আশাকরি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অনলাইন ইনকাম |
ভূমিকাঃ- আমরা প্রায়ই শব্দটির সাথে খুব বেশি পরিচিত। শব্দটি হচ্ছে অনলাইন ইনকাম. কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন মারকেটপ্লেস বা ওয়েবসাইটে একাউন্ট করে একটি বিশেষ পদ্ধতি অবলম্বনের মাধ্যমে কাজ করা যায় এবং টাকা বা ডলার ইনকাম করা যায়। আপনি বিভিন্ন ভাবে অনলাইন থেকে ইনকাম করেতে পারবেন তবে সর্বোত্তম উপায় হচ্ছে ওয়েবসাইট এর লেআউট বা ফন্টপেইজ তৈরি করে আয় করা এটিকে ওয়েবডিজাইন বলে। আর এডমিনপেনেল বা ব্যাক-ইন্ড এর কাজকে ওয়েব-ডেভেলপমেন্ট বলে। বিষয় টির মধ্যে বিশাল ব্যবধান আছে আমরা আস্তে আস্তে বুঝতে পারব। এক কথায় ধারাবাহিক জ্ঞান চর্চার মাধ্যমে আমরা জানতে পারব। আলোচ্য বিষয় সমূহের খুঁটি নাটি জানা-অজানা তথ্য। কিভাবে ওয়েবডিজাইন শেখা শুরু করবেনঃ- ধারাবাহিক ভাবে আমি বেসিক থেকে এডভ্যান্স লেভেল পর্যন্ত ওয়েবডিজাইন নিয়ে আলোচনা করব।
বেসিক পর্যায়ে আপনাকে জানতে হবে কিছু কস্পিউটারের ভাষা (অর্থাৎ যে ভাষা কস্পিউটার বোঝে কিন্তু বাংলা অথবা ইংরেজি নয়) তেমনি একটি কস্পিউটারের ভাষা হচ্ছে এইচ টি এম এল (HTML)।
HTML কি জানার আগে একটু ইতিহাসটা জানা যাক। ১৯৮০ সালে পৃথিবীর বুকে আর্বিভাব হয় HTML নামক কস্পিউটার ভাষার। ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নাস-রি সর্বপ্রথম গবেষকদের মধ্যে Information (তথ্য) আদান-প্রদানের জন্য একটি বিশেষ পদ্ধতি (system) প্রস্তাব করেন যার নাম ছিল EUQUIRE prototyped system. পরবর্ততে ১৯৯০ সালে টিম বার্নাস-লি (Berners lee) HTML language এর উল্লেখ করে। ধাপে ধাপে আবিষ্কৃত হয় HTML 5 আমরা মূলত HTML 5 শিখবো। HTML 5 শিখলে পূর্ববর্তী গুলো এমনি হয়ে যাবে।
HTML শব্দের অর্থ Hyper Tex Markup Language. Hyper মানে বিশেষ ধরনের TexT আর Markup মানে বিভাবে আপনি বিশেষ বিশেষ অংশ হাইলাইট করবেন কিন্ত ওয়েব এর ক্ষেত্রে কাঠামো বোঝানো হয়। মূলত ওয়েব পেইজ এর ক্ষেত্রে Markup Language বেশি ব্যবহৃত হয়।
#H= Hyper: HTML আবিষ্কার করার পূর্বে কম্পিউটার গুলোতে কোন লেখাকে বিশেষ ভাবে লেখা বা প্রকাশের জন্যে Underline করা হত মানে লেখার নিচে রেখা টানা হত। কিন্তু বর্তমানে লেখাকে বিশেষভাবে ওয়েব পেইজ এ প্রকাশ করা যায়। এটি সম্ভব হয়েছে HTML আসার কারণে।
#T=Text বলতে আমরা বুঝি যা আমরা পড়তে পারি এটি একটি শব্দ কয়েকটি শব্দ হতে পারে। অবশ্যই শব্দ সমষ্টি বর্ণের সমন্বেয় গঠিত।
#Markup:- ওয়েব পেইজ কে প্রয়োজন অনুসারে সাজানো বা পরিবর্তন করা বা প্রত্যেক ডিজাইনারের নিজের মত করে গড়াকে বেঝায়। যেমন:- Head line তৈরি করতে <H> (Header) tag এর ব্যবহার।
# Language:- এখানে ভাষা বলতে কম্পিউটারের ভাষাকে বেঝানো হয়েছে অর্থাৎ কম্পিউটার যে ভাষা বোঝে
টিউনটি যদি আপনাদের কাজে লাগে তাহলে টিউমেন্টের মাধ্যমে আমাদের জানান। ভালো লাগলে অবশ্যই লাইক, টিউমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো আমার টিউনটি এখানেই শেষ করছি আগামি টিউনে আবার দেখা হবে সবাই ভাল থাকবেন
আমি রবিউল ইসলাম। admin, freelancer, dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I'm a professional Web-designer ,WordPress Developer & also an MCSA ( Microsoft Certified Solutions Associate ).
চেইন টিউন অাকারে প্রকাশ করেন তাহলে পর্ব মিস হলে খুজে পাবো সহজে। ধন্যবাদ টিউনের জন্য