সবাই কেমন আছেন।আশা করি এই রমজান মাসে সবাই ভালো আছেন।বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাওয়াই ইদানিং অনলাইনে সময় তেমন দিতে পারি না।আজকে অনেক কষ্ট করে সময় এর করে লিখতে বসলাম।আজকের টিউটোরিয়াল টা সবচেয়ে তাদের বেশি ভালো হবে যারা এখনো কোন ওয়েবসাইট তৈরি করতে পারেন নাই।আজকে আপনার সবচেয়ে সহজে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয় তা আমি শিখাবো এই টিউটোরিয়ালে।
আজকের টিউটোরিয়া টা যদি মন দিয়ে কাজে লাগান তাহলে আপনার অনেক উপকারে আসবে।কারন এই টিউটরিয়াল যদি ফলোও করেন তাহলে ওয়েবসাইট তৈরি করতে আপনার আর কোন টাকা লাগছে না সম্পূর্ন ফ্রিতে পারবেন ওয়েবসাইট তৈরি করতে। আচ্ছা আপনারা যেই ওয়েবসাইট করবেন তার ডেমো দেখবেন না।এই দেখেন ডেমো
আমি এক screenshot দুই ডিভাইসের ফোটো দিলাম।কারন এই ওয়েবসাইট টার মাধ্যমে আপনি মোবাইলে একরকম দেখবেন এবং কম্পিউটারে আরেক রকম দেখবেন, কেননা এটা responsible design ওয়েবসাইট।
সবাই যাতে সহজে বুঝে তাই এর উপর আমি একটি ভিডিও তৈরি করেছি।আপনি এই ভিডি দেখলে আর ওয়েবসাইট তৈরি করতে কোন সমস্যা হবে না।কারন এই ভিডিওটি আমি অনেক সময় নিয়ে এবং সহজ করে করেছি যাতে নতুন যারা তাদের বুঝতে কোন অসুবিধা না হয়।তো কথা না বলে ভিডিও টি দেখুন
এরকম আরও সুপার টিপস পেতে আমার এবং টেকটিউনস এর সাথেই থাকুন ভালো কিছু পেতে। মেতে উঠুন প্রযুক্তির সুরে।
আমি ওমর এফ বাসিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Video dakly apny taka piben. amar lav ki??