আসসালামু আলাইকুম, মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের অসীম রহমতে আজকে ব্লগার টেমপ্লেটের ওপর আরও নতুন একটি টিউন নিয়ে ফিরেছি। আশা করছি আপনাদের ভাল লাগবে। বিশ্বের সর্ববৃহৎ / সর্বপঠিত টেকনোলজি ভিত্তিক বাংলা সোস্যাল নেটওর্য়াক "টেকটিউনস" কে অনেক বেশি ধন্যবাদ, এই প্লাটফর্মে আমাকে আমার অভিজ্ঞতা শেয়ার করার সুব্যাবস্থা করে দেওয়ার জন্য।
আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি অসাধারন ব্লগার টেমপ্লেট আশা করছি এ টেপ্লেটটির ফিচার্সগুলি আপনার ব্লগিংয়ের সকল প্রয়োজন মিটিয়ে নিতে সমর্থ করবে।
ব্লগিং করে অনলাইন হতে টাকা উপার্জন করার জন্য মাল্টি অ্যাড ব্লগার টেমপ্লেট অবশ্যক তাই আমি এই টেমপ্লেট টা শেয়ার করলাম আশা করি সবার ভাল লাগবে
টেমপ্লেট টিতে অনেক ফির্চাস আছে তার মধ্যে কিছু তুলে ধরলাম
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন Seo
এই টেমপ্লেটটির সকল অংশ পরিপূর্ণভাবে সার্চ ইঞ্জিনের উপযোগী করে তৈরি করা হয়েছে। এটি ব্যবহার করলে টেমপ্লেটের কোন অংশ এসইও করার কথা ভাবতে হবে না।
বর্তমান সময়ের সবচেয়ে বেশী ব্যবহৃত যত ধরনের ছোট বড় ডিভাইস রয়েছে, তার সবগুলির উপযোগী করে তৈরি করা হয়েছে। সেই জন্য টেমপ্লেটটি কম্পিউটার, ল্যাপটপ, টেবলেট এবং মোবাইল থেকে সহজে ভিজিট করে কনটেন্ট পড়া যাবে। বিশেষ করে মোবাইল থেকে স্লো গতির ইন্টারনেট ব্যবহারকারীরাও যাতে সহজে ভিজিট করতে পারে, সে জন্য এটিকে Highly Mobile Optimized করা হয়েছে। তাছাড়া এটির সকল উইজেটগুলি সব ধরনের ডিভাইসের সাথে সামাঞ্জস্য রেখে আলাদা আলাদা ডিজাইন করা হয়েছে।
যারা ব্লগে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন ব্যবহার করেন কিংবা ভবিষ্যতে ব্যবহার করার কথা ভাবছেন, তারা এ টেমপ্লেটটি ব্যবহার করে বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন। কারণ টেমপ্লেটির Layout সহ বিভিন্ন জায়গাতে বিজ্ঞাপন কোড বসানোর জন্য মাপমত জায়গা রাখা হয়েছে।
এই টেমপ্লেটটির গুনাবলীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট হচ্ছে এটি সকল ধরনের ব্রাউজারে খুব দ্রুত লোড নেবে। কারণ এটিতে HTML5, CSS3, JavaScript সহ সকল ধরনের কোডগুলিকে Minify করে ব্যবহার করা হয়েছে। ফলে এটি আপনার ব্লগের লোড টাইমের উপর বাড়তী কোন প্রভাব না।
আমি রোমান ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।