ব্লগে গেজেট এড করুন, ব্লগকে সুন্দর রুপদিন, ব্লগ ডিজাইন

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান। কেমন আছেন সবাই? আশা করি ভাল।
আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হাজির হলাম সেটা হলো ব্লগের যে গেজেট অপশন আছে অর্থাৎ লে-আউট নিয়ে আলোচঅনা করব।
তো চলুন আলোচনায় চলে যাই।

লে-আউট

লে আউট হলো যেখানে আপনি আপনার ব্লগের সকল গেজেট পাবেন, ইডিট করবেন, ডিলিট করবেন, এড করবেন। ইত্যাদি কাজ গুলো করতে পারবেন লে আউট মেনুতে।
আপনার ব্লগে যদি টাইম সেটাপ অথবা ঘড়ি এড করতে চান তাহলে লে আউট থেকে এড করতে পারবেন।
এরকম অনেক কাজ করতে পারবেন। ভিডিওতে বিস্তারিত দিয়েছি। আশা করি খুব কাজে লাগবে।
এখন আমি একটা এড করার সিস্টেম লিখে দিচ্ছি।
দেখুন পারেন কি না।

লিঙ্কসমূহ ব্লগে এড করুন

  • প্রথমে আপনার ব্লগ বা সাইটে লগ ইন করুন
  • এবার ড্যাসবোর্ডের(DeshBoard) লেআউট টাব সিলেক্ট করুন।
  • এড এ গেজেট(Add a Gadget) / একটি গেজেট যুক্ত করুন এ ক্লীক করুন।
  • এড এ গেজেট(Add a Gadget) অপেন হলে Html /JavaScript সিলেক্ট করুন।
  • এবার Html/JavaScript আপনার কাঙ্ক্ষিত স্ক্রিপ্টা বসিয়ে দিন
  • এবার Save বাটনে ক্লিক করুন। এবার আপনার সাইটটি দেখুন।

আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে এই ভিডিওটা দেখুন সম্পুর্ণ কাজ দেখানো আছে ভিডিওতে। আশা করি বুঝতে পেরেছেন।

ধন্যবাদ সবাইকে। আজকে বিদায় নিচ্ছি দেখা আগামী টিউটোরিয়ালে।
ভাল থাকবেন, সুস্থ্য থাকবেন। মেতে থাকুন প্রযুক্তির সুরে।
ব্লগ বা যে কোনো সমস্যার জন্য আমাকে পেতে পারেন আপনার কাছে।

প্লাস করুণ আমাকে
সমস্যা হলে মেসেজ করুণ ফেইজবুকে
ফলো করুণ টুইটারে

Level 8

আমি মামুন। COO, Injaazh Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস