গল্পে গল্পে এইচ টি এম এল – (পার্ট ১) | Just For Beginners:

আজকে আবার কিছু বক বক করতে হাজির হলাম আপনাদের সামনে, কোন কাম কাজ নাই বেকার ছেলে তাই মাঝে মাঝে এই রকম বক বক করি। আমার আজকের বক বকের টপিকস এতক্ষনে টাইটেল আর নিম্নের চিত্র দেখেই বুঝে গেছেন।

HTML : Hypertext Markup Language

IT is the standard markup language for creating web pages and web applications. তো আমাদের আজকের টিউনটি খুবই ছোট টিউন, জাষ্ট আমরা দুই জন মিলে একটা টিউটোরিয়াল বানয়েছি বিগিনারদের জন্য টিউটোরিয়ালটিতে আমি আর ইমরান ছিলাম।

HTML Bangla Tutorial : Just For Beginners (গল্পে গল্পে এইচ টি এম এল)

এইচটিএমল বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হাবিব, আজ আপনাদের সামনে নিয়ে আসছি নতুন এক ব্যক্তিকে যার নাম ইমরান। প্রথমে তার সম্পর্কে বলে নিই:


ইমরান আমার ক্লোজ এক ছোট ভাই। সে সিটি বিশ্ববিদ্যালয়ের এক অন্যতম মেধাবি ছাত্র। কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশলি বিভাগের সপ্তম সেমিস্টারে অধ্যয়ন রত আছে। ডাটা স্ট্রোকচার, এলগরিদমের উপর তার খুব ভালো জ্ঞান আছে। অনেক দিন থেকে সে ওয়ার্ডপ্রেসেও কাজ করছে। আর প্রতিনিয়ত সে প্রোগ্রমিং কন্টেস্ট করে যাচ্ছে। সে সি এবং জাভাতে দক্ষ।


আজকর এই টিউটোরিয়ালটা তারই বানানো টিউটোরিয়াল। সে আমাকে HTML শিখতে সাহয্য করছে। যদিও আমি HTML একটু আধটু পারি, তারপরও বললাম আমাকে আরও একটু ডিটেইলস বলো। পরে সে পুরো এক ঘন্টা যাবত এইচ টি এম এল এর অনেক গুলো ট্যাগের সাথে পরিচয় করিয়ে দিলো। গল্পে গল্পে এইচ টি এম এল এটা তারই দেয়া নাম।

তো এই টিউটোরিয়ালে আপনি যা যা শিখতে পারবেন: প্রথমেই বলে রাখি এডভান্স এইটি এম এল জানেন এই টিউটোরিয়াল উনাদের জন্য নয়, সো ভাইয়া আপনি সময় নাষ্ট কইরেন না এটা শুধু বিগিনারদের জন্য। প্লিজ মনে কষ্ট নিবেন না। অবশ্যই হাসি মুখে বিদায় নিবেন।

তো যা যা শিখবেন:

১. এই টি এম এল লিখার নিয়ম।
২. বেসিক কিছু ট্যগ।


৩. এডিটর এর কিছু ব্যবহার।


৪. এইটিএমএল ৪ এবং এইটিএমএল ৫ এর মধ্যে পার্থক্য।

৫. হেড,টাইটেলের,বডির ব্যবহার।


৬. এইচটি এম এল এ হাইফার লিংক তৈরি করা।


৭. ইমেজ ইনসার্ট করা।


৮. টাইপের ব্যবহার:
text, password, email, date, color, ‍submit, radio, checkbox এর ব্যবহার।

৯. select option এর ব্যবহার।


১০. অর্ডার লিষ্ট এবং আন অর্ডার লিষ্টের ব্যবহার।
১১. বেসিক কিছু ইনপুট টাইপ।


১২. ol and ul টাইফের ব্যবহার।


আর তা ছাড়া মাঝে মাঝে আমাদের মজার মজার কথাতো আছেই।


তো দেখতে থাকুন ভিডিও টিউটোরিয়ালটি।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শাড়া পেলে খুব শিগ্রই ইমরানকে নিয়ে এইচটি এম এল পুরো শেষ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।

আল্লাহ হাফেজ।

ইমরানের চ্যনেল
Like Our Facebook Page

আর সবাইকে এইটিএমএল এ স্বাগতম।

Level New

আমি মোহাম্মদ হাবিবুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস