভালো লেগেছে।

হ্যাপি ওয়েব ডিজাইনিং ❤️

অামার টিউনটি অপনাদের উপকারে লাগলে এবং ভবিষ্যতে আরও নতুন নতুন টিউন পেতে আমার
ইউটিউব চ্যানেল ও  Group এ ‍Joined হতে ভুলবেন না কিন্তু।
 

Level 0

আমি ফাহিমুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস