আপনি কি আপনার প্রতিষ্ঠানের জন্য একটি E-recruitment ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন?
এই টিউনটিতে আমি আজকে দেখাবো কিভাবে সম্পুর্ন বিনামূল্যে একটি E-recruitment ওয়েবসাইট তৈরি করবেন।
যারা জানেন না তারা হয়তো প্রশ্ন করবেন, E-recruitment ওয়েবসাইট কি?
- E-recruitment হলো এমন একটি অনলাইন সিস্টেম যেখানে আপনি আপনার প্রতিষ্ঠানের চাকরির খবর গুলো টিউন করতে পারবেন, চাকরিপ্রার্থীরা ওয়েবসাইটে নিবন্ধন করে তাদের সিভি এড করতে পারবে এবং আপনার প্রতিষ্ঠানের চাকরিগুলোতে অনলাইনে আবেদন করতে পারবে, আপনি প্রার্থীদের চাকরির আবেদন এবং সিভি গুলো দেখতে পারবেন।
চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন।
বিনামূল্যে E-recruitment ওয়েবসাইট তৈরি করতে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন-
১। সরাসরি নিচের লিংকে ক্লিক করুন-
নিচের মত আসবে-
এখানে SITE NAME এর ঘরে আপনি যে নামে আপনার E-recruitment ওয়েবসাইটটি তৈরি করতে চাচ্ছেন, সেই ঠিকানাটি (url) টি দিন। যেমন আপনার প্রতিষ্ঠানের নাম যদি হয় Walton Group তাহলে আপনি url বা ঠিকানা হিসেবে walton দিতে পারেন।
২। এখন Next বাটনে ক্লিক করুন। নিচের মত আসবে-
এখানের Company Name এর ঘরে আপনার প্রতিষ্ঠানের নাম দিন, Company Email এর ঘরে আপনার প্রতিষ্ঠানের ই-মেইল ঠিকানাটি দিন এবং Password এর ঘরে একটি শক্ত পাসওয়ার্ড দিয়ে Submit বাটনে ক্লিক করুন।
এখানে কিছু অনুসরণীয় বিষয় হলোঃ
এখন যদি নিচের মত আসে তাহলে আপনার সফলভাবে আপনার ওয়েবসাইটটি তৈরি করতে পেরেছেন-
Register Succesfully
Please confirm your account before start. An confirmation email has been sent to your email address. It will take awhile. Please also check spam box.
এখন আপনাকে আপনার সাইটটিকে সচল করতে হবে। তার জন্য আপনার প্রতিষ্ঠানের ই-মেইল ঠিকানায় একটি Activation mail গিয়েছে। আপনার ই-মেইল এর ইনবক্সটি দেখুন। যদি ইনবক্স এ না পান তাহলে স্প্যাম বক্সে দেখুন। নিচের মত পাবেন->
এখানে Activation link এ লিঙ্ক এ ক্লিক করুন। (১ম লাল বর্ডার চিহ্নিত)। দ্বিতীয় লাল বর্ডার চিহ্নিত লিঙ্কটি হলো আপনার সাইটের এডমিন প্যানেল এর লগিন লিঙ্ক। নিচের মত আসলে আপনি সাইটটিকে সফলভাবে সচল করেছেন-
Your account has been active successfully
আপনার E-recruitment ওয়েবসাইট এখন তৈরি। আপনার Admin panel login link ক্লিক করে আপনার ই-মেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করে এডমিন প্যানেল এ লগিন করতে পারবেন। আরো বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন।
ভিডিও লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=S1Al-ntF6d8
ধন্যবাদ সকলকে কষ্ট করে পড়ার জন্য।
আমি ALAMINJAB। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।